ঢাকা , শুক্রবার, ২৬ সেপ্টেম্বর ২০২৫ , ১০ আশ্বিন ১৪৩২ বঙ্গাব্দ , ই-পেপার
সংবাদ শিরোনাম
ফিফার ভাবনায় ২০৩০ বিশ্বকাপে ৬৪ দল ফারহান-রউফের অঙ্গভঙ্গিতে ক্ষুব্ধ ভারত, আইসিসিতে অভিযোগ আলভারেজের হ্যাটট্রিকে রোমাঞ্চকর জয়ে ফিরল অ্যাতলেতিকো দীর্ঘ সময়ের জন্য মাঠের বাইরে বার্সেলোনার তরুণ তারকা গাভি মেসির জোড়া গোল, নিউইয়র্ককে উড়িয়ে প্লে-অফে ইন্টার মায়ামি লা লিগার প্রথম এল ক্লাসিকোর তারিখ চূড়ান্ত শারদীয় দুর্গোৎসব উপলক্ষে ফ‌রিদপু‌রে সাংবাদিকদের সঙ্গে জেলা পুলিশের মত বিনিময় সভা সেন্ট্রাল ইউনিভার্সিটি অধ্যাদেশে আপত্তি মানববন্ধনে শিক্ষকরা জীবন-মৃত্যুর সন্ধিক্ষণে ভাষা সৈনিক আহমদ রফিক ৪৫ দশমিক ৬ শতাংশ ভোট পাবে বিএনপি, জামায়াত ৩৩ দশমিক ৫ শতাংশ : জরিপ সারাদেশে দুর্গাপূজায় কঠোর নিরাপত্তা বড় হচ্ছে ফায়ার ফাইটারদের মৃত্যুর মিছিল রাজনৈতিক-আমলাতান্ত্রিক সংস্কৃতির পরিবর্তন না হলে স্বাধীন দুদক সম্ভব নয় আগামী নির্বাচন সম্পর্কে বিশ্বকে অবহিত করবেন প্রধান উপদেষ্টা -প্রেস সচিব প্রবাসীদের ভোট দেওয়ার অ্যাপ পোস্টাল ভোট বিডি উদ্বোধন নভেম্বরে আ’লীগের ঝটিকা মিছিলের চেষ্টা, ককটেল-ব্যানারসহ গ্রেফতার ২৪৪ বড় ভূমিকম্পের ঝুঁকিতে দেশ নির্বাচন, গণতন্ত্র ও এশিয়ায় তরুণদের রাজনৈতিক সম্পৃক্ততা আলোচনায় দুর্গাপূজায় সার্বিক বিষয় নিবিড় পরিবীক্ষণ করবে ৩ মন্ত্রণালয় ৪৫তম বিসিএসের চূড়ান্ত ফল ১০ ডিসেম্বর

আড়াই হাজার শিক্ষার্থী ও চাকরিপ্রার্থীর অংশগ্রহণে জব ফেয়ার অনুষ্ঠিত

  • আপলোড সময় : ২০-০৯-২০২৫ ১০:২৭:৫৫ অপরাহ্ন
  • আপডেট সময় : ২০-০৯-২০২৫ ১০:২৭:৫৫ অপরাহ্ন
আড়াই হাজার শিক্ষার্থী ও চাকরিপ্রার্থীর অংশগ্রহণে জব ফেয়ার অনুষ্ঠিত
শিক্ষার্থী ও চাকরিপ্রত্যাশীদের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণে আহছানউল্লা বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় (অস্ট) ক্যাম্পাসে সম্প্রতি অনুষ্ঠিত হলো দিনব্যাপী ‘জব ফেয়ার-২০২৫’। মেলায় ৪০টির বেশি দেশি-বিদেশি কোম্পানি অংশগ্রহণ করে। যা চাকরিপ্রত্যাশীদের জন্য বিশাল সুযোগের দ্বার উন্মোচন করে। অংশগ্রহণকারী প্রতিষ্ঠানগুলোর মধ্যে দেশের শীর্ষস্থানীয় প্রযুক্তি, প্রকৌশল, ফাস্ট-মুভিং কনজিউমার গুডস এবং টেক্সটাইল খাতের কোম্পানি উল্লেখযোগ্য। দিনভর আড়াই হাজারের বেশি শিক্ষার্থী ও স্নাতক ডিগ্রিধারী চাকরিপ্রার্থীরা তাদের সিভি জমা দেন। বিভিন্ন প্রতিষ্ঠানের প্রতিনিধিদের সঙ্গে সরাসরি কথা বলার সুযোগ পান। অনেকেই ফুল-টাইম, পার্ট-টাইম চাকরি এবং ইন্টার্নশিপের জন্য আগ্রহ প্রকাশ করেন। তিনটি বড় কোম্পানিতে সরাসরি ইন্টারভিউ দেওয়ার সুযোগ পান। বিজ্ঞান, প্রযুক্তি, প্রকৌশল এবং গণিত বিভাগের শিক্ষার্থীদের জন্য এবারের মেলায় বিশেষ গুরুত্ব দেওয়া হয়। আয়োজনের অন্যতম সহযোগী শি-স্টেমের তত্ত্বাবধানে নারী শিক্ষার্থীদের জন্য বিশেষ সুযোগ-সুবিধা প্রদান করা হয়। যা নারীর ক্ষমতায়নে আয়োজকদের প্রতিশ্রুতির প্রতিফলন। আহছানউল্লা বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের উপাচার্য প্রফেসর ড. মোহাম্মদ আশরাফুল হক বলেন, ‘আমরা সব সময় শিক্ষার্থীদের ক্যারিয়ারের সঠিক পথ দেখাতে প্রতিশ্রুতিবদ্ধ। এই জব ফেয়ার তাদের পেশাগত জীবন শুরুর জন্য একটি শক্তিশালী প্ল্যাটফর্ম হিসেবে কাজ করেছে, যা নিঃসন্দেহে প্রশংসার দাবিদার। উপস্থিত ছিলেন আইসিটি ডিভিশনের এটুআই লিড ফিচার এডুকেশনের পলিসি অ্যানালিস্ট মো. আফজাল হোসাইন সারওয়ার, রিসোর্স মোবালাইজেশন বিভাগের প্রধান মো. শাহরিয়ার হাসান জিসান, লাইট ক্যাসেল পার্টনারসের সিনিয়র বিজনেস কনসালটেন্ট ও প্রজেক্ট ম্যানেজার ওমর ফারহান খান প্রমুখ। আয়োজনটি শুধু চাকরির মেলার মধ্যে সীমাবদ্ধ ছিল না। এটি ছিল শিক্ষার্থী, পেশাজীবী এবং বিভিন্ন প্রতিষ্ঠানের মধ্যে জ্ঞান ও অভিজ্ঞতা বিনিময়ের মিলনমেলা। আয়োজকরা ভবিষ্যতে এমন আরও জব ফেয়ার আয়োজনের আশাবাদ ব্যক্ত করেন। এক্সিলেন্স বাংলাদেশ এবং বিশ্ববিদ্যালয়ের প্রোগ্রামিং অ্যান্ড ইনফরমেটিক্স ক্লাবের যৌথ উদ্যোগে চাকরিপ্রার্থী ও শিল্প খাতের পেশাজীবীদের মধ্যে অনন্য সেতু বন্ধন তৈরি করে এ জব ফেয়ার।
 

নিউজটি আপডেট করেছেন : Dainik Janata

কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