ঢাকা , রবিবার, ৩১ অগাস্ট ২০২৫ , ১৬ ভাদ্র ১৪৩২ বঙ্গাব্দ , ই-পেপার
সংবাদ শিরোনাম
পবিত্র ঈদে মিলাদুন্নবির গুরুত্ব তুলে ধরেছেন ড. কুদরত এ খোদা সিরাজগঞ্জে দ্ইু নৌকার সংঘর্ষে নিহত ২, আহত ১৫ তফসিল ঘোষণায় সিইসির তড়িঘড়ি সন্দেহের কারণ- গোলাম পরওয়ার রাজউকের এস্টেট ভ‚মি ২-এর এডি আব্দুস সাত্তারের বিরুদ্ধে অভিযোগের পাহাড় বেসরকারি স্বাস্থ্যখাত হবে সেবামুখী ব্যবসা -ডা. তাহের সাগরে ভেসে যাওয়া ২ বন্ধু সৈকতে ফিরলো লাশ হয়ে কক্সবাজারে নদী-পরিবেশ দূষণ করলে হোটেল বন্ধ করে দেওয়ার নির্দেশ -নৌপরিবহন উপদেষ্টা নুরের মাথায় রক্তক্ষরণসহ নাকের হাড় ভেঙেছে তিন দফা দাবিতে শহীদ মিনারে শিক্ষকদের মহাসমাবেশ নুরের ওপর হামলার নির্দেশের অডিওটি ভুয়া- স্বরাষ্ট্র মন্ত্রণালয় ভিপি নুরুল হকের সুস্থতা কামনা করছি- মহাসচিব জাতীয় পার্টির কেন্দ্রীয় কার্যালয়ে হামলা অগ্নিসংযোগ বাতিল হওয়া এনআইডি সংশোধনের আবেদন ৩১ অক্টোবর পর্যন্ত দু’ রাজনৈতিক দলের সহিংস পরিস্থিতি নিয়ে যা জানালো আইএসপিআর বিভিন্ন এজেন্সি থেকে জঙ্গি লিস্ট দিয়ে বলা হতো ছাড়া যাবে না- আসিফ নজরুল জমে উঠেছে ভোটের মাঠ একে একে চলে গেলেন সাতজন হাসপাতাল-ফার্মাসিউটিক্যাল সরকারের নিয়ন্ত্রণমুক্ত করবে বিএনপি-আমির খসরু খাদ্য, পানি, বায়ু ও প্রকৃতি সুরক্ষায় বিনিয়োগ বাড়াতে হবে-পরিবেশ উপদেষ্টা খাদ্য, পানি, বায়ু ও প্রকৃতি সুরক্ষায় বিনিয়োগ বাড়াতে হবে-পরিবেশ উপদেষ্টা

পর্যাপ্ত হাসপাতাল থেকেও প্রয়োজনীয় সেবা নেই

  • আপলোড সময় : ০২-০৬-২০২৪ ১২:৫৩:২৪ অপরাহ্ন
  • আপডেট সময় : ০২-০৬-২০২৪ ১২:৫৩:২৪ অপরাহ্ন
পর্যাপ্ত হাসপাতাল থেকেও প্রয়োজনীয় সেবা নেই

