ফের আগুনে পুড়িল কক্সবাজারের উখিয়ার ১৩ নম্বর রোহিঙ্গা ক্যাম্প। এতে প্রায় দুইশ ঝুপড়ি ঘর ভস্মীভূত হয়েছে। আহত হয়েছেন বেশ কয়েকজন। তাৎক্ষণিক তাদের নাম পরিচয় পাওয়া যায়নি। গতকাল শনিবার দুপুর একটার দিকে তাজনিমারখোলা ১৩ নম্বর রোহিঙ্গা ক্যাম্পের ডি-১, ডি-২ ও ডি-৩ ব্লকে অগ্নিকাণ্ডের এ ঘটনা ঘটে।
সরেজমিনে গিয়ে দেখা গেছে, রোহিঙ্গা ক্যাম্পের ঝুপড়ি ঘর ছাড়াও স্থানীয়দের চারটি ঘর পুড়ে গেছে। এ খবর পেয়ে স্থানীয় ৪নং ওয়ার্ডের ইউপি সদস্য মিছবাহ উদ্দিন সেলিম ঘটনাস্থল পরিদর্শন করেছেন। বর্তমানে রোহিঙ্গা ও স্থানীয় ক্ষতিগ্রস্তরা খোলা আকাশের নিচে মানবেতর জীবনযাপন করছে। এর আগে অগ্নিকাণ্ডের খবর পেয়ে ঘটনাস্থলে আসেন ফায়ার সার্ভিসের ৯টি ইউনিট। তারা প্রায় দেড় ঘণ্টা চেষ্টা করে আগুন নিয়ন্ত্রণে আনতে সক্ষম হয়। ফায়ার সার্ভিসের সঙ্গে এপিবিএন, বিজিবি, পুলিশ ও সেনাবাহিনীর সদস্যরাও আগুন নিয়ন্ত্রণে কাজ করতে দেখা গেছে। ডি-১ ব্লকের মাঝি বশির বলেন, অগ্নিকাণ্ডের সূত্রপাত আমাদের জানা নেই। আমার ব্লকের সব ঘর পুড়ে ছাই হয়ে গেছে। আহতের তথ্য জানা নেই। ডি-২ ব্লকের মাঝি জাহিদ হোসেন বলেন, হঠাৎ কীভাবে আগুন ধরেছে আমরা বুঝে উঠতে পারিনি। ঘর থেকে কিছু কিছু জিনিস আমরা বের করতে পেরেছি।
প্রাথমিকভাবে একটি সূত্র জানিয়েছে, ডি-১ ব্লকের আবদুল্লাহর স্ত্রী রান্না করার সময় অগ্নিকাণ্ডের সূত্রপাত হয়। পরে পুরো ব্লকে আগুন ছড়িয়ে পড়ে। উখিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শামীম হোসেন অগ্নিকাণ্ডের সত্যতা নিশ্চিত করে বলেন, খবর পেয়ে পুলিশ সদস্যরা আইনশৃঙ্খলা রক্ষার পাশাপাশি পরিস্থিতি নিয়ন্ত্রণে সহযোগিতা করেছে।
কক্সবাজার ফায়ার সার্ভিসের উপ-সহকারী পরিচালক অতীশ চাকমা জানান, দেড় ঘণ্টা চেষ্টা করার পর আগুন নিয়ন্ত্রণে আসে। এতে কাজ করেছিল রামু ও উখিয়া ফায়ার সার্ভিসের নয়টি ইউনিট। উখিয়া উপজেলা নির্বাহী কর্মকর্তা তানভীর হোসেন বলেন, স্থানীয়দের ঘরবাড়ি পুড়ে যাওয়ার খোঁজ নিয়ে সরকারের পক্ষ থেকে ক্ষতিপূরণের ব্যবস্থা করা হবে।
প্রসঙ্গত, গত ২৪ মে একই ক্যাম্পে আগুন লেগে অন্তত ৩ শতাধিক ঘর পুড়ে যায়। অনেক রোহিঙ্গা পরিবার এখনো দুর্ভোগের মধ্যে দিন কাটাচ্ছেন।
নিউজটি আপডেট করেছেন : Dainik Janata
উখিয়ার রোহিঙ্গা ক্যাম্পে আগুনে পুড়েছে ২শ’ ঘর
- আপলোড সময় : ০২-০৬-২০২৪ ১২:১৭:০৪ পূর্বাহ্ন
- আপডেট সময় : ০২-০৬-২০২৪ ১২:১৭:০৪ পূর্বাহ্ন
উখিয়ার রোহিঙ্গা ক্যাম্পে আগুনে পুড়েছে ২শ’ ঘর
কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