ঢাকা , রবিবার, ২৬ অক্টোবর ২০২৫ , ১১ কার্তিক ১৪৩২ বঙ্গাব্দ , ই-পেপার
সংবাদ শিরোনাম
ট্রেনের টিকিট বিক্রির নামে প্রতারণা নানা হিসাব-নিকাশে অন্তর্বর্তী সরকার দেড় মাসেও সন্ধান মেলেনি সাগরে মাছ ধরতে যাওয়া ১৮ জেলের জীবনযাত্রায় ভয়ানক চাপ নদী বাঁচলে পরিবেশও টিকে থাকবে -পরিবেশ উপদেষ্টা সচিবালয়ের ভবনগুলোতে পরিত্যক্ত মালামাল অপসারণের অনুরোধ চলন্ত অটোরিকশার পেছনে ঝুলে থাকা ব্যক্তিকে ছুরিকাঘাতের চেষ্টা, ভিডিও ভাইরাল গ্রেফতার বাবাকে ধরে কাঁদতে থাকা শিশুকে চড় খতিয়ে দেখছে পুলিশ নোয়াখালীতে ট্রলারবোঝাই ইউরিয়া সার জব্দ ঘরে ৩ বস্তা টাকা জমানো সেই ভিখারির মৃত্যু ‘রাজনৈতিক স্থিতিশীলতা ছাড়া অর্থনৈতিক অগ্রগতি সম্ভব নয়’ মায়ের দাফন নিয়ে দুই গ্রুপে সংঘর্ষে নিহত ১ তিন শতাধিক পুলিশ সদস্যকে ব্রেস্ট ক্যান্সার বিষয়ে প্রশিক্ষণ সরকারে প্রশ্নবিদ্ধ ব্যক্তিরা থাকলে সুষ্ঠু নির্বাচন সম্ভব নয়-আমীর খসরু বিএনপি ক্ষমতায় এলে শিক্ষা খাতকে সবচেয়ে বেশি গুরুত্ব দেয়া হবে-তারেক রহমান গৃহকর্মীদের অধিকার রক্ষায় রাজনৈতিক সদিচ্ছা জরুরি-শিরীন পারভিন বিদেশ থেকে খালি হাতে ফিরছে প্রতারণার শিকার কর্মীরা ফরিদপুরের ভাঙ্গায় বাস-ট্রাক সংঘর্ষে নিহত ২, আহত ৫ চেয়ারম্যানের ছেলেসহ হ্যাকার চক্রের তিন সদস্য গ্রেফতার সেনাবাহিনীর তত্ত্বাবধানে ভবদহে খনন শুরু

আর্টিস্ট অব দ্য ইয়ার পুরস্কার জিতলেন গাগা

  • আপলোড সময় : ০৯-০৯-২০২৫ ০৭:৫২:৪২ অপরাহ্ন
  • আপডেট সময় : ০৯-০৯-২০২৫ ০৭:৫২:৪২ অপরাহ্ন
আর্টিস্ট অব দ্য ইয়ার পুরস্কার জিতলেন গাগা
২০২৫ এমটিভি ভিডিও মিউজিক অ্যাওয়ার্ডসে (ভিএমএ) আর্টিস্ট অব দ্য ইয়ার পুরস্কার জিতলেন মার্কিন পপ তারকা লেডি গাগা। নিউইয়র্কের ইউবিএস এরেনায় তিনি মঞ্চে উঠে পুরস্কার গ্রহণ করেন। তবে ব্যস্ততার কারণে মাত্র কয়েক মিনিটের মধ্যেই অনুষ্ঠান ছেড়ে চলে যেতে হয় তাকে। গাগা জানান, একই রাতে ম্যানহাটনের ম্যাডিসন স্কোয়ার গার্ডেনে তার মেহেম বল কনসার্টের আয়োজন ছিল। তিনি বলেন, ‘আমি চাইতাম সব থেকে অসাধারণ পারফরমেন্স দেখতে, কিন্তু আমাকে এখনই কনসার্টের জন্য যেতে হবে।’ ভিএমএ এবং কনসার্ট দুটিই রাত ৮টায় শুরু হওয়ার কথা থাকলেও, গাগা তার শো রাত ৯টা ৩০ মিনিটে শুরু করেন। এজন্য ভিএমএ শুরুর মাত্র ১৫ মিনিট পরেই তাকে অনুষ্ঠান ছাড়তে হয়। অল্প সময়ের উপস্থিতিতেই গাগা তার বক্তব্যে শিল্পীর দায়িত্ব ও শিল্পের শক্তি নিয়ে কথা বলেন। তিনি বলেন, ‘শিল্পী হওয়া মানে মানুষের আত্মাকে যুক্ত করা, তাদের স্বপ্ন দেখতে মনে করিয়ে দেওয়া এবং হাসি, কান্না, নাচ কিংবা উচ্ছ্বাসের মাধ্যমে কমিউনিটি তৈরি করা।’ গাগা এই পুরস্কার উৎসর্গ করেন তার বাগদত্তা মাইকেল পোলানস্কিকে, যিনি তার মেহেম বল অ্যালবামের একাধিক গানে কাজ করেছেন। এবারের ভিএমএ অনুষ্ঠানে গাগা, ব্রুনো মার্স, কেন্ড্রিক লামার ও রোজে শীর্ষ মনোনয়নে ছিলেন। ব্রুনো মার্স এ বছর গাগার সঙ্গে ডাই উইথ আ স্মাইল এবং রোজের সঙ্গে এপিটি গান প্রকাশ করে দারুণ সফলতা পান। দুটি গানই বিলবোর্ড হট ১০০ তালিকায় শীর্ষ পাঁচে জায়গা করে নেয়।
 

নিউজটি আপডেট করেছেন : Dainik Janata

কমেন্ট বক্স
প্রতিবেদকের তথ্য