ঢাকা , শনিবার, ০৫ এপ্রিল ২০২৫ , ২২ চৈত্র ১৪৩১ বঙ্গাব্দ , ই-পেপার
সংবাদ শিরোনাম
জীবিকার তাগিদে ফিরছে মানুষ চিকেনস নেকের নিরাপত্তা জোরদার করলো ভারত গৃহকর্মীকে মারধর চিত্রনায়িকা পরীমণির বিরুদ্ধে জিডি লাঙ্গলবন্দের বিশ ঘাটে স্নানোৎসবের আয়োজন ঈদযাত্রার সাতদিনে যমুনা সেতুতে দুই লাখ যান পারাপার ঈদের ছুটিতে খাবার কষ্টে ব্যাচেলররা এক লাখ ৮০ হাজার রোহিঙ্গা ফেরত নিতে সম্মত মিয়ানমার চেয়ারের দায়িত্ব বুঝে নিলেন প্রধান উপদেষ্টা দ্রুত নির্বাচন আয়োজন করা সরকারের অগ্রাধিকার সাতদিনে যৌথবাহিনীর অভিযানে গ্রেফতার ৩৪১ চট্টগ্রামে ২৪ ঘণ্টায় অভিযানে গ্রেফতার ৩৯ দৌলতদিয়া ফেরিঘাটে যাত্রীর চাপ বাড়লেও নেই ভোগান্তি বিকল্প রিংবাঁধ সম্পন্ন লোকালয়ে ঢুকছে না পানি ঈদের পর কমেছে সবজি ও মুরগির দাম ভোটের মাধ্যমে সংসদে যেতে চান সারজিস হবিগঞ্জে ছাত্রদল-যুবদলের সংঘর্ষে আহত ২০ গাইবান্ধায় মাদকসহ মহিলা দল নেত্রী গ্রেফতার দক্ষিণ এশিয়ার ইসরায়েল ভারত চট্টগ্রামে বিএনপি নেতার মায়ের জানাজা শেষে দুই পক্ষের সংঘর্ষ প্রয়োজনে জোটগতভাবে নির্বাচন করবে এনসিপিÑ আতিক মুজাহিদ

দেশের শিল্পখাতে এলপিজির চাহিদা বাড়লেও ব্যাহত হচ্ছে আমদানি

  • আপলোড সময় : ০১-০৬-২০২৪ ১২:১২:৩২ অপরাহ্ন
  • আপডেট সময় : ০১-০৬-২০২৪ ১২:১২:৩২ অপরাহ্ন
দেশের শিল্পখাতে এলপিজির চাহিদা বাড়লেও ব্যাহত হচ্ছে আমদানি দেশের শিল্পখাতে এলপিজির চাহিদা বাড়লেও ব্যাহত হচ্ছে আমদানি
বিদ্যমান গ্যাস সঙ্কটে দেশের শিল্পোদ্যোক্তারা বিকল্প জ¦ালানি হিসাবে তরলীকৃত পেট্রোলিয়াম গ্যাসের (এলপিজি) ব্যবহার বাড়াচ্ছেতবে ডলার সংকটে এলপিজির কাঁচামাল ও মূলধনি যন্ত্রপাতি আমদানিতে বড় প্রতিবন্ধকতা সৃষ্টি করছেকারণ এলপিজি খাতের কাঁচামাল থেকে শুরু করে প্রয়োজনীয় মূলধনি যন্ত্রপাতির (ক্যাপিটাল মেশিনারিজ) পুরোটাই আমদানিনির্ভরকিন্তু ডলার সংকটের কারণে এসব পণ্য আমদানিতে যথাসময়ে ঋণপত্র (এলসি) খুলতে জটিলতা তৈরি হচ্ছেঅনেক ক্ষেত্রে দেখা যাচ্ছে, পণ্য দেশে আসার পরও এলসির দায় নিষ্পত্তি করতে সময়ক্ষেপণ হচ্ছেফলে পণ্য খালাসে গুনতে হচ্ছে জরিমানামূলত প্রোপেন ও বিউটেনের সংমিশ্রণে তৈরি হয় এলপিজিআর এসব পণ্য আমদানি করতে হয়এলপিজি বাজারজাতে ট্যাংক, ভ্যাপোরাইজার, ভালভ, রেগুলেটর ও প্রেসার মিটারসহ নানা যন্ত্রাংশও বিদেশ থেকে আনতে হয়আর এসব পণ্য আমদানি করতে চাহিদা অনুযায়ী ডলার মিলছে নাতাছাড়া ডলারের বিপরীতে টাকার অবমূল্যায়ন হওয়ায় আমদানিকারকরা ডেফার্ট পেমেন্ট সিস্টেমেওক্ষতিগ্রস্ত হচ্ছেনফলে এলপিজির বাজারে তার নেতিবাচক প্রভাব পড়ছেশিল্পখাত সংশ্লিষ্ট সূত্রে এসব তথ্য জানা যায়সংশ্লিষ্ট সূত্র মতে, দেশের বাজারে এলপিজি সরবরাহকারী প্রতিষ্ঠানগুলোর মতে, দেশে এলপিজির বার্ষিক চাহিদা প্রায় ১৪ লাখ টনআবাসিক খাতে এর সিংহভাগ ব্যবহার হয়তবে শিল্প খাতেও ব্যবহার বাড়ছে
বর্তমানে শিল্পে বার্ষিক এলপিজির চাহিদা ১ লাখ ৮০ হাজার টনের মতোযেসব খাতে প্রাকৃতিক গ্যাস ব্যবহার হচ্ছে, তার মধ্যে অন্তত ১০টি খাতে এলপিজির ব্যবহার বাড়ছেএ তালিকায় রয়েছে নিট কম্পোজিট ফ্যাক্টরি, ডায়িং, স্পিনিং, প্যাকেজিং, সিরামিক, এগ্রো, বেভারেজ, ফিড, ফার্মাসিউটিক্যালস ও এসফল্ট প্লান্টএগুলোর মধ্যে অনেক কোম্পানি এলপিজির কারিগরি ব্যবস্থা প্রতিস্থাপনেও কাজ করছেসূত্র জানায়, বসুন্ধরা গ্রুপ আবাসিক খাতে সবচেয়ে বেশি এলপিজি সরবরাহ করেতবে শিল্প খাতে সবচেয়ে বেশি সরবরাহ করে ওমেরা পেট্রোলিয়াম লিমিটেডতারা মাসে চার-পাঁচ হাজার টন সরবরাহ করেবসুন্ধরা ও ব্রাদার্স এলপিজি সরবরাহ করে তিন-চার হাজার টন করেএর বাইরে বিএম এনার্জি এক থেকে দেড় হাজার টন, জেএমআই এক থেকে দেড় হাজার টন, যমুনা এক হাজার টন এবং ফ্রেশ এলপিজি ও ওরিয়ন ৩০০-৪০০ টন এলপিজি সরবরাহ করেতবে বসুন্ধরা এলপি গ্যাস লিমিটেড দাবি করেছে, শিল্প খাতে তাদের গ্যাসের চাহিদা ১৮-২০ হাজার টনবর্তমানে শিল্পে এলপি গ্যাসের চাহিদা বাড়ছেকিন্তু শিল্প খাতে যারা এলপি গ্যাস সরবরাহ করে, তারা কাঁচামাল আমদানিতে এলসি খুলতে পারছে নামূলধনি যন্ত্রপাতি আমদানিতেও জটিলতা রয়েছেএসব সংকট দ্রুত কাটিয়ে উঠতে পারলে শিল্প খাতে বড় ধরনের চাহিদা তৈরি করা যাবে

