
উপ-সহকারী সেটেলমেন্ট অফিসার কল্যাণ সমিতির পাতানো নির্বাচনের অভিযোগ
- আপলোড সময় : ২১-০৯-২০২৫ ০১:২৭:৪৬ অপরাহ্ন
- আপডেট সময় : ২১-০৯-২০২৫ ০১:২৭:৪৬ অপরাহ্ন


ভ‚মি রেকর্ড ও জড়িপ বিভাগে উপ-সহকারী সেটেলমেন্ট অফিসার কল্যাণ সমিতি-২০২৫ পাতানো নির্বাচন গতকাল অফিস ভবনে অনুষ্ঠিত হয়েছে। দুই পক্ষে নির্বাচনে এক পক্ষ নির্বাচনের ৪ দিন আগে বয়কট করলেও নির্বাচন কমিশনার গতকাল শনিবার পাতানো নির্বাচন করে সভাপতি পদে মাহবুুবুর রহমানকে বিজয়ী ঘোষণা করেন। প্রধান নির্বাচন কমিশনার সায়েদুল আরেফিন ফ্যাসিস্ট সরকারের দোসরদের সাথে আগত করে নির্বাচনের আগেই ৪৫ পদের মধ্যে ১৮টি পদে নির্বাচন দিয়ে তাদের সবাইকে বিজয়ী ঘোষণা করেন। প্রধান নির্বাচন কমিশনারের পছন্দ মতো লোকদের আগে থকেই বিনা প্রতিদ্ব›দ্বীতায় পাস করিয়ে নেয়ার পর সভাপতি পদ প্রার্থী ফকির শামসুল হক নির্বাচনের ৪ দিন আগেই বির্নাচন থেকে সরে দাঁড়ান। গতকাল শনিবার ২১০ জন ভোটার-এর মধ্যে ৪৫ জন প্রার্থী হন। এদের মধ্যে ১৮ জন ছাড়া সবাই বিনা প্রতিদ্ব›দ্বীতায় বিজয়ী হয়েছেন। নাম মাত্র উপস্থিত দেখিয়ে প্রধান নির্বাচন কমিশনারের পছন্দসহ লোকদের বিজয়ী করেছেন। নাম প্রকাশে অনিচ্ছুক এক কর্মকর্তা জানান, বড় ধরনের আর্থিক সুবিধা নিয়ে প্রধান নির্বাচন কমিশনার সায়েদুল আরেফিন এই পতানো নির্বাচনটি করেছেন। তার স্বার্থ হাসিলের জন্য তিনি অনিয়মকে ও নিয়মে পরিণতি করেছেন। যেখানে ১০ জন প্রার্থী নির্বাচন স্থাগিত চেয়ে প্রধান নির্বাচন সায়েদুল আরেফিন বরাবর লিখিত অভিযোগ জমা দিয়েছেন। প্রধান নির্বাচন কমিশনার সভাপতি প্রার্থীসহ ১০ জনের অভিযোগই আমলে নেননি। সূত্র জানায়, নির্বাচনের আগেই সহ-সভাপতি ও যুগ্ম মহাসচিব পদে সিলেকশনে বিজয়ী ঘোষণা করেন প্রধান নির্বাচন কশিনার। সভাপতি প্রার্থীসহ ১০ জন প্রার্থী নির্বাচন থেকে সরে গেলে ও যথা সময়ে পতানো নির্বাচন করেছেন প্রধান নির্বাচন কমিশনার সায়েদুল আরেফিন।
এছাড়া আহŸায়ক কমিটির যিনি সদস্য সচিব তিনি সদস্য সচিব, আবার তিনিই নির্বাচন কমিশনারের প্রচার সচিব। আবার তিনিই কমিশনারের প্রার্থী হয়ে সভাপতি প্রার্থী মাহবুবুর রহমানের পক্ষে কাজ করেন।এ ব্যাপারে প্রধান নির্বাচন কমিশনার সায়েদুল আরেফিন-এর সাথে তার মুঠোফোনে কথা বললে তিনি কোন কথা না বলে সরেজমিনে গিয়ে দেখার কথা বলেন। তাছাড়া সাংবাদিক পরিচয়ে দেয়ার পরও তিনি তা বিশ্বাস করতে পারছেন না। বিগত ফ্যাসিস্ট শেখ হাসিনার মতো প্রধান নির্বাচন কমিশনার সায়েদুল আরেফিন একই কায়দায় উপ-সহকারী সেটেনমেন্ট অফিসার কল্যাণ সমিতি নির্বাচন-২০২৫ একই কায়দায় করেছেন। ফ্যাসিস্ট সরকারের আমলে সুবিদাভোগী প্রধান নির্বাচন কমিশনার সায়েদুল আরেফিন অনেক সুযোগ-সুবিধা নিয়ে এখনও বহাল তবিয়াতে আছেন।
নিউজটি আপডেট করেছেন : Dainik Janata
কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