 
                            
                        আমতলীতে যৌথবাহিনীর অভিযানে ৯ গাড়িতে মামলা ও ৩ গাড়ি আটক
 
                                  
                     
                             
                            
                            
                               আমতলী (বরগুনা) থেকে এস এম সুমন রশিদ
আমতলীতে যৌথবাহিনীর উদ্যোগে অভিযান পরিচালনা করে মোট ৯টি গাড়িতে মামলা দিয়েছেন ট্রাফিক বিভাগ।
জানা গেছে, আমতলী ছুরিকাটা  সৈকত ফিলিং স্টেশন সংলগ্ন  মহাসড়ক এলাকায় গত রোববার সকাল ১০টা থেকে দুপুর ১২টা পর্যন্ত নৌবাহিনী ও পুলিশ (যৌথবাহিনী) চেক পোস্ট  বসিয়ে অবৈধ যানবাহনের বিরুদ্ধে বিশেষ অভিযান পরিচালনা করেন। এ অভিযানে আমতলী সহকারী কমিশনার ভূমি (এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট) মো. আশরাফুল ইসলাম, নৌবাহিনীর কন্টিনজেন্ট কমান্ডার লে. মো. সাব্বির ইসলাম (বিএন)-এর নেতৃত্বে শ্যামলী পরিবহনের রুট পারমিট না থাকায়, গাড়ির ফিটনেস, ড্রাইভিং লাইসেন্স ও হেলমেট না থাকায় ৯টি গাড়িতে আইনের বিভিন্ন ধারায় ৬৪ হাজার ৫০০ টাকা জরিমানা করেন।
এ সময় উপস্থিত ছিলেন, আমতলী সহকারী কমিশনার ভূমি (এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট)   মো. আশরাফুল ইসলাম, আমতলী নৌবাহিনীর কন্টিনজেন্ট কমান্ডার লে. সাব্বির আহমেদ  (বিএন), আমতলী থানার এসআই জলিল, টিএসআই মো. কামাল হোসেন, সার্জেন্ট মো. সাহাবুদ্দিনসহ নৌবাহিনীর সদস্য ও আমতলী থানা পুলিশ সদস্যরা।
আমতলী সহকারী কমিশনার ভূমি (এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট) মো. আশরাফুল ইসলাম বলেন, বাংলাদেশ নৌবাহিনীর আমতলী কন্টিনজেন্ট কমান্ডার লে. সাব্বির আহমেদ  (বিএন),  আমতলী থানা পুলিশ,  ট্রাফিক বিভাগের সদস্যদের অভিযান পরিচালনা করা হয়। এতে বিভিন্ন পর্যায়ে তাদের মামলা ও নগদ জরিমানা করা হয়। এ সকল অবৈধ যানবাহনের বিরুদ্ধে এ অভিযান পরিচালনা করেছি এবং আমাদের এ অভিযান অব্যাহত থাকবে।
                           
                           
নিউজটি আপডেট করেছেন : Dainik Janata
                            
                       
     কমেন্ট বক্স 
                            
 
                          
                       
                        
                                      সর্বশেষ সংবাদ
                                
                                 
  
                                                     
                                                 
                                                     
                                                 
                                                     
                                                 
                                                     
                                                 
                                                     
                                                 
                                                     
                                                 
                                                     
                                                 
                                                     
                                                 
                                                     
                                                 
                                                     
                                                 
                                                     
                                                 
                                                     
                                                 
                                                     
                                                 
                                                     
                                                 
                                                     
                                                 
                                                     
                                                 
                                                     
                                                 
                                                     
                                                 
                                                     
                                                