যাবজ্জীবন কারাদণ্ডের মেয়াদ কমিয়ে আনার পরিকল্পনা করছে সরকার। গতকাল রোববার স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে আইনশৃঙ্খলা সংক্রান্ত কোর কমিটির বৈঠক শেষে স্বরাষ্ট্র উপদেষ্টা জাহাঙ্গীর আলম চৌধুরী সাংবাদিকদের এ তথ্য দেন। বৈঠকে বিভিন্ন বিষয় নিয়ে আলোচনার কথা উল্লেখ করে তিনি বলেন, “কারাগারে অনেক সমস্যা আছে, এটার সংস্কার দরকার। লাইফ টার্ম ৩০ বছর, ওটাকে কমিয়ে একটা যুক্তিযুক্ত করার বিষয়ে আলোচনা হয়েছে। “যারা বয়স্ক হয়ে গেছে, তাদের ছাড়ানোর ব্যবস্থা করা যায়। এটা এখনো নির্ধারণ হয়নি, আলোচনা হচ্ছে; তবে মেয়েদের ক্ষেত্রে ২০ বছর করে দিতে চাচ্ছি। ছেলেদের ক্ষেত্রে হয়তো আরেকটু বেশি হতে পারে।” তবে এক্ষেত্রে বন্দির বয়স আমলে নেওয়া হবে জানিয়ে স্বরাষ্ট্র উপদেষ্টা জাহাঙ্গীর বলেন, “আবার কতগুলো স্পেসিফিক আছে। বয়সটা দেখা হবে। “কেউ ১৮ বছর বয়সে অপকর্ম করেছে, তাকে ২০ বছর পর ছেড়ে দিলে ৩৮ বছর বয়স হবে। আবার এসে অপকর্ম করবে- ওসবগুলো দেখা হবে।” আপিল বিভাগের ২০২০ সালের ১ ডিসেম্বর দেওয়া এক রায়ে বলা হয়, যাবজ্জীবনের প্রাথমিক অর্থ দণ্ডিতের বাকি জীবন হলেও দণ্ডবিধি ও ফৌজদারি কার্যবিধির আওতায় সাজা হয় ৩০ বছর। তবে আদালত নির্দিষ্ট করে আমৃত্যু কারাদণ্ড বলে দিলে আসামিকে বাকি জীবন জেলেই কাটাতে হবে। ফরিদপুরে সংসদীয় আসন পুনর্বিন্যাসের প্রতিবাদে স্থানীয়রা অবরোধসহ নানা কর্মসূচি পালন করে আসছে। এ বিষয়ে উপদেষ্টা জাহাঙ্গীর বলেন, “ফরিদপুরে দুটি ইউনিয়ন আরেকটি সংসদীয় আসনে ছিল- আরেকটি সংসদীয় আসনে গেছে। আমাদের সাথে এটার কোনো সম্পর্ক নাই; এটা নির্বাচন কমিশন করেছে। “এখন এলাকার লোকজন এ নিয়ে যদি ক্ষোভ থাকে, তাহলে প্রপার চ্যানেলে জানাবে। কিন্তু এটা নিয়ে পুরো রাস্তা ব্লক করে লাখ লাখ মানুষকে জিম্মি করে রাখা- এটা কোনো অবস্থাতেই মেনে নেওয়া হবে না।” আন্দোলনকারীদের সতর্ক করে দিয়ে তিনি বলেন, “আজ বিকালের মধ্যেই সমস্যা সমাধান না হলে আইন প্রয়োগের মাধ্যমে তার সমাধান করা হবে। আইন প্রয়োগের মাধ্যমে রাস্তাটা ক্লিয়ার করা হবে।” গত ৪ সেপ্টেম্বর নির্বাচন কমিশন ৪৬টি সংসদীয় আসনে পরিবর্তন এনে গেজেট প্রকাশ করে। গেজেটে আগে ফরিদপুর-৪ সংসদীয় আসনে থাকা ভাঙ্গা উপজেলার আলগী ও হামিরদী ইউনিয়নকে পাশ্ববর্তী ফরিদপুর-২ (সালথা-নগরকান্দা) সংসদীয় আসনের সঙ্গে জুড়ে দেওয়া হয়েছে। আসন্ন দুর্গাপূজার নিরাপত্তা ব্যবস্থা প্রসঙ্গে স্বরাষ্ট্র উপদেষ্টা বলেন, “কে কোন ধর্মের, সেটা বিষয় নয়। ধর্মীয় রীতিনীতি এবং পবিত্রতা রক্ষার ক্ষেত্রে পূজা যেন শান্তিপূর্ণভাবে হয়, সেজন্য যা যা করা দরকার আমরা সবই করব।” লুট হওয়া অস্ত্রের তথ্য দিলে সরকার যে পুরস্কার দেওয়ার ঘোষণা দিয়েছে, তাতে এখনো সাড়া না পাওয়ার কথা জানান জাহাঙ্গীর আলম চৌধুরী। তিনি বলেন, কেউ পুরস্কার পায়নি। তবে প্রতিনিয়ত অস্ত্র উদ্ধার করছে আইনশৃঙ্খলা বাহিনী। জাকসু নির্বাচনে আইনশৃঙ্খলা বাহিনীর যা দায়িত্ব ছিল তা শতভাগ পালন করা হয়েছে বলে দাবি করেন স্বরাষ্ট্র উপদেষ্টা।
 
                           
                           
নিউজটি আপডেট করেছেন : Dainik Janata
                            
                       
     
                            
                        রাস্তা অবরোধকারীরা ছাড় পাবে না
কারাবন্দিদের সাজার মেয়াদ কমবে-স্বরাষ্ট্র উপদেষ্টা
- আপলোড সময় : ১৫-০৯-২০২৫ ০৭:১৫:৩৮ অপরাহ্ন
- আপডেট সময় : ১৫-০৯-২০২৫ ০৭:১৫:৩৮ অপরাহ্ন
 
                                  
                     
                             
                            
                             কমেন্ট বক্স 
                            
 
                          
                       
                        
                                      সর্বশেষ সংবাদ
                                
                                 
  স্টাফ রিপোর্টার
 স্টাফ রিপোর্টার  
                                                     
                                                 
                                                     
                                                 
                                                     
                                                 
                                                     
                                                 
                                                     
                                                 
                                                     
                                                 
                                                     
                                                 
                                                     
                                                 
                                                     
                                                 
                                                     
                                                 
                                                     
                                                 
                                                     
                                                 
                                                     
                                                 
                                                     
                                                 
                                                     
                                                 
                                                     
                                                 
                                                     
                                                 
                                                     
                                                 
                                                     
                                                