ঢাকা , শুক্রবার, ৩১ অক্টোবর ২০২৫ , ১৬ কার্তিক ১৪৩২ বঙ্গাব্দ , ই-পেপার
সংবাদ শিরোনাম
৩ ব্যাংক হিসাব ও কম্পিউটার জব্দ এনসিটি ইজারাদানের বিরুদ্ধে বাড়ছে তীব্রআন্দোলনের শঙ্কা মাউশি ডিজি নিয়োগে সিন্ডিকেটে চূড়ান্ত আ’লীগ জামায়াতপন্থী আট প্রার্থী ইসির প্রতীক তালিকায় ‘শাপলা কলি’, প্রত্যাখ্যান এনসিপির ইসির প্রতীকের তালিকায় যুক্ত ‘শাপলা কলি’ রাজধানীতে সেনা অভিযানে কিশোর গ্যাং পাটালি গ্রুপের ১০ সদস্য আটক নভেম্বরে গণভোট, সংশোধিত আরপিও বহাল চায় জামায়তসহ ৮ দল গণভোট ঘিরে সামাজিকমাধ্যমে ‘হ্যাঁ-না’ ক্যাম্পেইন ত্রয়োদশ নির্বাচনে তরুণদের প্রাধান্য দিচ্ছে জামায়াত সড়কে দুর্ঘটনা নিয়ে উদ্বেগ আছে, সমাধান নেই জনপ্রশাসনে শৃঙ্খলা ফেরানোর উদ্যোগ বিএনপি-জামায়াতের ‘কুতর্কে’ আমরা জড়াব না-নাসীরুদ্দীন নির্বাচনের দিন ছাড়া বিএনপি গণভোটের সিদ্ধান্ত মানবে না : ফখরুল ২০৩৪ সালের মধ্যে ট্রিলিয়ন ডলারের অর্থনীতি গড়ার লক্ষ্য বিএনপির-তারেক রহমান যে যাই বলুক ফেব্রুয়ারিতে নির্বাচন হবে-আসিফ নজরুল একবিংশ শতাব্দীর কঠিন চ্যালেঞ্জ মোকাবিলায় প্রস্তুত থাকার আহ্বান-সেনাপ্রধান ৭ কলেজ ও সেন্ট্রাল ইউনিভার্সিটি নিয়ে শিক্ষা সচিবসহ ৫ জনকে আইনি নোটিশ টি-টোয়েন্টি বোলিং চার্টে বাংলাদেশের তিন তারকার দাপট ডেঙ্গুতে আক্রান্ত হয়ে হাসপাতালে মাহমুদউল্লাহ রিয়াদ

সাতক্ষীরার তলুইগাছা সীমান্ত দিয়ে ১০ বাংলাদেশিকে হস্তান্তর করলো বিএসএফ

  • আপলোড সময় : ১৬-০৯-২০২৫ ১২:৪৪:৫১ অপরাহ্ন
  • আপডেট সময় : ১৬-০৯-২০২৫ ১২:৪৪:৫১ অপরাহ্ন
সাতক্ষীরার তলুইগাছা সীমান্ত দিয়ে ১০ বাংলাদেশিকে হস্তান্তর করলো বিএসএফ
সাতক্ষীরা থেকে কালিদাস রায় সাতক্ষীরার তলুইগাছা সীমান্ত দিয়ে ১০ বাংলাদেশি নাগরিককে হস্তান্তর করেছে ভারতীয় সীমান্ত রক্ষী বাহিনী বিএসএফ। গত শুক্রবার সন্ধ্যায় সাতক্ষীরা সদর উপজেলার তলুইগাছা সীমান্তের জিরো পয়েন্টে পতাকা বৈঠকের মাধ্যমে বিএসএফ তাদেরকে বিজিবির কাছে হস্তান্তর করে। এরপর রাতেই তাদেরকে সাতক্ষীরা সদর থানায় হস্তান্তর করা হয়। এর আগে গত বৃহস্পতিবার রাতে ভারতের হাকিমপুর চেকপোস্ট এলাকায় প্রবেশের সময় বিএসএফ তাদেরকে আটক করে। হস্তান্তরকৃতদের মধ্যে ৪ জন পুরুষ, ৩ জন নারী ও ৩ জন শিশু রয়েছে। হস্তান্তরকৃতরা হলেন, রাঙামাটি জেলার লংগদু থানার রসুলপুর গ্রামের সোলায়মান গাজীর কন্যা কদবানু বেগম (৪৬), একই এলাকার ইসমাইল গাজীর ছেলে ইসরাফিল হুসাইন (১৬), সাতক্ষীরা জেলার শ্যামনগর থানার গোপালপুর গ্রামের হোচেন গাজীর ছেলে মো. মাহফুজ গাজী (২৯), বাগেরহাট জেলার চিতলমারী থানার শৈলদাহ গ্রামের ভীষণ নাথ বৈদ্যের ছেলে রিতা বৈদ্য (২৭), একই এলাকার তরুণ বিশ্বাসের ছেলে রাজ বিশ্বাস (১২), গাজীপুর জেলার টঙ্গী থানার দত্তপাড়া গ্রামের আলী আকবরের ছেলে আলী আশিক স্বাধীন (২৫), চট্টগ্রাম জেলার আনোয়ারা থানার বটতলা গ্রামের অমূল্য রঞ্জন দেবের ছেলে সোলান কান্তি দেব (৪৫), সোলান কান্তি দেবের ছেলে লক্ষী দেব (০৮) ও কন্যা হারী প্রেম (০৬) এবং একই জেলার চন্দনাইশ থানার গাছবাড়িয়া গ্রামের বিনোদ বিহারী পালের কন্যা বেবী রানী পাল (৩৪)। হস্তান্তরকৃত মাহফুজ ও কদবানু বেগম জানান, কাজের সন্ধানে বিনা পাসপোর্টে তারা ভারতে গিয়েছিলেন এবং দীর্ঘদিন ধরে সেখানে বিভিন্ন কাজ কর্ম করে তারা জীবিকা নির্বাহ করতেন। সম্প্রতি পরিস্থিতি খারাপ হওয়ায় দেশে ফেরার সিদ্ধান্ত নিয়ে তারা গত ১১ সেপ্টেম্বর বৃহস্পতিবার রাতে হাকিমপুর বিএসএফ ক্যাম্পে স্বেচ্ছায় আত্মসমর্পণ করেন। সাতক্ষীরা সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শামিনুল হক বিজিবি’র বরাত দিয়ে জানান, গত গত বৃহস্পতিবার রাতে ভারতের হাকিমপুর চেকপোস্ট এলাকায় প্রবেশের সময় বিএসএফ তাদের আটক করে। পরদিন শুক্রবার সন্ধ্যায় বিএসএফের আমুদিয়া কোম্পানি কমান্ডার ইন্সপেক্টর বিকাশ কুমার এবং বিজিবি-৩৩ ব্যাটালিয়নের তলুইগাছা বিওপি কমান্ডার নায়েব সুবেদার মো. আবুল কাশেমের নেতৃত্বে সীমান্তের জিরো পয়েন্টে এক পতাকা বৈঠক অনুষ্ঠিত হয়। বৈঠকের পর উক্ত ১০ বাংলাদেশিকে বিজিবির কাছে হস্তান্তর করা হয়।

নিউজটি আপডেট করেছেন : Dainik Janata

কমেন্ট বক্স
প্রতিবেদকের তথ্য