ঢাকা , বৃহস্পতিবার, ২৫ সেপ্টেম্বর ২০২৫ , ৯ আশ্বিন ১৪৩২ বঙ্গাব্দ , ই-পেপার
সংবাদ শিরোনাম
শেষ মুহূর্তে চলছে দুর্গাপূজার প্রস্তুতি উত্তরায় ফুটপাত থেকে দৈনিক অর্ধকোটি টাকা চাঁদা আদায়ের অভিযোগ মুন্সীগঞ্জে দুর্ঘটনায় মাদ্রাসাছাত্রী নিহতের পর বাসে আগুন দিলো বিক্ষুব্ধ জনতা ফরিদপুরে চাঁদা না পেয়ে ১৬ গাড়ি ভাঙচুর, যুবদল নেতা গ্রেফতার চাকসু নির্বাচন থেকে সরে দাঁড়ালেন ২০ প্রার্থী টঙ্গীতে মোবাইলের মাধ্যমে হ্যাকাররা কোটি কোটি টাকা হাতিয়ে নিচ্ছে মৌলভীবাজারে শেভরনের গ্যাস পাইপলাইনে আগুন, দগ্ধ ২ ট্রেনিং কার্যক্রমে ড্রাইভিং স্কুলগুলোকে সম্পৃক্ত করার দাবি রাবিতে কর্মকর্তা-কর্মচারীদের কর্মবিরতি স্থগিত, শিক্ষকদের শাটডাউন অব্যাহত কুষ্টিয়ায় ডাকাতির সময় শিশুর গলায় অস্ত্র ঠেকিয়ে মাকে ধর্ষণ : গ্রেফতার ৩ শুরু ১৭ ডিসেম্বর বইমেলা নিয়ে যা বললেন কবি-লেখকরা মাদক মামলায় জেল খাটছেন আরেকজন, মূল আসামির আত্মসমর্পণে বিপত্তি ডেঙ্গুতে পাঁচজনের মৃত্যু হাসপাতালে ৬৬৮ রোগী হাজার হাজার বিদ্যালয়ে প্রধান শিক্ষকের পদ শূন্য এমবাপ্পে-ভিনির গোলে রিয়ালের দাপুটে জয় ৬৪টি দল নিয়ে বিশ্বকাপ আয়োজন করবে ফিফা! আগামী সোমবার থেকে বিক্রি শুরু হবে বাংলাদেশ-হংকং ম্যাচের টিকেট যুক্তরাষ্ট্র ক্রিকেট বোর্ডকে নিষিদ্ধ করলো আইসিসি হংকং সিক্সেসে অধিনায়কের দায়িত্ব পেলেন দীনেশ কার্তিক শান মাসুদের উপরই ভরসা রাখছে পিসিবি

অন্তর্বতীকালীন সরকারের ৯৫ ভাগ প্রস্তাবনা আড়াইবছর আগে বিএনপি দিয়েছে, তারেক রহমান

  • আপলোড সময় : ২১-০৯-২০২৫ ১২:১২:৫২ পূর্বাহ্ন
  • আপডেট সময় : ২১-০৯-২০২৫ ১২:১২:৫২ পূর্বাহ্ন
অন্তর্বতীকালীন সরকারের ৯৫ ভাগ প্রস্তাবনা আড়াইবছর আগে বিএনপি দিয়েছে,  তারেক রহমান
মোঃ মিজানুর রহমান, কিশোরগঞ্জ প্রতিনিধি
বিএনপি’র ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান বলেছেন, বর্তমানে অন্তর্বতীকালীন সরকার দেশ পরিচালনা করছে। এই সরকার কিছু সংস্কারের প্রস্তাবনা দিয়েছে। এই প্রস্তাবগুলোর ৯৫ পার্সেন্ট বিএনপি আরও আড়াই বছর আগে দেশের মানুষের সামনে উপস্থাপন করেছে। বাংলাদেশের বিভিন্ন রাজনৈতিক দল তাদের মতামত দিয়েছে। বিএনপিও মতামত দিয়েছে। কোন কোন বিষয় হয়তো অন্যান্য কারও সাথে আমাদের মতপার্থক্য আছে। কিন্তু বাংলাদেশের মানুষের রাজনৈতিক অধিকার, ভোটের অধিকার, দেশের মানুষের নিরাপত্তা ও কর্মসংস্থানের ব্যবস্থা করে মানুষের বেঁচে থাকার অধিকারের প্রশ্নে বিএনপি’র কারও সাথে কোন আপত্তি নেই। এই কাজগুলোকে যদি সম্পাদন করতে হয় তাহলে আমাদের অবশ্যই জনগণের রায়ে একটি সরকার প্রতিষ্ঠিত হতে হবে। যেই সরকার জনগনের কাছে জবাবদিহি করতে বাধ্য থাকবে।

