ঢাকা , শুক্রবার, ১২ সেপ্টেম্বর ২০২৫ , ২৮ ভাদ্র ১৪৩২ বঙ্গাব্দ , ই-পেপার
সংবাদ শিরোনাম
বিশ্বকাপের টিকেট না পাওয়ায় বরখাস্ত হলো ভেনেজুয়েলা ও পেরুর কোচ বিশ্বকাপের টিকিটের জন্য ২৪ ঘণ্টায় জমা পড়লো দেড় মিলিয়ন আবেদন মানসিকভাবে ভেঙে পড়েছেন জামাল ভূঁইয়ারা হিজাব পরায় হেনস্থার শিকার হয়েছিলেন উসমান খাজার মা! প্রত্যাশা অনুযায়ী বিক্রি হচ্ছেনা ভারত-পাকিস্তান ম্যাচের টিকিট অর্ধশত উইকেটের ক্লাবে পা রাখলেন রিশাদ জয় দিয়ে এশিয়া কাপ শুরু করলো টাইগাররা আজ নিজেদের দ্বিতীয় ম্যাচে লংকানদের মুখোমুখি হচ্ছে টাইগাররা সচিব পদের ১২ কর্মকর্তাকে দুদকে তলব নির্বাচনের দায়িত্ব থেকে অব্যাহতি নিলেন বিএনপিপন্থি তিন শিক্ষক মিশ্র প্রতিক্রিয়ার মধ্যে দিয়ে শেষ হলো ভোটগ্রহণ ইয়াকুবের পেটে গুলি লেগে বেরিয়ে যায় ভুঁড়ি প্রাণ হারান ইসমামুলও সশস্ত্র বাহিনীর নির্বাহী ম্যাজিস্ট্রেসি ক্ষমতার মেয়াদ আরও বাড়লো অন্তর্বর্তী সরকারপ্রধান নিয়ে ঐকমত্য হয়নি প্রেসিডেন্টের আশ্বাস ট্রাম্প-মোদীর সম্পর্কের বরফ গলছে ঢাকায় ১৯ মি.মি বৃষ্টি জলাবদ্ধতায় ভোগান্তি শেখ হাসিনাসহ ২৮৬ জনের দেশত্যাগে নিষেধাজ্ঞা টেকনাফের জলসীমায় হঠাৎ বেপরোয়া আরাকান আর্মি বেকারত্বের শীর্ষে ঢাকা ২য় স্থানে চট্টগ্রাম পোস্টাল ব্যালটের মাধ্যমে ভোট দিতে পারবেন প্রবাসীরা

