ঢাকা , শনিবার, ১৩ সেপ্টেম্বর ২০২৫ , ২৮ ভাদ্র ১৪৩২ বঙ্গাব্দ , ই-পেপার
সংবাদ শিরোনাম
বিশ্বকাপের টিকেট না পাওয়ায় বরখাস্ত হলো ভেনেজুয়েলা ও পেরুর কোচ বিশ্বকাপের টিকিটের জন্য ২৪ ঘণ্টায় জমা পড়লো দেড় মিলিয়ন আবেদন মানসিকভাবে ভেঙে পড়েছেন জামাল ভূঁইয়ারা হিজাব পরায় হেনস্থার শিকার হয়েছিলেন উসমান খাজার মা! প্রত্যাশা অনুযায়ী বিক্রি হচ্ছেনা ভারত-পাকিস্তান ম্যাচের টিকিট অর্ধশত উইকেটের ক্লাবে পা রাখলেন রিশাদ জয় দিয়ে এশিয়া কাপ শুরু করলো টাইগাররা আজ নিজেদের দ্বিতীয় ম্যাচে লংকানদের মুখোমুখি হচ্ছে টাইগাররা সচিব পদের ১২ কর্মকর্তাকে দুদকে তলব নির্বাচনের দায়িত্ব থেকে অব্যাহতি নিলেন বিএনপিপন্থি তিন শিক্ষক মিশ্র প্রতিক্রিয়ার মধ্যে দিয়ে শেষ হলো ভোটগ্রহণ ইয়াকুবের পেটে গুলি লেগে বেরিয়ে যায় ভুঁড়ি প্রাণ হারান ইসমামুলও সশস্ত্র বাহিনীর নির্বাহী ম্যাজিস্ট্রেসি ক্ষমতার মেয়াদ আরও বাড়লো অন্তর্বর্তী সরকারপ্রধান নিয়ে ঐকমত্য হয়নি প্রেসিডেন্টের আশ্বাস ট্রাম্প-মোদীর সম্পর্কের বরফ গলছে ঢাকায় ১৯ মি.মি বৃষ্টি জলাবদ্ধতায় ভোগান্তি শেখ হাসিনাসহ ২৮৬ জনের দেশত্যাগে নিষেধাজ্ঞা টেকনাফের জলসীমায় হঠাৎ বেপরোয়া আরাকান আর্মি বেকারত্বের শীর্ষে ঢাকা ২য় স্থানে চট্টগ্রাম পোস্টাল ব্যালটের মাধ্যমে ভোট দিতে পারবেন প্রবাসীরা

