ঢাকা , শুক্রবার, ১৬ জানুয়ারী ২০২৬ , ৩ মাঘ ১৪৩২ বঙ্গাব্দ , ই-পেপার
সংবাদ শিরোনাম
গণভোট নিয়ে ফ্যাসিবাদীরা অপপ্রচার চালাচ্ছে-আলী রীয়াজ রাজনৈতিক ও নির্বাচনি পরিবেশ কলুষিত হয়ে পড়েছে : বদিউল আলম মজুমদার অন্তর্বর্তী সরকারের সময়েও উদ্বেগজনক হারে বাড়ছে খুন হদিস নেই জেল পালানো শত শত কারাবন্দির মাসে সাড়ে ৩ লাখ এনআইডির তথ্য বিক্রিতে আয় ১১ কোটি টাকা নীতিমালা, মূল্যবোধের কথা বলে উন্নয়ন চ্যালেঞ্জ মোকাবিলা সম্ভব নয় : ড. দেবপ্রিয় পোস্টাল ব্যালটে অনিয়ম নির্দিষ্ট দলের পক্ষপাতের অভিযোগ সালাহউদ্দিনের ইইউতে তৈরি পোশাকের বাজার হারাচ্ছে বাংলাদেশ শিক্ষার্থীদের অবরোধে জনজীবনে নাভিশ্বাস এগারো দলীয় জোটে অসন্তোষ চরমে আবারও শৈত্যপ্রবাহের কবলে দেশ, বাড়ছে শীতের তীব্রতা খাগড়াছড়িতে ২০৩ ভোট কেন্দ্রের মধ্যে অধিক ঝুঁকিপূর্ণ ৬৩ নোয়াখালীতে ২৫০০ কেজি জাটকা জব্দ, আটক ৬ লাইটার জাহাজের সংকট নিরসনে বিশেষ টাস্কফোর্স গঠন রাজশাহী বিশ্ববিদ্যালয়ে ভর্তি পরীক্ষা আজ এসএসসি পরীক্ষা শুরু ২১ এপ্রিল হ্যাঁ ভোটে কী পাবেন, না ভোটে কী হারাবেন জানাবে সরকার এলপিজি গ্যাসের দখলে জ্বালানি বাজার অপারেশন ডেভিল হান্টে রাজধানীতে ৬৭ জন গ্রেফতার মানবতাবিরোধী অপরাধের মামলায় জিয়াউল আহসানের বিচার শুরু

