ঢাকা , বুধবার, ১০ সেপ্টেম্বর ২০২৫ , ২৫ ভাদ্র ১৪৩২ বঙ্গাব্দ , ই-পেপার
সংবাদ শিরোনাম
ফরিদপুরের ভাঙ্গায় প্রতিবাদ কর্মসূচিতে অংশ নিয়ে হিটস্ট্রোকে প্রাণ হারালেন দোকান ব্যবসায়ী দক্ষিন অঞ্চলের ২১ জেলার সাথে যোগাযোগ বন্ধ মৃত্যুর ভয়ে গ্রাম ছাড়া এক হিন্দু পরিবার সাবেক স্বেচ্ছাসেবক লীগ ও যুবলীগ নেতার অপপ্রচার আইনজীবী মহিউদ্দিন মাহির দৃষ্টান্তমূলক শাস্তির দাবি আর্টিস্ট অব দ্য ইয়ার পুরস্কার জিতলেন গাগা আবারও পর্দা শেয়ার করবেন শাহরুখ-আমির বাগী’র বিরুদ্ধে উঠলো চুরির অভিযোগ কাজলের সড়ক দুর্ঘটনায় আহত হওয়া নিয়ে যা জানা গেল আবারও বিতর্কে জড়ালেন নুসরাত প্রকাশ্যে এলেন চিত্রনায়ক ফেরদৌস ডাকসু নির্বাচন নিয়ে যা বললেন জয় খোদার কাছে শুকরিয়া জানালেন পরীমণি বাগেরহাটে ৪ সংসদীয় আসন বহালের দাবিতে হরতাল যেদিন রাস্তায় নামবো, সেদিন বন্দুকও কিছু করতে পারবে না : কাদের সিদ্দিকী প্রার্থিতা ফিরে পেতে জুলিয়াস সিজারের করা রিট খারিজ ডেসকোতে দুর্নীতি ও অনিয়মের অভিযোগ গত এক মাসে ৭৫০ রোহিঙ্গা দেশে প্রবেশ করেছে ডাকসু নির্বাচনে সেনাবাহিনীর কোনো সংশ্লিষ্টতা নেই-সেনাসদর ভিপি নুরের শর্ট টাইম মেমোরি লস হয়নি-ঢামেক পরিচালক

আবারও পর্দা শেয়ার করবেন শাহরুখ-আমির

  • আপলোড সময় : ০৯-০৯-২০২৫ ০৭:৫১:৫২ অপরাহ্ন
  • আপডেট সময় : ০৯-০৯-২০২৫ ০৭:৫১:৫২ অপরাহ্ন
আবারও পর্দা শেয়ার করবেন শাহরুখ-আমির
অবশেষে প্রকাশ পেল শাহরুখ খানের ছেলে আরিয়ান খান পরিচালিত প্রথম ওয়েব সিরিজ ‘দ্য বিডস অব বলিউড’-এর ট্রেলার। আর এই ট্রেলার দেখেই নেটদুনিয়ায় হইচই পড়ে গেছে। মাত্র সাড়ে তিন মিনিটের এই ট্রেলারে উঠে এসেছে বলিউডের অজানা অন্ধকার দিক। সঙ্গে আছে আবেগ, উত্তেজনা, গান আর বেশ কিছু চমকপ্রদ উপস্থিতি। এই সিরিজের মূল গল্প ঘুরে দাঁড়াতে চাওয়া এক নতুন মুখ ‘আসমান’-এর জীবন নিয়ে। সে বাইরের জগৎ থেকে বলিউডে এসে নিজের জায়গা তৈরি করতে চায়। তার পথ সহজ নয়, বরং নানা জটিলতা, ব্যর্থতা আর পারিবারিক টানাপোড়েনে ভরা। কিন্তু ট্রেলারের সবচেয়ে বড় চমক হিসেবে ধরা দিয়েছেন শাহরুখ খান ও আমির খান। তাদের সঙ্গে আছেন ‘বাহুবলী’খ্যাত নির্মাতা আর রাজামৌলিও। শাহরুখকে দেখা গেল এক অন্য রূপে, খোলামেলা ভাষায় কথা বলতে। আমির ও রাজামৌলির সংক্ষিপ্ত দৃশ্যও দর্শকদের রোমাঞ্চিত করেছে। এছাড়া করণ জোহরকে দেখা গেল ভয় ধরানো এক চরিত্রে। আছেন ববি দেওলও। সবমিলিয়ে, ট্রেলার যেন আগুন ধরিয়ে দিল। সোশ্যাল মিডিয়ায় ইতিমধ্যেই দর্শকদের প্রতিক্রিয়া উপচে পড়ছে। কেউ বলছেন, ‘এটাই হতে যাচ্ছে বছরের সবচেয়ে বড় সিরিজ।’ কেউ আবার লিখেছেন, ‘আরিয়ান একেবারেই নতুন ধরনের গল্প এনেছেন, সাহস দেখিয়েছেন।’ একজন লিখেছেন, ‘বলিউডের অন্ধকার দিক নিয়ে এমনভাবে আগে কেউ বলার সাহস দেখায়নি।’ আরেকজন মজা করে লেখেন, ‘শাহরুখ ও আমির খান একসঙ্গে! এটা তো সিনেমা নয়, ইতিহাস!’ এই সিরিজে আরও আছেন দিশা পাটানি। তার লুক ও অভিনয় নিয়েও প্রশংসা করছেন দর্শকরা। সব মিলিয়ে, ‘দ্য বিডস অব বলিউড’ এখন দর্শকের আগ্রহের কেন্দ্রবিন্দুতে পরিণত হয়েছে। সিরিজটি মুক্তি পাবে ১৮ সেপ্টেম্বর, নেটফ্লিক্সে।
 

নিউজটি আপডেট করেছেন : Dainik Janata

কমেন্ট বক্স