জয় দিয়ে এশিয়া কাপ শুরু করলো টাইগাররা

  • আপলোড সময় : ১২-০৯-২০২৫ ০৭:৫১:৩২ অপরাহ্ন
  • আপডেট সময় : ১২-০৯-২০২৫ ০৭:৫১:৩২ অপরাহ্ন
জয় দিয়ে এশিয়া কাপ শুরু করলো টাইগাররা
হংকংয়ের বিপক্ষে একমাত্র দেখায় হারের দুঃস্মৃতি থাকলেও এবার স্পষ্ট ফেভারিট ছিল বাংলাদেশই। এশিয়া কাপে মুখোমুখি লড়াইয়ে মাঠেও দাপট বজায় রেখেছে লিটন দাসের দল। গ্রুপ পর্বের নিজেদের প্রথম ম্যাচে ৭ উইকেটের বড় ব্যবধানে জয় পেয়েছে টাইগাররা। আবুধাবির আবু জায়েদ স্টেডিয়ামে হংকংয়ের দেয়া ১৪৪ রানের লক্ষ্যে ব্যাট করতে নেমেছিল বাংলাদেশ দল। শুরুতেই দলকে উড়ন্ত শুরু এনে দেন ওপেনার পারভেজ হোসেন ইমন। তবে বেশিক্ষণ স্থায়ী হতে পারেননি ক্রিজে, ১৪ বলে ১৯ রানের মাথায় আয়ুশ শুকলার বলে ক্যাচ দিয়ে ফিরে যান তিনি। এরপর তানজিদ তামিমকে নিয়ে ইনিংস মেরামতের কাজ শুরু করেন লিটন। তবে দলীয় ৪৭ রানের মাথায় ফিরে যান তামিমও ১৮ বলে ১৪ রান করে। খানিকটা চাপে পড়ে যায় বাংলাদেশ দল, যদিও সাময়িক সেই চাপ সামলে দেন লিটন এবং তাওহীদ হৃদয়। এই দুই ব্যাটার মিলেই দলকে জয়ের বন্দরে নোঙর করাতে থাকেন। এক সময় দুই জন তুলে নেন ৫০ রানের জুটিও, যদিও কিছুটা ধীরগতিতেই এগোতে থাকেন দুই ব্যাটার। পরবর্তীতে অধিনায়ক লিটন তুলে নেন ৩৩ বলে নিজের অর্ধশতক। জয়ের জন্য দলের প্রয়োজন ছিল তখন মোটে ১৪ রান। হৃদয়ও দারুণ সঙ্গ দিতে থাকেন লিটনকে। তবে দলের জয় থেকে ২ রান দূরে থাকা অবস্থায় ৫৯ রানেই ফিরে যান টাইগার অধিনায়ক। পরে হৃদয়ের অর্ধশতকের আগেই ১৪ বল বাকি থাকতে, দলের হয় নিশ্চিত হয়ে যায়। এই ব্যাটার অপরাজিত থাকেন ৩৫ রানে। এর আগে দিনের শুরুতে টস জিতে আগে বোলিং করার সিদ্ধান্ত গ্রহণ করে বাংলাদেশ দল। এদিন টাইগারদের জন্য চ্যালেঞ্জিং লক্ষ্য ছুঁড়ে দেয় হংকং। নির্ধারিত ২০ ওভারে ৭ উইকেটে ১৪৩ রান সংগ্রহ করে দলটি। দলের হয়ে সর্বোচ্চ ৪২ রান করেন নিজাকাত খান। বাংলাদেশের হয়ে ২ উইকেট নিয়ে সেরা বোলার ছিলেন তানজিম সাকিব। তবে ইনিংসের দ্বিতীয় ওভারেই বল হাতে নিজের প্রথম সাফল্য পান তাসকিন আহমেদ। হংকংয়ের ওপেনার অংশুমান রাথকে উইকেটের পেছনে ক্যাচ দিয়ে ফেরান তিনি, এই ব্যাটার ফেরেন ৪ রানে। শুরুতেই ধাক্কা খাওয়ার পর কিছুটা সাবধানে এগোতে থাকে হংকং। তবে এই জুটিকেও বেশিক্ষণ টিকতে দেননি তানজিম সাকিব। পঞ্চম ওভারে ১৪ রান করা বাবর হায়াতকে বোল্ড করেন তিনি। এরপর তৃতীয় উইকেটে ৪১ রানের জুটি গড়েন জিসান আলী ও নিজাকাত খান। ধীরে ধীরে রানের গতি বাড়াতে থাকা জিসানকে নিজের দ্বিতীয় শিকারে পরিণত করেন তানজিম সাকিব। এই ওপেনার ৩০ রান করেন। তার জায়গায় নেমে বেশ আক্রমণাত্মক ইনিংস উপহার দেন ইয়াসিম মুর্তুজা। মাত্র ১৯ বলে ২৮ রান করেন হংকং অধিনায়ক। তিনি রান আউট হওয়ার পর নিয়মিত বিরতিতে উইকেট হারাতে থাকে তার দল। একপ্রান্ত আগলে খেলতে থাকা নিজাকাত ৪২ রানে আউট হন। পরে হংকংয়ের আর কেউই দুই অঙ্কের ঘরে যেতে পারেননি। নিজাকাতকে ফেরানোর পরের বলেই কিঞ্চিত শাহকে লেগ বিফোরের ফাঁদে ফেলেন রিশাদ হোসেন। তানজিম ও রিশাদ ছাড়া জোড়া উইকেটের দেখা পেয়েছেন তাসকিনও। নিজের শেষ ওভারে আইজাজ খানকে ফেরান এই পেসার।
 

নিউজটি আপডেট করেছেন : Dainik Janata

কমেন্ট বক্স