শনিবার (২০ সেপ্টেম্বর) বিকেলে কিশোরগঞ্জ জেলা বিএনপি’র ত্রি-বার্ষিক সম্মেলনে ভিডিও কনফারেন্স যুক্ত হয়ে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।



তারেক রহমান বলেন, কাজগুলো যদি করতে হয় দেশের ভবিষ্যত সন্তান যারা তাদের শিক্ষার ব্যবস্থা গড়ে তোলার জন্য যা করার প্রয়োজন, নারীদের অধিকার প্রতিষ্ঠা করার জন্য নারীদের স্বাবলম্বী করার জন্য যা প্রয়োজন, দেশের কিশোর-যুবক যে কোন মানুষ যার এই মুহুর্তে কর্মসংস্থান নেই সেটি দেশে হোক বিদেশে হোক তাকে প্রশিক্ষন দেওয়ার মাধ্যমে একজন শ্রমিক হিসেবে গড়ে তোলে তার কর্মসংস্থানের ব্যবস্থা করা। ছোট ছোট উদ্যোক্তা যারা তাদেরকে সহযোগিতার মাধ্যমে তাদের সফল করা। কৃষকের পাশে গিয়ে দাঁড়ানো সঠিক সময় তার সার, বীজ, কীটনাশক সরবরাহ প্রস্তুতি গ্রহণ করা। মানুষের চিকিৎসা যেটি মানুষের জন্মগত অধিকার। গ্রামের মানুষ থেকে শুরু করে শহরের মানুষ প্রত্যেকে যেন সুবিধা পায় ।   



 কিশোরগঞ্জ জেলা পুরাতন স্টেডিয়ামে আয়োজিত সম্মেলনে জেলা বিএনপি’র সভাপতি শরীফুল আলমের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক মাজহারুল ইসলামের সঞ্চালনায় সম্মেলনে উদ্বোধক হিসেবে উপস্থিত ছিলেন বিএনপি’র মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। বিশেষ অতিথি বিএনপি চেয়ারপার্সনের উপদেষ্টা আব্দুস সালাম। প্রধান বক্তা বিএনপি’র জাতীয় নির্বাহী কমিটির যুগ্ম মহাসচিব হাবিব উন নবী কান সোহেল। অতিথি সৈয়দ এমরান সালেহ প্রিন্স, কোষাধ্যক্ষ এম রশিদুজ্জামান মিল্লাত, সহ সাংগঠনিক সম্পাদক অ্যাডভোকেট শাহ মোঃ ওয়ারেছ আলী মামুন, আবু ওয়াহাব আকন্দ।

সকাল থেকেই জেলার বিভিন্ন উপজেলা থেকে মিছিল নিয়ে নেতাকর্মীরা স্টেডিয়ামে সমবেত হন। কয়েক হাজার কর্মীর উপস্থিতিতে উৎসবমুখর পরিবেশে শুরু হয় সম্মেলন। এখন চলছে ২ হজার ৯০ জন কাউন্সিলর ভোটের মধ্য দিয়ে জেলা বিএনপি’র নতুন সভাপতি ও সাধারণ সম্পাদক নির্বাচন কাজ। এই ভোটের মধ্য দিয়েই গঠিত হবে কিশোরগঞ্জ জেলা বিএনপি’র নতুন নেতৃত্ব। সভাপতি পদে ২ জন ও সাধারণ সম্পাদক পদে ৪ জন প্রতিদ্বন্দ্বিতা করছেন।

নিউজটি আপডেট করেছেন : Dainik Janata

কমেন্ট বক্স
প্রতিবেদকের তথ্য

সর্বশেষ সংবাদ