ফরিদপুরে স্পিডবোটে কিশোর গ্যাংয়ের অস্ত্রের মহড়া
                                  
                     
                            
                            
                            
                               ফরিদপুর প্রতিনিধি 
 ফরিদপুরের ভাঙ্গায় কুমার নদের বুকে স্পিডবোট ও ট্রলারে করে দেশীয় অস্ত্রের মহড়া দিয়েছে একদল কিশোর গ্যাং সদস্য। বুধবার বিকেলে এই ঘটনা ঘটে। উচ্চস্বরে গান বাজিয়ে এবং বিভিন্ন অঙ্গভঙ্গিতে তাদের অস্ত্রের মহড়া দিতে দেখা যায়। ঘটনার একটি ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়লে স্থানীয় প্রশাসনের নজর আসে।
পুলিশ তাৎক্ষণিকভাবে তাদের আটকের চেষ্টা করলে তারা নদীতে ঝাঁপ দিয়ে পালিয়ে যায়। ভাঙ্গা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ আশরাফ হোসেন নিশ্চিত করেছেন যে, কিশোর গ্যাংয়ের সদস্যরা ৭টি স্পিডবোট ও ট্রলারে করে এই মহড়া চালায়। তারা চাইনিজ কুড়ালসহ বিভিন্ন দেশীয় অস্ত্র প্রদর্শন করে।
ওসি আশরাফ হোসেন  জানান, প্রাথমিক তদন্তে জানা গেছে যে,  এই গ্যাংয়ের সদস্যরা স্থানীয় নয়। ধারণা করা হচ্ছে, তারা মাদারীপুরের রাজৈর থেকে স্পিডবোট ও ট্রলার ভাড়া করে এসেছিল। রাজৈর থানাকে বিষয়টি জানানো হয়েছে এবং তাদের আটকের জন্য অভিযান চলছে।
                           
                           
নিউজটি আপডেট করেছেন : Dainik Janata
                            
                       
     কমেন্ট বক্স 
                            
 
                          
                       
                        
                                      সর্বশেষ সংবাদ