ঢাকা , বৃহস্পতিবার, ১১ সেপ্টেম্বর ২০২৫ , ২৭ ভাদ্র ১৪৩২ বঙ্গাব্দ , ই-পেপার
সংবাদ শিরোনাম
সুশাসন ও কার্যকর নীতি সংস্কার ছাড়া টেকসই উন্নয়ন সম্ভব নয়-ড. দেবপ্রিয় চার বছরে মব সন্ত্রাসে মৃত্যুহার পাঁচ গুণ বেড়েছে ৫ বছরে চার কোটি টাকা লুটপাট মুক্তাগাছায় মসজিদ মাদ্রাসা ভাঙচুর ও মালামাল লুট ছুটি নিয়েও পিএইচডি করেননি মুখ্য বৈজ্ঞানিক কর্মকর্তা শেখ হাসিনার লকার জব্দ করলো এনবিআর স্ত্রীর চিকিৎসার জন্য সিঙ্গাপুরে গেলেন মির্জা ফখরুল আইন-শৃঙ্খলার হুমকি জেল পলাতক বন্দি ও লুণ্ঠিত অস্ত্র সীমান্ত সুরক্ষা ও অবৈধ অভিবাসন রোধে ইইউর সহযোগিতা চেয়েছেন স্বরাষ্ট্র উপদেষ্টা নতুন দলের নিবন্ধনে চূড়ান্ত সিদ্ধান্ত আসছে জেন-জি আন্দোলনে উত্তাল দক্ষিণ এশিয়া আমেরিকাই কি ব্রিকসকে এগিয়ে দিচ্ছে? কুষ্টিয়ায় বাসের ধাক্কায় নারী আইনজীবীর মৃত্যু রাজধানীতে অবৈধ ওয়াকিটকি ব্যবসায় জড়িত দু’জন গ্রেফতার চাটমোহরে ওএমএসের আটা না পেয়ে ফিরে যাচ্ছে মানুষ এস আলমের দুই ছেলেসহ ১০ জনের নামে মামলা ফরিদপুর-৪ আসনে ভাঙ্গার দু’ইউনিয়ন নিয়ে হাইকোর্টে রিট বাগেরহাটের ৪ আসন বহালের দাবিতে মিছিল দু’দিন হরতাল পুলিশের মিথ্যা তদন্ত প্রতিবেদনে ব্যবসায়ী মৃত্যুশয্যায়

মুক্তাগাছায় মসজিদ মাদ্রাসা ভাঙচুর ও মালামাল লুট

  • আপলোড সময় : ১১-০৯-২০২৫ ০৩:০৩:৫৯ অপরাহ্ন
  • আপডেট সময় : ১১-০৯-২০২৫ ০৩:০৩:৫৯ অপরাহ্ন
মুক্তাগাছায় মসজিদ মাদ্রাসা ভাঙচুর ও মালামাল লুট
ময়মনসিংহ থেকে সিরাজুল হক সরকার ময়মনসিংহের মুক্তাগাছায় আহলে হাদীস মসজিদ ও মাদ্রাসা ভাঙচুর করে মালামাল লুট। মসজিদ পুনঃনির্মাণে বাধাসহ মারধর ও খুন যখমের অভিযোগ পাওয়া গেছে। এ ব্যাপারে ময়মনসিংহ জেলা প্রশাসক, পুলিশ সুপার ও অফিসার ইনচার্জ মুক্তাগাছা থানা বরাবর অভিযোগ দায়ের করা হয়েছে। অভিযোগকারী উপজেলার কাঠালিয়া গ্রামের নওমুসলিম মো. রুহুল আমীন। অভিযোগে জানা যায়, মো. রুহুল আমীন একজন নওমুসলিম। তিনি স্থানীয় কিছু সংখ্যক আহলে হাদীস মতাদর্শ অনুকরণকারী লোক নিয়ে ২০২০ সালে মুক্তাগাছায় কাঠালিয়া সাকিনে আবু হুরাইরা (রা.) নামে মসজিদ ও মাদ্রাসা স্থাপন করেন। ২০২৫ সালে ছাত্রের সংখ্যা ৬০ এর অধিক। সম্প্রতি হানাফি মতাদর্শের কিছু লোক মাদ্রাসা ও মসজিদ উচ্ছেদ করার জন্য কমিটির লোকজনদের হুমকি প্রদান করেন এবং রুহুল আমীনকে মারধর করে। গত ০৬/০৯/২০২৫ ইং তারিখ রাত অনুমান ১০টার সময় স্থানীয় রাজাবাড়ী গ্রামের হেলাল উদ্দিনের পুত্র আজাহারুল ইসলামে র নেতৃত্বে ৩০/৪০ জনের একটি সংঘবদ্ধ দল কাঠালিয়া গ্রামের আবু হুরাইরা (রা.) মসজিদ ও মাদ্রাসার ভিতরে প্রবেশ করে মসজিদের ইট খুলে ফেলে দেয় এবং মাদ্রাসার সিসি ক্যামেরা ভাঙচুর করে নগদ ৫০ হাজার টাকা লুট করে নেয়। পরদিন ৭/৯/২০২৫ ইং তারিখ সকাল ১১টায় একই কায়দায় হামলা করে মসজিদ ও মাদ্রাসার টিন সেড ভাঙচুর করে। এতে প্রায় ২ লাখ টাকার ক্ষতি সাধন করে। এছাড়াও আগুন দিয়ে পুড়িয়ে মারার হুমকি দেয় রুহুল আমীনকে। বিষয়টি নিয়ে এলাকার সাধারণ মানুষের মাঝে বিরূপ প্রতিক্রিয়ার সৃষ্টি হয়েছে। এ ব্যাপারে প্রশাসনের জরুরি হস্তক্ষেপ প্রয়োজন অন্যথায় বড় ধরনের অপ্রীতিকর ঘটনা ঘটার আশঙ্কা প্রকাশ করছে স্থানীয় জনগণ। এ ব্যাপারে প্রশাসনের হস্তক্ষেপ প্রয়োজন।

নিউজটি আপডেট করেছেন : Dainik Janata

কমেন্ট বক্স
প্রতিবেদকের তথ্য