ঢাকা , বুধবার, ১০ সেপ্টেম্বর ২০২৫ , ২৫ ভাদ্র ১৪৩২ বঙ্গাব্দ , ই-পেপার
সংবাদ শিরোনাম
দশমিনায় শেষ মুহূর্তে আমন রোপণে ব্যস্ত চাষিরা ফরিদপুরের ভাঙ্গায় প্রতিবাদ কর্মসূচিতে অংশ নিয়ে হিটস্ট্রোকে প্রাণ হারালেন দোকান ব্যবসায়ী দক্ষিন অঞ্চলের ২১ জেলার সাথে যোগাযোগ বন্ধ মৃত্যুর ভয়ে গ্রাম ছাড়া এক হিন্দু পরিবার সাবেক স্বেচ্ছাসেবক লীগ ও যুবলীগ নেতার অপপ্রচার আইনজীবী মহিউদ্দিন মাহির দৃষ্টান্তমূলক শাস্তির দাবি আর্টিস্ট অব দ্য ইয়ার পুরস্কার জিতলেন গাগা আবারও পর্দা শেয়ার করবেন শাহরুখ-আমির বাগী’র বিরুদ্ধে উঠলো চুরির অভিযোগ কাজলের সড়ক দুর্ঘটনায় আহত হওয়া নিয়ে যা জানা গেল আবারও বিতর্কে জড়ালেন নুসরাত প্রকাশ্যে এলেন চিত্রনায়ক ফেরদৌস ডাকসু নির্বাচন নিয়ে যা বললেন জয় খোদার কাছে শুকরিয়া জানালেন পরীমণি বাগেরহাটে ৪ সংসদীয় আসন বহালের দাবিতে হরতাল যেদিন রাস্তায় নামবো, সেদিন বন্দুকও কিছু করতে পারবে না : কাদের সিদ্দিকী প্রার্থিতা ফিরে পেতে জুলিয়াস সিজারের করা রিট খারিজ ডেসকোতে দুর্নীতি ও অনিয়মের অভিযোগ গত এক মাসে ৭৫০ রোহিঙ্গা দেশে প্রবেশ করেছে ডাকসু নির্বাচনে সেনাবাহিনীর কোনো সংশ্লিষ্টতা নেই-সেনাসদর

বাগী’র বিরুদ্ধে উঠলো চুরির অভিযোগ

  • আপলোড সময় : ০৯-০৯-২০২৫ ০৭:৫১:০৯ অপরাহ্ন
  • আপডেট সময় : ০৯-০৯-২০২৫ ০৭:৫১:০৯ অপরাহ্ন
বাগী’র বিরুদ্ধে উঠলো চুরির অভিযোগ
বলিউডের আলোচিত অ্যাকশন ফ্র্যাঞ্চাইজি ‘বাগী’ সিরিজে দাপটের সঙ্গে নিজের জায়গা পাকা করেছেন টাইগার শ্রফ। দুর্দান্ত অ্যাকশন ও মার্শাল আর্টের দক্ষতায় দর্শকের মন জয় করলেও শুরু থেকেই এই সিরিজকে ঘিরে আছে বিতর্ক। অনেকের মতে, ফ্র্যাঞ্চাইজির প্রতিটি কিস্তিই দক্ষিণী সিনেমার ছায়া অবলম্বনে নির্মিত। কেউ কেউ আবার অভিযোগ তুলেছেন-এটি নিছক রিমেক নয়, সরাসরি গল্পচুরি। ২০১৬ সালে মুক্তি পাওয়া প্রথম সিনেমা ‘বাগী’ ছিল প্রভাস-তৃষা অভিনীত তেলেগু ছবি ‘ভারসাম’ (২০০৪)-এর ছায়া অবলম্বনে। সাজিদ নাদিয়াদওয়ালার প্রযোজনায় ও সাব্বির খানের পরিচালনায় নির্মিত এই কিস্তিতে শ্রদ্ধা কাপুরের বিপরীতে দেখা যায় টাইগারকে। বাজেট ছিল ৩৫-৩৭ কোটি রুপি, আয় হয়েছিল প্রায় ১২৯ কোটি রুপি। দ্বিতীয় কিস্তি ‘বাগী টু’ ছিল ২০১৬ সালের তেলেগু থ্রিলার ‘কশানাম’-এর অফিসিয়াল রিমেক। আহমেদ খানের পরিচালনায় নির্মিত এই ছবিতে টাইগারের বিপরীতে অভিনয় করেন দিশা পাটানি। প্রায় ৭৫ কোটি রুপি বাজেটের ছবিটি ২৫৪.৫৭ কোটি রুপি আয় করে সিরিজের সবচেয়ে সফল সিনেমা হয়। তৃতীয় কিস্তি ‘বাগী থ্রি’ নির্মিত হয় তামিল সিনেমা ‘ভেট্টাই’ (২০১২)-এর অফিসিয়াল রিমেক হিসেবে। এখানে টাইগার-শ্রদ্ধার পাশাপাশি রীতেশ দেশমুখ ও অঙ্কিতা লোখন্ডে অভিনয় করেন। প্রায় ৮৫ কোটি রুপির বাজেটে নির্মিত ছবিটি আয় করে ১৩৭ কোটি রুপি। যদিও বাণিজ্যিকভাবে এটি ‘সেমি-হিট’ হয়। সবশেষ মুক্তিপ্রাপ্ত ‘বাগী ফোর’ (২০২৫) নেওয়া হয়েছে তামিল থ্রিলার ‘আইনথু আইনথু আইনথু’ (২০১৩)-এর গল্প থেকে। এ. হর্ষ পরিচালিত ছবিটিতে টাইগারের পাশাপাশি সঞ্জয় দত্ত, সোনম বাজওয়া, হরনাজ সান্ধু ও সুনিত মোরারজিকে দেখা গেছে। তবে বক্স অফিসে এখনো এটি বড় কোনো চমক দেখাতে পারেনি। সব মিলিয়ে ‘বাগী’ ফ্র্যাঞ্চাইজিকে ঘিরে প্রশ্ন থেকেই যায়- এটি কেবল দক্ষিণী সিনেমার অফিসিয়াল রিমেক, নাকি সৃজনশীলতার আড়ালে গল্পচুরিই হচ্ছে বারবার?

নিউজটি আপডেট করেছেন : Dainik Janata

কমেন্ট বক্স