ফরিদপুর প্রতিনিধি
নির্বাচন কমিশনের আসন বিন্যাসকে কেন্দ্র করে এক সপ্তাহ ধরে থমথমে পরিস্থিতি বিরাজ করছে ফরিদপুরের ভাঙ্গায়। এতে মহাসড়ক ও রেলপথে যান চলাচল কার্যত বন্ধ রয়েছে।
গতকাল বিকেলে স্বরাষ্ট্র উপদেষ্টার হুঁশিয়ারির পর আন্দোলনকারীরা সাময়িকভাবে কর্মসূচি স্থগিত করলেও, আজ সকাল থেকেই তারা শান্তিপূর্ণ অবস্থান নেয়। আইনশৃঙ্খলা বাহিনীও বিভিন্ন স্থানে টহল দেয়।
তবে বেলা বাড়ার সাথে সাথে বেলা সাড়ে ১১টার দিকে আন্দোলনকারীরা হঠাৎ মহাসড়কে নেমে টায়ারে আগুন দেয় এবং বিদ্যুতের খুঁটি ফেলে অবরোধ শুরু করে। দাবি না মানা পর্যন্ত সড়ক ছাড়বেন না বলেও ঘোষণা দেয় তারা।
পরে উপজেলার বিভিন্ন এলাকা থেকে লাঠি সোটা দেশি অস্ত্র নিয়ে ভাঙ্গা সদর বাজার এলাকায় জড়ো হতে থাকে হাজার হাজার বিক্ষুব্ধ জনতা।
                           
                           
নিউজটি আপডেট করেছেন : Dainik Janata
                            
                       
     
                            
                         
  
                                 
                                                     
                                                 
                                                     
                                                 
                                                     
                                                 
                                                     
                                                 
                                                     
                                                 
                                                     
                                                 
                                                     
                                                 
                                                     
                                                 
                                                     
                                                 
                                                     
                                                 
                                                     
                                                 
                                                     
                                                 
                                                     
                                                 
                                                     
                                                 
                                                     
                                                 
                                                     
                                                 
                                                     
                                                 
                                                     
                                                 
                                                     
                                                 
                                                     
                                                 
                                                     
                                                