সূত্র আরো জানায়, গত পাঁচ বছরে শিল্প খাতে এলপিজির ব্যবহার ৩ থেকে বেড়ে ১৫ শতাংশ হয়েছেগত দুই বছরের তথ্য বলছে, এ খাতে প্রবৃদ্ধি ২০০ শতাংশের বেশিএখন শিল্প খাতে বছরে প্রায় তিন লাখ টন এলপিজি সরবরাহ হচ্ছেআগামী পাঁচ বছরে এটি দ্বিগুণ হতে পারেকারণ অনেকে কারখানার নিরবচ্ছিন্ন সংযোগ বাড়াতে এলপিজি সিস্টেম গড়ে তুলছেনতবে প্রাকৃতিক গ্যাসের কাছাকাছি দাম আনা গেলে শিল্প খাতে এলপিজির চাহিদা ব্যাপক হারে বাড়াবে।  আর আমদানি শুল্ক ও মূসক কমানো গেলে এ খাতে সাশ্রয়ী মূল্যে এলপিজি সরবরাহ সম্ভবএদিকে এলপিজির কারিগরি সিস্টেম প্রতিস্থাপন ও সরবরাহকারী ব্রাদার্স এলপিজি লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক (এমডি) মো. সাদ্দাম হোসেন জানান, আবাসিক খাতের মতো শিল্প খাতে এলপি গ্যাস ব্যবহারে বড় সম্ভাবনা তৈরি হয়েছেতবে এ বাজার প্রসারিত হওয়ার ক্ষেত্রে প্রধান প্রতিবন্ধকতা হলো প্রয়োজনীয় যন্ত্রাংশ আমদানিতে চাহিদা অনুযায়ী ডলার না পাওয়াএলপি গ্যাসের ক্যাপিটাল মেশিনারিজ পুরোটাই আমদানিনির্ভর
ডলার সংকটের কারণে ঠিকমতো ঋণপত্র (এলসি) খোলা যায় নাআবার ঠিক সময়ে এলসি সেটলমেন্ট না হওয়ায় পণ্য বন্দরে আটকে থাকলে জরিমানা গুনতে হচ্ছেএসব প্রতিবন্ধকতা কাটানো গেলে এ খাতেও বড় বাজার তৈরি করা যাবে

অন্যদিকে এলপিজির চাহিদা বিষয়ে বাংলাদেশ সিরামিক ম্যানুফ্যাকচারার্স অ্যান্ড এক্সপোর্টার্স অ্যাসোসিয়েশনের (বিসিএমইএ) জেনারেল সেক্রেটারি ইরফান উদ্দিন জানান, সিরামিক ইন্ডাস্ট্রি বেশি মূল্য দিয়েও নিরবচ্ছিন্ন গ্যাস সরবরাহ পাচ্ছে নাকারখানা চালাতে অনেকেই এখন এলপিজি সংযোগ নিচ্ছেনপ্রাকৃতিক গ্যাসের তুলনায় এতে খরচ বেশিকিন্তু নিরবচ্ছিন্ন জ¦ালানি পাওয়ার ক্ষেত্রে এলপিজি নির্ভরযোগ্যতবে এখানে কারিগরি সক্ষমতা বাড়াতে বড় বিনিয়োগ করতে হচ্ছেপ্রাকৃতিক গ্যাসের সঙ্গে মূল্যের ব্যবধান কমে এলে এলপিজির বাজার আরো বড় হতে পারে

 

নিউজটি আপডেট করেছেন : Dainik Janata

কমেন্ট বক্স