অরুন্ধুতি রায়
অসুস্থতা বা দুর্ঘটনা কোনো নির্দিষ্ট সময় করে আসে না। যেকোনো মুহূর্তে মানুষ অসুস্থ বা দুর্ঘটনায় পড়তে পারে। এমন মর্মান্তিক অবস্থা থেকে বাঁচতে প্রয়োজন চিকিৎসা। আর চিকিৎসার জন্য চায় হাসপাতাল। যখন হাসপাতাল পর্যাপ্ত পরিমাণ থাকার পরেও প্রয়োজনীয় চিকিৎসা পাওয়া যায় না তখন বিষয়টি কেমন দাঁড়ায়? সরকার কোটি কোটি টাকা ব্যয় করেছেন হাসপাতালের পিছনে অথচ সেখানে চিকিৎসা হচ্ছে না! মিরসরাইয়ের মতো চট্টগ্রাম বিভাগের ১১টি জেলার ৯২টি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে যন্ত্রপাতির স্বল্পতার কারণে প্রয়োজনীয় চিকিৎসাসেবা পাওয়া যায় না। উপজেলা হাসপাতালগুলোয় ২৪৪টি চিকিৎসা যন্ত্রপাতি জেনারেটর অচল পড়ে রয়েছে। ছাড়া ১১টি জেলা হাসপাতালের ৮১টি যন্ত্র অচল অবস্থায় রয়েছে। বিভাগের জেলা উপজেলার ১০৩ হাসপাতালে মোট বিকল যন্ত্রপাতির সংখ্যা ৩২৫। পার্বত্য চট্টগ্রামের উপজেলা হাসপাতালগুলোয় যন্ত্রপাতির জন্য বেশি হাহাকার চলছে। চিকিৎসাসেবা-সংকটের পাশাপাশি বিদ্যুৎ না থাকলে অন্ধকারেও ডুবে থাকতে হয় অনেক হাসপাতালকে। অনেক হাসপাতালে জেনারেটর নেই। আবার জেনারেটর থাকলেও ¦ালানির বরাদ্দ পর্যাপ্ত নয়। তাই প্রান্তিক পর্যায়ে কাক্সিক্ষত সেবা না পেয়ে লোকজন ছুটছেন বিভাগীয় হাসপাতালে। সাধারণত উপজেলা হাসপাতালগুলোয় ইসিজি, এক্সরে, আলট্রাসাউন্ড, অ্যানেসথেসিয়া যন্ত্র, ডায়াথার্মিক যন্ত্র সাধারণ অস্ত্রোপচারের (সিজারিয়ানসহ) ব্যবস্থা থাকে। উপজেলা হাসপাতালগুলোর ২৯টিতে আলট্রাসাউন্ড মেশিন নেই। আবার আলট্রাসাউন্ড থাকলেও তার জন্য উপজেলা পর্যায়ে কোনো সনোলজিস্টের পদ নেই। রাঙামাটির পাঁচটি উপজেলা হাসপাতালে এক্সরে যন্ত্র, ডায়াথার্মিক যন্ত্র, অ্যানেসথেসিয়া যন্ত্র নষ্ট অথবা নেই। নেই ওটি টেবিলও। আবার দুটি হাসপাতালে এসব যন্ত্রের পাশাপাশি আলট্রাসাউন্ড যন্ত্র এবং জেনারেটর সুবিধাও নেই। বান্দরবানের তিনটি উপজেলা হাসপাতালে ডায়াথার্মিক, অ্যানেসথেসিয়া, এক্সরে মেশিন, ওটি টেবিল জেনারেটর নেই। খাগড়াছড়ির সাতটি উপজেলা হাসপাতালে ডায়াথার্মিক, ওটি টেবিল, আলট্রাসাউন্ড নেই। ম্বাস্থ্যমন্ত্রী সামন্ত লাল সেন বলেছেন, প্রান্তিক জনগোষ্ঠীর স্বাস্থ্যসেবা নিশ্চিতে কাজ করে যাব। চট্টগ্রামের পাশাপাশি অন্যান্য জেলারও স্বাস্থ্যসেবা যাতে আরও উন্নত হয় প্রচেষ্টা সরকারের রয়েছে। কিন্তু বাস্তবতার চিত্র বিপরীত। যেখানে প্রয়োজনে চিকিৎসা সেবাই পাওয়া যায় না, সেখানে উন্নত চিকিৎসাসেবা তো বিলাসিতা কেবল। উন্নয়নশীলের পথে হাঁটা দেশে এমন চিত্র ভয়াবহ আকার ধারণ করতে পারে। ওই সমস্যাগুলো সমাধানে সরকার দ্রুত পদক্ষেপ নেয়া দরকার। যেসব হাসপাতালে ডাক্তার সংকট সেসব জায়গায় ডাক্তার নিযুক্ত করুন। ছাড়া চিকিৎসা ক্ষেত্রে যেসকল যন্ত্রপাতি প্রয়োজন প্রত্যেকটি হাসপাতালে এর সুব্যবস্থা করুণ। সময়মতো চিকিৎসা নিতে পারলে  জনসাধারণ দুর্ভোগ থেকে মুক্তি পাবে এবং সুস্থতার সম্ভাবনাও বেশি থাকবে।

লেখক : গণমাধ্যম কর্মী
 

নিউজটি আপডেট করেছেন : Dainik Janata

কমেন্ট বক্স
প্রতিবেদকের তথ্য

সর্বশেষ সংবাদ