জুলাই সনদ বাস্তবায়ন ইস্যু সমাধান হবে আলোচনার টেবিলেই-সালাহউদ্দিন

  • আপলোড সময় : ১৭-০৯-২০২৫ ১১:১৯:৫৭ অপরাহ্ন
  • আপডেট সময় : ১৭-০৯-২০২৫ ১১:১৯:৫৭ অপরাহ্ন
জুলাই সনদ বাস্তবায়ন ইস্যু সমাধান হবে আলোচনার টেবিলেই-সালাহউদ্দিন
জুলাই সনদ বাস্তবায়নের বিষয়ে বিএনপি আলোচনার টেবিলে সমাধানের ব্যাপারে আশাবাদী বলে জানিয়েছেন দলটির স্থায়ী কমিটির সদস্য সালাহউদ্দিন আহমদ। তিনি বলেন, যদি আলোচনার মাধ্যমেই সমাধান আসে, তাহলে যেকোনো অসাংবিধানিক প্রক্রিয়া ঠেকানো যাবে। আগামী নির্বাচনকে যদি অনিশ্চিত করা হয় বা বিলম্বিত করা হয়, তাহলে তার সুবিধা নেবে ফ্যাসিবাদী বা অসাংবিধানিক শক্তি। এর পরিণতি জাতি অতীতে অনেকবার ভোগ করেছে এবং এমন পরিণতি আমরা আবার চাই না।
গতকাল বুধবার (১৭ সেপ্টেম্বর) রাজধানীর ফরেন সার্ভিস একাডেমিতে জাতীয় ঐকমত্য কমিশনের সঙ্গে আলোচনা শেষে সাংবাদিকদের এসব কথা বলেন তিনি। এসময় এক বছর ধরে চলা অন্তর্বর্তী সরকারের বৈধতা নিয়ে প্রশ্ন প্রসঙ্গে সালাহউদ্দিন আহমদ বলেন, সুপ্রিম কোর্টের মতামতের ভিত্তিতে সাংবিধানিক নিয়মেই এই সরকার গঠিত হয়েছে। সুপ্রিম কোর্ট রাষ্ট্রপতির রেফারেন্সের ভিত্তিতে যে মতামত দিয়েছে, তা কি অকার্যকর হয়ে গেছে? কিন্তু এখন পর্যন্ত এর বিপরীতে সুপ্রিম কোর্টে কোনো সিদ্ধান্ত আসেনি। তাই এই বিষয়ে প্রশ্ন তোলা অনেকটা রাজনৈতিক বক্তব্যের মতো, যার কোনো আইনি ভিত্তি নেই।
সালাহউদ্দিন আহমদ আরও বলেন, যদি কোনো সাংবিধানিক আদেশ জারি করা হয়, তা আগামীকাল বা পরশু চ্যালেঞ্জ হবে না, এমন নিশ্চয়তা নেই। আমরা এমন একটি খারাপ নজির জাতির সামনে স্থাপন করতে পারি না। তবে আমরা সমাধান চাই এবং সে কারণেই কিছু বিকল্প প্রস্তাব উত্থাপন করা হয়েছে, যা বিবেচনায় নেওয়ার জন্য সবারকে আহ্বান জানাবো।
সালাহউদ্দিন আহমদ বলেন, রাজনৈতিক দলের আন্দোলন করার অধিকার আছে। তবে পিআর পদ্ধতি নিয়ে আন্দোলন করে জনগণের ওপর চাপিয়ে দেওয়া যায় না। দিনের শেষে জনগণই সিদ্ধান্ত নেবে। পিআর পদ্ধতি নির্ধারণের জন্য একটি আলোচনা প্রক্রিয়ার প্রয়োজন, এবং আমরা সেই আলোচনায় আছি। তিনি বলেন, পিআর পদ্ধতিতে প্রায়শই একটি অনিশ্চিত সরকার ব্যবস্থা এবং ঝুলন্ত পার্লামেন্ট তৈরি হয়। এতে কোনো দলই সরকার গঠনের জন্য সংখ্যাগরিষ্ঠতা পায় না। এর ফলে রাষ্ট্রের এবং জনগণের আকাঙ্ক্ষা পূরণ করা সম্ভব হয় না। তিনি পার্শ্ববর্তী একটি দেশের উদাহরণ দিয়ে বলেন, আমরা এমন একটি অনিশ্চিত ভবিষ্যতের অঙ্গীকার করতে পারি না। সালাহউদ্দিন আহমদ বলেন, জনগণই হলো সর্বোচ্চ কর্তৃপক্ষ। এই দেশের জনগণ মুক্তিযুদ্ধের মাধ্যমে গণতন্ত্র প্রতিষ্ঠা করেছে এবং বারবার গণতন্ত্রহীন অবস্থা থেকে গণতন্ত্রকে উদ্ধার করেছে। তিনি আরও বলেন, আগামী পার্লামেন্টে কিছু মৌলিক বিষয় সংশোধন করা হবে, যেগুলোতে আমরা ইতোমধ্যে সম্মত হয়েছি। ঐকমত্য কমিশনের সনদের মধ্যে সেই বিষয়গুলো পরিবর্তনে অবশ্যই রেফারেন্ডাম নিতে হবে।

নিউজটি আপডেট করেছেন : Dainik Janata

কমেন্ট বক্স