ঢাকা , শুক্রবার, ১২ সেপ্টেম্বর ২০২৫ , ২৮ ভাদ্র ১৪৩২ বঙ্গাব্দ , ই-পেপার
সংবাদ শিরোনাম
বিশ্বকাপের টিকেট না পাওয়ায় বরখাস্ত হলো ভেনেজুয়েলা ও পেরুর কোচ বিশ্বকাপের টিকিটের জন্য ২৪ ঘণ্টায় জমা পড়লো দেড় মিলিয়ন আবেদন মানসিকভাবে ভেঙে পড়েছেন জামাল ভূঁইয়ারা হিজাব পরায় হেনস্থার শিকার হয়েছিলেন উসমান খাজার মা! প্রত্যাশা অনুযায়ী বিক্রি হচ্ছেনা ভারত-পাকিস্তান ম্যাচের টিকিট অর্ধশত উইকেটের ক্লাবে পা রাখলেন রিশাদ জয় দিয়ে এশিয়া কাপ শুরু করলো টাইগাররা আজ নিজেদের দ্বিতীয় ম্যাচে লংকানদের মুখোমুখি হচ্ছে টাইগাররা সচিব পদের ১২ কর্মকর্তাকে দুদকে তলব নির্বাচনের দায়িত্ব থেকে অব্যাহতি নিলেন বিএনপিপন্থি তিন শিক্ষক মিশ্র প্রতিক্রিয়ার মধ্যে দিয়ে শেষ হলো ভোটগ্রহণ ইয়াকুবের পেটে গুলি লেগে বেরিয়ে যায় ভুঁড়ি প্রাণ হারান ইসমামুলও সশস্ত্র বাহিনীর নির্বাহী ম্যাজিস্ট্রেসি ক্ষমতার মেয়াদ আরও বাড়লো অন্তর্বর্তী সরকারপ্রধান নিয়ে ঐকমত্য হয়নি প্রেসিডেন্টের আশ্বাস ট্রাম্প-মোদীর সম্পর্কের বরফ গলছে ঢাকায় ১৯ মি.মি বৃষ্টি জলাবদ্ধতায় ভোগান্তি শেখ হাসিনাসহ ২৮৬ জনের দেশত্যাগে নিষেধাজ্ঞা টেকনাফের জলসীমায় হঠাৎ বেপরোয়া আরাকান আর্মি বেকারত্বের শীর্ষে ঢাকা ২য় স্থানে চট্টগ্রাম পোস্টাল ব্যালটের মাধ্যমে ভোট দিতে পারবেন প্রবাসীরা

আজ নিজেদের দ্বিতীয় ম্যাচে লংকানদের মুখোমুখি হচ্ছে টাইগাররা

  • আপলোড সময় : ১২-০৯-২০২৫ ০৭:৫০:৪৬ অপরাহ্ন
  • আপডেট সময় : ১২-০৯-২০২৫ ০৭:৫০:৪৬ অপরাহ্ন
আজ নিজেদের দ্বিতীয় ম্যাচে লংকানদের মুখোমুখি হচ্ছে টাইগাররা
হংকংকে হারিয়ে গত বৃহস্পতিবার এশিয়া কাপ মিশন শুরু করেছে বাংলাদেশ। আজ শনিবার নিজেদের দ্বিতীয় ম্যাচে শ্রীলংকার মুখোমুখি হবে টাইগাররা। সাম্প্রতিক সময়ে বাংলাদেশ-শ্রীলংকা ক্রিকেট ম্যাচে হাড্ডা হাড্ডি লড়াই হচ্ছে। ২০১৮ সালের নিদাহাস ট্রফির পর থেকে দুই দলের লড়াইটা বেশ জমছে। এশিয়া কাপে একই গ্রুপে থাকায় বাংলাদেশ-শ্রীলংকার মাঝে আরও একটা রোমাঞ্চকর ম্যাচের প্রত্যাশা করছেন দর্শকরা। বাংলাদেশ দল সাম্প্রতিক সময়ে ধারাবাহিক পারফরম্যান্সে আত্মবিশ্বাসী। ব্যাটিং অর্ডারে বড় রান এবং বোলিং আক্রমণে ধার বাড়িয়ে শ্রীলঙ্কাকে চ্যালেঞ্জ জানানোর পরিকল্পনা করছে টাইগাররা। অন্যদিকে শ্রীলঙ্কা ভরসা রাখবে তাদের অভিজ্ঞ ব্যাটসম্যান ও শক্তিশালী স্পিন আক্রমণের ওপর। টাইগার টপ অর্ডারের বিপক্ষে লঙ্কান বোলারদের কৌশলই ম্যাচের ভাগ্য গড়ে দিতে পারে। দুই দলের মুখোমুখি এই ম্যাচ তাই শুধুই গ্রুপ পর্বের পয়েন্টের লড়াই নয়-বরং মানসিক শ্রেষ্ঠত্ব ও গৌরবের লড়াইও বটে। শ্রীলংকা ম্যাচ নিয়ে টাইগার পেসার তানজিম হাসান সাকিব জানিয়েছেন, লঙ্কানদের বিপক্ষে দ্বৈরথ নিয়ে ভাবছেন না তিনি। বাংলাদেশের কাছে ম্যাচ জেতাই গুরুত্বপূর্ণ দাবি করে সাকিব বলেন, ‘দ্বৈরথ আসলে থাকবেই। একটা টুর্নামেন্টে আপনি যে দলের বিপক্ষেই খেলেন না কেন জেতাটা মূখ্য বিষয়। এটা হোক শ্রীলঙ্কা, আফগানিস্তান, হোক ভারত-পাকিস্তান। সুতরাং আমরা মাঠে জেতার জন্যই মাঠে নামব। দ্বৈরথ-আমার কাছে এগুলো কোনো কিছু মুখ্য বিষয় না। ম্যাচ জেতা গুরুত্বপূর্ণ।’ শ্রীলঙ্কার বিপক্ষে সাম্প্রতিক সময়ে খেলার অভিজ্ঞতা বাড়তি আত্মবিশ্বাস যোগাবে বলে বিশ্বাস সাকিবের, ‘এশিয়া কাপের আগে আমরা শ্রীলঙ্কার বিপক্ষে প্রচুর ম্যাচ খেলেছি। আমরা তো পূর্ণাঙ্গ একটা সিরিজ খেলেছি- টেস্ট, ওয়ানডে এবং টি-টোয়েন্টি ছিল। আমরা তাদের সব খেলোয়াড়কেই ভালো জানি। আমরা ঠিকঠাক পরিকল্পনা করব। অবশ্যই, তাদের বেশ কয়েকজন ভালো খেলোয়াড় আছে এবং আমরা তাদের আটকানোর চেষ্টা করব।’ এশিয়া কাপ শুরুর আগেই বাংলাদেশ জানিয়েছিল রান রেট নয় জয়ই তাদের কাছে মুখ্য। সাকিব বলেন, ‘আমাদের অ্যাপ্রোচ একবারে সোজাসাপ্টা, আমার জেতার জন্যই মাঠে যাব। শ্রীলঙ্কার সাথে আমরা সিরিজ জিতেছি, এটা আমাদের আত্মবিশ্বাস দেবে। আমার জেতার জন্যই মাঠে নামব। আমরা আমাদের সেরা ক্রিকেট খেলব, ইনশাআল্লাহ। ম্যাচটি আজ রাত ৮.৩০ মিনিটে দুবাইয়ের জায়েদ ক্রিকেট স্টেডিয়ামে অনুষ্ঠিত হবে।
 

নিউজটি আপডেট করেছেন : Dainik Janata

কমেন্ট বক্স