অভিনেত্রী ম্রুণাল ঠাকুর। এক দশকেরও বেশি সময় ধরে ভারতের বিনোদন জগতের সঙ্গে যুক্ত আছেন তিনি। এরপর সাত বছর আগে আন্তর্জাতিক চলচ্চিত্র ‘লাভ সোনিয়া’ দিয়ে অভিষেক ঘটে তার। এ সিনেমায় অভিনয়ের মাধ্যমে দর্শকদের মনে দাগ কেটেছিলেন তিনি। সিনেমাটি শুধু দর্শকদের আবেগ ছুঁয়েছিল না; বরং প্রমাণ করেছিল ম্রুণালের অসাধারণ প্রতিভাও। অভিনেত্রীকে এরপর থেকে পেছনে ফিরে তাকাতে হয়নি। বলিউডে সাফল্য পাওয়ার পাশাপাশি তিনি তেলেগু সিনেমায়ও কাজ করেছেন এবং বর্তমানে তিনি প্যান-ইন্ডিয়া অভিনেত্রী হিসেবে সমান জনপ্রিয়। এ বিশেষ দিনে ম্রুণাল ইনস্টাগ্রামে লিখেছেন আবেগঘন বার্তা। লিখেছেন, “সাত বছর আগে জীবন আমাকে সবচেয়ে অপ্রত্যাশিত উপহার দিয়েছিল ‘লাভ সোনিয়ার’ মাধ্যমে। আমি তখন ছোট এক শহরের মেয়ে, হৃদয়ে বড় স্বপ্ন নিয়ে আর হাজারো মানুষের মধ্যে যেন সোনিয়া আমাকেই বেছে নিয়েছিল। সেই সিনেমা ছিল শুধু আমার অভিষেক নয়ৃ বরং ছিল আমার প্রথম পদক্ষেপ, যেখানে সিনেমা জীবনের পরিবর্তন আনতে পারে।” শুটিংয়ের অভিজ্ঞতা স্মরণ করে তিনি জানান, ডেমি মুর, ফ্রিদা পিন্টো, রিচা চাড্ডা, মনোজ বাজপেয়ী, রাজকুমার রাওসহ সহশিল্পীরা তাকে নতুন কিছু শিখিয়েছেন প্রতিদিন। পরিচালক তাবরেজ নুরানির কথাও বিশেষভাবে উল্লেখ করেন ম্রুণাল। তিনি আরও লেখেন, ‘বাণিজ্যিকভাবে যা-ই হোক না কেন, এ সিনেমা যদি একটি জীবনও বাঁচাতে পারে, সেটাই আমাদের গর্ব।’ ম্রুণাল জানান, লাভ সোনিয়া শুধু একটি সিনেমা নয়; বরং এটি পরিবর্তনের স্ফুলিঙ্গ ছড়িয়েছে। এটি এনজিওদের অনুপ্রাণিত করেছে, অনেকের জীবন বাঁচিয়েছে। বর্তমানে ম্রুণাল ঠাকুর নানা ধারার সিনেমায় ব্যস্ত রয়েছেন এবং শিগগির তার অভিনীত একাধিক সিনেমা মুক্তির অপেক্ষায়।
 
                           
                           
নিউজটি আপডেট করেছেন : Dainik Janata
                            
                       
    
                            
                        আবেগঘন বার্তা দিলেন ম্রুণাল ঠাকুর
- আপলোড সময় : ১৭-০৯-২০২৫ ১২:৪৪:৪৩ পূর্বাহ্ন
 - আপডেট সময় : ১৭-০৯-২০২৫ ১২:৪৪:৪৩ পূর্বাহ্ন
 
                                  
                     
                            
                            
                             কমেন্ট বক্স 
                            
 
                          
                       
                        
                                      সর্বশেষ সংবাদ
                                
                                
 
 বিনোদন ডেস্ক