ঢাকা , রবিবার, ১৪ সেপ্টেম্বর ২০২৫ , ৩০ ভাদ্র ১৪৩২ বঙ্গাব্দ , ই-পেপার
সংবাদ শিরোনাম
হিমাগারে পড়ে আছে ৭৮ হাজার মেট্রিক টন আলু পাচারকৃত অর্থ অনুসন্ধানের চেষ্টা করছে সরকার-অ্যাটর্নি জেনারেল দুর্নীতি মামলায় স্ত্রীসহ মতিউরের একদিনের রিমান্ড ন্যায়ভিত্তিক বাংলাদেশ গড়ার অঙ্গীকার তারেক রহমানের রাজধানীসহ কয়েক স্থানে ভারী বৃষ্টি নির্বাচনের মহোৎসব ফেব্রুয়ারিতেই ফরিদপুরের ভাঙ্গায় সড়ক-রেলপথ অবরোধ: ২১ জেলার যোগাযোগ বিচ্ছিন্ন, ইউপি চেয়ারম্যান আটক ফরিদপুরের ভাঙ্গায় সড়ক-রেলপথ অবরোধ: ২১ জেলার যোগাযোগ বিচ্ছিন্ন, ইউপি চেয়ারম্যান আটক সালথা প্রেসক্লাবের সভাপতি নুরুল ইসলাম নাহিদ, সাধারণ সম্পাদক সাইফুল ইসলাম বিজেপির ডেমরা থানার কমিটিতে সেলিম মিয়া আহবায়ক ও মাহবুবুর রহমানকে সদস্য সচিব কমিটি ঘোষণা এস এইচ কে এস সি শিক্ষার্থীদের ‘হ্যাপি ওরিয়েন্টেশন’ অনুষ্ঠিত করদাতার ওপর অস্বাভাবিক চাপ সৃষ্টির শঙ্কা নারায়ণগঞ্জে গুলি করে কুপিয়ে ছিনতাই ভিডিও ভাইরাল গণতন্ত্রের উত্তরণের জন্য নির্বাচন ছাড়া কোনো পথ নেই- দুদু কানাডা প্রবাসীদের জন্য ভোটার নিবন্ধন কার্যক্রম চালু অর্থনীতিতে অশনি সংকেত শত শত কারখানা বন্ধ এপিবিএন অধিনায়কের প্রত্যাহারচাওয়া নিয়ে তোলপাড় নেপালের অন্তর্বর্তী প্রধানমন্ত্রী হিসেবে শপথ নিলেন সুশীলা কার্কি শাহজাহানপুরে দুই পক্ষের সংঘর্ষে গুলিবিদ্ধ ২ গণপরিবহনে সংরক্ষিত হচ্ছে না যাত্রীদের অধিকার

সালথা প্রেসক্লাবের সভাপতি নুরুল ইসলাম নাহিদ, সাধারণ সম্পাদক সাইফুল ইসলাম

  • আপলোড সময় : ১৪-০৯-২০২৫ ০৭:৩২:০৭ অপরাহ্ন
  • আপডেট সময় : ১৪-০৯-২০২৫ ০৭:৩২:০৭ অপরাহ্ন
সালথা প্রেসক্লাবের সভাপতি নুরুল ইসলাম নাহিদ, সাধারণ সম্পাদক সাইফুল ইসলাম
ফরিদপুর প্রতিনিধি
ফরিদপুরের সালথা প্রেসক্লাবের ২০২৫-২৬ মেয়াদের কার্যনির্বাহী কমিটির নির্বাচন অনুষ্ঠিত হয়েছে। এই নির্বাচনে দৈনিক কালের কণ্ঠের প্রতিনিধি নুরুল ইসলাম নাহিদ সভাপতি এবং দৈনিক সমকালের সাইফুল ইসলাম সাধারণ সম্পাদক নির্বাচিত হয়েছেন।

শনিবার (১৩ সেপ্টেম্বর) সকাল ১০টা থেকে দুপুর ১টা পর্যন্ত ভোটগ্রহণ করা হয়। নির্বাচনে সভাপতি পদে নুরুল ইসলাম নাহিদ পেয়েছেন ১২ ভোট, তার প্রতিদ্বন্দ্বী আবু নাসের হুসাইন পান ১১ ভোট। সাধারণ সম্পাদক পদে সাইফুল ইসলাম ১৭ ভোট পেয়ে নির্বাচিত হন, যেখানে তার প্রতিদ্বন্দ্বী মনির মোল্যার প্রাপ্ত ভোট ৬টি।

সিনিয়র সহ-সভাপতি পদে বাংলানিউজ২৪.কম ও দৈনিক ইনকিলাবের প্রতিনিধি হারুন-অর-রশীদ ১৮ ভোট পেয়ে বিজয়ী হয়েছেন। এছাড়া, সহ-সভাপতি পদে নির্বাচিত হয়েছেন দৈনিক পল্লী বাংলার লিয়াকত হোসেন মিঞা, দৈনিক দিনকালের মো. আজিজুর রহমান (আজিজ) এবং দৈনিক নয়া দিগন্তের মো. রেজাউল করিম।

অর্থ-সম্পাদক পদে নির্বাচিত হয়েছেন দৈনিক সংবাদ প্রতিদিনের মোশাররফ হোসেন মাসুদ।

বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিতরা হলেন:

যুগ্ম-সাধারণ সম্পাদক: মো. শফিকুল ইসলাম (দৈনিক যুগান্তর)

দপ্তর সম্পাদক: মো. লাভলু মিয়া (দৈনিক সময়ের আলো)

সাংস্কৃতিক ও ক্রীড়া সম্পাদক: মো. পারভেজ মিয়া (দৈনিক প্রতিদিনের কাগজ)

সাহিত্য ও পাঠাগার সম্পাদক: নিজাম তালুকদার (দৈনিক সমাজের বাণী)

প্রচার ও প্রকাশনা সম্পাদক: আকাশ সাহা (দৈনিক কালবেলা)

এছাড়াও কার্যনির্বাহী সদস্য পদে বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হয়েছেন দৈনিক যায়যায়দিন ও ডেইলি অবজারভারের এম কিউ হোসাইন বুলবুল, দৈনিক মানবজমিনের শরিফুল হাসান এবং দৈনিক ইত্তেফাকের জাকির হোসেন।

নিউজটি আপডেট করেছেন : Dainik Janata

কমেন্ট বক্স
প্রতিবেদকের তথ্য

সর্বশেষ সংবাদ