বরিশাল প্রতিনিধি
ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে বরিশাল সদরসহ সংসদীয় দুইটি আসনে প্রার্থী ঘোষণা করেছে বাংলাদেশের সমাজতান্ত্রিক দল (বাসদ)। এরমধ্যে বরিশাল-৫ (সদর) আসনে বাসদের জেলা সমন্বয়ক ডা. মনীষা চক্রবর্তী এবং বরিশাল-২ (উজিরপুর-বানারীপাড়া) আসনে তরিকুল ইসলাম তারেকের নাম ঘোষণা করা হয়েছে। বরিশাল নগরীর ফকিরবাড়ি রোডে বাসদের জেলা কার্যালয়ে গত শনিবার দিবাগত রাতে কর্মী সভায় প্রার্থী হিসেবে দুইজনের নাম ঘোষণা করেছেন দলের কেন্দ্রীয় কমিটির সাধারণ সম্পাদক বজলুর রশিদ ফিরোজ।
কর্মী সভায় সভাপতিত্ব করেন বাসদের জেলা শাখার সমন্বয়ক ডা. মনীষা চক্রবর্তী।
কর্মীসভায় বজলুর রশিদ ফিরোজ বলেন, আরপিও সংশোধনের মাধ্যমে জাতীয় সংসদ নির্বাচনে প্রার্থীর জামানত ২০ হাজার টাকা থেকে বাড়িয়ে ৫০ হাজার টাকা করা, প্রার্থীর ব্যয় সীমা ৫০ লাখ টাকা থেকে বাড়িয়ে সর্বোচ্চ ৭৮ লাখ টাকা করা সবকিছুই ধনিক শ্রেণীর হাতে নির্বাচনকে সঁপে দিয়ে সংসদকে কোটিপতিদের ক্লাবে পরিণত করার চক্রান্ত। তাই অবিলম্বে এই আরপিও সংশোধনী বাতিল করতে হবে।
নিউজটি আপডেট করেছেন : Dainik Janata
