ঢাকা , মঙ্গলবার, ০৯ সেপ্টেম্বর ২০২৫ , ২৫ ভাদ্র ১৪৩২ বঙ্গাব্দ , ই-পেপার
সংবাদ শিরোনাম
ভয়াবহ সহিংসতায় নিহত ২০ খেলাপি ঋণের অর্ধেকই উৎপাদনমুখী শিল্পে তিন বছরে দেশে স্বর্ণের দাম বেড়েছে ৯৫৫৫১ টাকা ডেঙ্গুতে দু’জনের মৃত্যু, হাসপাতালে ভর্তি ৫৭৩ কুমিল্লায় ভাড়া বাসা থেকে মা-মেয়ের লাশ উদ্ধার প্রযুক্তিনির্ভর বন নজরদারিতে যাচ্ছে বাংলাদেশ- পরিবেশ উপদেষ্টা জয়পুরহাটে ৫ ঘণ্টা পর ট্রেন চলাচল স্বাভাবিক গাজীপুরে বকেয়া বেতনের দাবিতে শ্রমিকদের মহাসড়ক অবরোধ আরও এক হত্যা মামলায় গ্রেফতার সাবেক প্রতিমন্ত্রী তাজুল ইসলাম বরিশালে ৩৩ বছর আগে ডুবে যাওয়া বিদেশি জাহাজ উদ্ধার রাজবাড়ীতে মোটরসাইকেল দুর্ঘটনায় নিহত ৩ বিআরটিএ অফিসে দালাল চক্রের কাছে গ্রাহকরা জিম্মি রুয়েটে ক্লাস করতে যাওয়া ছাত্রলীগ নেতাকে পুলিশে সোপর্দ এনআইডি সংশোধনের জটিল আবেদন শুনানি ব্যতীত সিদ্ধান্ত নয় কেন্দ্রীয় শহীদ মিনারে বদরুদ্দীন উমরকে শেষ শ্রদ্ধা জলবায়ু মোকাবিলায় সচেতনতা গড়ে তুলতে হবে- অর্থ উপদেষ্টা প্রাতিষ্ঠানিক কর্মসংস্থানে পিছিয়ে রয়েছে মাদ্রাসা শিক্ষার্থীরা আজ উৎসব ও শঙ্কার ডাকসু নির্বাচন নির্বাচনে নিরাপত্তা দেওয়া পুলিশের জন্য ঐতিহাসিক পরীক্ষা : আইজিপি আইনশৃঙ্খলা পরিস্থিতি কিছুটা খারাপ হয়েছে-স্বরাষ্ট্র উপদেষ্টা

গাজীপুরে বকেয়া বেতনের দাবিতে শ্রমিকদের মহাসড়ক অবরোধ

  • আপলোড সময় : ০৯-০৯-২০২৫ ১২:৩৩:০৫ পূর্বাহ্ন
  • আপডেট সময় : ০৯-০৯-২০২৫ ১২:৩৩:০৫ পূর্বাহ্ন
গাজীপুরে বকেয়া বেতনের দাবিতে শ্রমিকদের মহাসড়ক অবরোধ
গাজীপুর প্রতিনিধি
গাজীপুরে জুলাই মাসের বকেয়া বেতনের দাবিতে আলিফ ক্যাজুয়াল লিমিটেড কারখানার শ্রমিকরা ঢাকা-ময়মনসিংহ মহাসড়ক পৌনে এক ঘণ্টা অবরোধ করে বিক্ষোভ করেছেন। গতকাল সোমবার সকাল ৮টা থেকে পৌনে ৯টা পর্যন্ত গাজীপুর মহানগরীর বাসন থানাধীন বাসন সড়ক এলাকায় কলম্বিয়া মোড়ে মহাসড়কে অবস্থান নিয়ে তারা বিক্ষোভ করেন। নাম প্রকাশ না করার শর্তে বিক্ষোভকারী শ্রমিকরা বলেন, কারখানা কর্তৃপক্ষ আমাদের জুলাই মাসের বেতন পরিশোধ করেনি। সেপ্টেম্বর মাস চললেও আমরা আগস্ট মাসের বেতনও পাইনি। বাসাবাড়ির মালিক এবং বাচ্চাদের স্কুলের বেতন ও প্রাইভেট টিচারদের বকেয়া বেতন দিই-দিচ্ছি বলে তাদের কাছে সময় নিয়েছি। কিন্তু কারখানা কর্তৃপক্ষ আমাদেরকে বেতন না দেওয়ায় আমরাও তাদেরকে বেতন দিতে পারছি না। এতে করে সবার সঙ্গে প্রায়ই বেতন নিয়ে ঝগড়া হচ্ছে। দোকানের বকেয়া থাকায় তারা আমাদের দৈনন্দিন বাজার দিতে অনীহা জানাচ্ছে এবং বাড়িওয়ালারা বাসা ভাড়ার জন্য চাপ দিচ্ছে। পাওনাদারদেরকে কারখানা কর্তৃপক্ষের এসব টালবাহানা বোঝানো যাচ্ছে না। তারা আরও বলেন, কারখানার মালিকপক্ষ শ্রমিকদের জুলাই মাসের বেতন পরিশোধ না করে গত ২৮ আগস্ট থেকে ৪ সেপ্টেম্বর পর্যন্ত আট দিন কারখানা সাধারণ ছুটি ঘোষণা করে। পরে শনিবার থেকে গত রোববার পর্যন্ত দুই দিন আবারও সাধারণ ছুটি ঘোষণা করে। গতকাল সোমবার সকালে কারখানায় এসে শ্রমিকরা তাদের বকেয়া বেতনের জন্য কাজে যোগদান না করে মহাসড়ক অবরোধ করে আন্দোলন শুরু করেন। গাজীপুর শিল্পপুলিশ (বাসন জোন) ইন্সপেক্টর ফারুকুল আলম বলেন, সকাল পৌনে ৯টার দিকে শিল্পপুলিশ বিক্ষোভকারী শ্রমিকদের বুঝিয়ে ঢাকা-ময়মনসিংহ মহাসড়ক থেকে সরিয়ে দিলে যান চলাচল স্বাভাবিক হয়। এসব বিষয়ে আলিফ ক্যাজুয়াল লিমিটেড কারখানা কর্তৃপক্ষের সঙ্গে যোগাযোগের চেষ্টা করেও তাদের পাওয়া যায়নি।
 

নিউজটি আপডেট করেছেন : Dainik Janata

কমেন্ট বক্স
প্রতিবেদকের তথ্য