ব্যাংকার পরিচয়ে স্ট্যান্ডার্ড চার্টার্ড ব্যাংক ও ইস্টার্ন ব্যাংকের তিনটি কার্ড ব্যবহার করে ৬ লাখ টাকা প্রতারণার অভিযোগে মো. নুর উদ্দিন ওরফে জাহাঙ্গীর (৩৭) নামে একজনকে গ্রেপ্তার করেছে পুলিশ। গত বুধবার বিকালে রাজধানীর মগবাজারের একটি বাসা থেকে কাউন্টার টেরোরিজম অ্যান্ড ট্রান্সন্যাশনাল ক্রাইম (সিটিটিসি) ইউনিটের সিটি-সাইবার ক্রাইম ইনভেস্টিগেশন বিভাগ তাকে গ্রেপ্তার করে। গতকাল বৃহস্পতিবার ডিএমপির মিডিয়া শাখা থেকে এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। ডিএমপি জানিয়েছে, ২০২৩ সালের ২ অক্টোবর ব্যবসায়ী মো. আব্দুল হাইয়ের মোবাইল ফোনে অজ্ঞাতপরিচয় এক ব্যক্তি ব্যাংকের প্রতিনিধি পরিচয়ে ফোন দেন। ক্রেডিট ও ডেবিট কার্ড ‘আপগ্রেড’ করার কথা বলে তিনি স্ট্যান্ডার্ড চার্টার্ড ব্যাংক ও ইস্টার্ন ব্যাংকের তিনটি কার্ডের তথ্য নেন। এরপর এসএমএসের মাধ্যমে পিন সংগ্রহ করে বিকাশের মাধ্যমে প্রথমে স্ট্যান্ডার্ড চার্টার্ড ব্যাংকের দুটি কার্ড থেকে দুটি ৫০ হাজার টাকার লেনদেন এবং ইস্টার্ন ব্যাংকের ক্রেডিট কার্ড থেকে ১০ দফায় প্রতিবার ৫০ হাজার টাকা করে মোট ছয় লাখ টাকা আত্মসাৎ করেন। ঘটনার পরদিন ৩ অক্টোবর পল্টন মডেল থানায় প্রতারণা ও সাইবার অপরাধ আইনে মামলা দায়ের করা হয়। মামলাটি পরে সিটিটিসির সিটি-সাইবার ক্রাইম ইনভেস্টিগেশন বিভাগে হস্তান্তর করা হয়। ডিএমপি জানিয়েছে, তথ্যপ্রযুক্তির সহায়তায় নুর উদ্দিনের অবস্থান শনাক্ত করে মগবাজার থেকে তাকে গ্রেপ্তার করা হয়। তার বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা প্রক্রিয়াধীন।
নিউজটি আপডেট করেছেন : Dainik Janata

ব্যাংকার পরিচয়ে অ্যাকাউন্ট থেকে টাকা হাতিয়ে নেয়া প্রতারক গ্রেফতার
- আপলোড সময় : ১৯-০৯-২০২৫ ০২:০০:৩৮ অপরাহ্ন
- আপডেট সময় : ১৯-০৯-২০২৫ ০২:০০:৩৮ অপরাহ্ন


কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