
এবারও দুর্গাপূজায় ভারতে যাচ্ছে বাংলাদেশের ইলিশ
- আপলোড সময় : ০৯-০৯-২০২৫ ০২:২৭:০০ অপরাহ্ন
- আপডেট সময় : ০৯-০৯-২০২৫ ০২:২৭:০০ অপরাহ্ন


দুর্গাপূজা সামনে রেখে এবারও ভারতের বাজারে রফতানি হচ্ছে বাংলাদেশের ইলিশ। আগামী ২৮ সেপ্টেম্বর শুরু হতে যাওয়া পূজার আগেই ১,২০০ মেট্রিক টন ইলিশ ভারতে যাবে বলে জানিয়েছে বাণিজ্য মন্ত্রণালয়। এ নিয়ে টানা ছয় বছর ধরে পূজার আগে ভারতে ইলিশ রফতানির ঐতিহ্য বজায় থাকল। গতকাল সোমবার বাণিজ্য মন্ত্রণালয়ের উপসচিব এস এইচ এম মাগফুরুল হাসান আব্বাসী স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এই তথ্য জানানো হয়।
বিজ্ঞপ্তিতে জানানো হয়, প্রতি বছরের মতো এবারও দুর্গাপূজা উপলক্ষে শর্তসাপেক্ষে ১,২০০ টন ইলিশ রফতানির নীতিগত সিদ্ধান্ত গ্রহণ করেছে সরকার। এ লক্ষ্যে আগ্রহী রফতানিকারকদের আগামী ১১ সেপ্টেম্বর, বিকেল ৫টা পর্যন্ত অফিস চলাকালীন হার্ড কপিতে আবেদন জমা দেওয়ার আহ্বান জানানো হয়েছে। আবেদনের সঙ্গে রফতানিকারক প্রতিষ্ঠানকে হালনাগাদ ট্রেড লাইসেন্স, ইআরসি (ঊীঢ়ড়ৎঃ জবমরংঃৎধঃরড়হ ঈবৎঃরভরপধঃব), আয়কর সার্টিফিকেট, ভ্যাট রেজিস্ট্রেশন, বিক্রয় চুক্তিপত্র এবং মৎস্য অধিদফতরের লাইসেন্সসহ প্রয়োজনীয় কাগজপত্র জমা দিতে হবে। সরকারি আহ্বানের আগে যারা ইতপূর্বে আবেদন জমা দিয়েছেন, তাদেরও নতুনভাবে আবেদন দাখিল করতে বলা হয়েছে। এবারের রফতানিকৃত ইলিশের প্রতি কেজির ন্যূনতম মূল্য ১২.৫ মার্কিন ডলার নির্ধারণ করা হয়েছে বলে বাণিজ্য মন্ত্রণালয়ের বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়। ২০১৫ সালের জাতীয় রফতানি নীতিতে (২০১৫-১৮) প্রথমবারের মতো ইলিশ মাছকে শর্তসাপেক্ষে রফতানিযোগ্য পণ্য হিসেবে তালিকাভুক্ত করা হয়। এরপর থেকে পরবর্তী রফতানি নীতিতেও একই ধারা বজায় রয়েছে।
সরকারি অনুমোদনের পর যথাযথ প্রক্রিয়া অনুসরণ করে রফতানি কার্যক্রম পরিচালনা করা হবে বলে জানানো হয় বিজ্ঞপ্তিতে।
নিউজটি আপডেট করেছেন : Dainik Janata
কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