বিশ্বকাপের টিকেট না পাওয়ায় বরখাস্ত হলো ভেনেজুয়েলা ও পেরুর কোচ

  • আপলোড সময় : ১২-০৯-২০২৫ ০৭:৫৫:৪৯ অপরাহ্ন
  • আপডেট সময় : ১২-০৯-২০২৫ ০৭:৫৫:৪৯ অপরাহ্ন
বিশ্বকাপের টিকেট না পাওয়ায় বরখাস্ত হলো ভেনেজুয়েলা ও পেরুর কোচ
দক্ষিণ আমেরিকা অঞ্চলের ২০২৬ বিশ্বকাপ বাছাইপর্ব শেষ হয়েছে। ইতোমধ্যে সেই প্রতিযোগিতা থেকে আসন্ন বিশ্বকাপের মূলপর্বে খেলার টিকিট নিশ্চিত করেছে ৬টি দেশ। আরেকটি দল উঠবে প্লে-অফ খেলে। তবে সেই সুযোগ নেই ভেনেজুয়েলা ও পেরুর। বিশ্বকাপের মূলপর্বে ওঠার দৌড় থেকে ছিটকে পড়ায় দেশ দুটির কোচকে বরখাস্ত করা হয়েছে। লাতিন অঞ্চলের বাছাইয়ে খেলা ভেনেজুয়েলা একমাত্র দেশ যারা কখনোই বিশ্বকাপে খেলার যোগ্যতা অর্জন করতে পারেনি। এবারও সেই আশাটুকু বাঁচিয়ে রাখতে শেষ রাউন্ডে কলম্বিয়ার বিপক্ষে তাদের জিততেই হতো। কিন্তু ভেনেজুয়েলা ম্যাচটি হেরে যায় ৬-৩ গোলে। ফলে আরও একবার তাদের বিশ্বকাপ খেলার স্বপ্ন ভেঙে চুরমার হয়েছে। বাছাইয়ের ১৮ ম্যাচে ১৮ পয়েন্ট নিয়ে ভেনেজুয়েলার অবস্থান অষ্টম। সাতে থাকলেই তারা প্লে-অফ খেলে বিশ্বকাপে ওঠার দ্বিতীয় সুযোগটা পেত। ভেনেজুয়েলার ম্যাচ হারই কেবল তাদের বিশ্বকাপ মিশন থামিয়ে দেয়নি, একইসঙ্গে বলিভিয়া ব্রাজিলকে ১-০ গোলে হারানোয় সপ্তম স্থানটি তাদের দখলে চলে গেছে। ১৮ ম্যাচে ২০ পয়েন্ট পেয়েছে বলিভিয়া। ভেনেজুয়েলার শেষ আশাটুকুও আর বেঁচে না থাকার দায় নিয়ে কোচ ফার্নান্দো বাতিস্তা চাকরি হারিয়েছেন। দেশটির ফুটবল ফেডারেশন ৫৫ বছর বয়সী কোচের ২০ মাসের যাত্রা শেষের বার্তায় লিখেছে, ‘এই চক্রে (বাছাইপর্বে) উদ্দেশ্য পূরণ ও কাক্সিক্ষত ফল না মেলায় তাকে বরখাস্ত করা হয়েছে।’ অন্যদিকে, পেরু বিশ্বকাপ বাছাইপর্ব শেষ করেছে টেবিলের নয় নম্বরে থেকে। ১৮ ম্যাচে তাদের পয়েন্ট মাত্র ১২। তাদের নিচে আছে কেবল চিলি। বাছাইয়ের লড়াই শেষ হওয়ার পরই কোচ ওস্কার ইবানেজের সঙ্গে পথচলায় ইতি টেনেছে পেরু। ৫৮ বছর এই কোচ জর্জ ফোসাতিকে বিদায়ের পর অন্তর্বর্তীকালীন দায়িত্ব পেয়েছিলেন। ইবানেজের অধীনে ৬ ম্যাচে কেবল একটি জয় পেয়েছে পেরু। দেশটি সর্বশেষ ২০১৮ রাশিয়া বিশ্বকাপে খেলেছিল। প্রথমবারের মতো ৪৮ দলের অংশগ্রহণে যুক্তরাষ্ট্র, মেক্সিকো ও কানাডায় ২০২৬ বিশ্বকাপের আসর বসবে। যেখানে বাছাইপর্ব খেলে লাতিন আমেরিকা থেকে সরাসরি ৬টি দলের কোটা রাখা হয়েছিল। সবার আগে সেটি নিশ্চিত করে ডিফেন্ডিং চ্যাম্পিয়ন ব্রাজিল। এরপর একে একে ব্রাজিল, ইকুয়েডর, উরুগুয়ে, কলম্বিয়া ও প্যারাগুয়ে বিশ্বকাপের টিকিট কেটেছে। প্লে-অফ খেলে সপ্তম দল হিসেবে একই মিশন সম্পন্ন করার সুযোগ রয়েছে বলিভিয়ার সামনেও। লাতিন অঞ্চলের ১৮ রাউন্ডের বিশ্বকাপ বাছাইপর্ব শেষে ৩৮ পয়েন্ট নিয়ে সবার শীর্ষে আছে আর্জেন্টিনা। এরপর যথাক্রমে আছে ইকুয়েডর (২৯ পয়েন্ট), উরুগুয়ে (২৮), কলম্বিয়া (২৮), ব্রাজিল (২৮) ও প্যারাগুয়ে (২৮)। চারটি দলের পয়েন্ট সমান হলেও গোল ব্যবধানে অবস্থান নির্ধারণ হয়েছে তাদের।
 

নিউজটি আপডেট করেছেন : Dainik Janata

কমেন্ট বক্স