ঢাকা , বুধবার, ১০ সেপ্টেম্বর ২০২৫ , ২৫ ভাদ্র ১৪৩২ বঙ্গাব্দ , ই-পেপার
সংবাদ শিরোনাম
নির্বাচন বর্জনের ঘোষণা ভিপি প্রার্থী তাহমিনার ঢাবির কিছু শিক্ষক শিবিরের ভাষায় কথা বলছেন-নাছির শান্তিপূর্ণভাবে ডাকসু নির্বাচন সম্পন্ন আচরণবিধি লঙ্ঘনের অভিযোগ, দিনভর আলোচনা নানা ঘটনা নেপালে বিক্ষোভ-প্রাণহানির জেরে প্রধানমন্ত্রীর পদত্যাগ ছাতকে আওয়ামী লীগ নেতা হাজী বুলবুল গ্রেফতার রাণীশংকৈল উপজেলা কৃষকদল সভাপতিকে প্রাণনাশের হুমকি নলছিটিতে এনটিভি ও কালেরকন্ঠের সাংবাদিক কে এম সবুজের ওপর সন্ত্রাসী হামলা পঞ্চগড়ে গির্জা নিরাশি মিশনের ফাদার আন্তনি সেনের বিরুদ্ধে নানা অভিযোগ সরাইলে মৃত্যুর ১০ বছর পর নির্মাণ হচ্ছে কথিত পীরের মাজার বরিশালের দুইটি আসনে বাসদের প্রার্থী ঘোষণা বনবিভাগের নিয়মিত অভিযানে সুন্দরবন অভায়ারণ্য এলাকা থেকে ৪ জেলে আটক মধ্যরাতে স্বামীর সামনে স্ত্রীকে উত্যক্ত সিলেট সীমান্তে বিপুল পরিমাণ ভারতীয় মদ আটক গাংনীতে ধর্ষণের চেষ্টার অভিযোগে মামলা দশমিনায় শেষ মুহূর্তে আমন রোপণে ব্যস্ত চাষিরা ফরিদপুরের ভাঙ্গায় প্রতিবাদ কর্মসূচিতে অংশ নিয়ে হিটস্ট্রোকে প্রাণ হারালেন দোকান ব্যবসায়ী দক্ষিন অঞ্চলের ২১ জেলার সাথে যোগাযোগ বন্ধ মৃত্যুর ভয়ে গ্রাম ছাড়া এক হিন্দু পরিবার সাবেক স্বেচ্ছাসেবক লীগ ও যুবলীগ নেতার অপপ্রচার

থমথমে হাটহাজারী পরিস্থিতি নিয়ন্ত্রণে সেনাবাহিনী

  • আপলোড সময় : ০৮-০৯-২০২৫ ০৪:৪৬:২০ অপরাহ্ন
  • আপডেট সময় : ০৮-০৯-২০২৫ ০৪:৪৬:২০ অপরাহ্ন
থমথমে হাটহাজারী পরিস্থিতি নিয়ন্ত্রণে সেনাবাহিনী
চট্টগ্রামের আল-জামিয়াতুল আহলিয়া দারুল উলুম মুঈনুল ইসলাম (হাটহাজারী মাদ্রাসা) নিয়ে ফেসবুকে ছবি পোস্ট দেওয়াকে কেন্দ্র করে সংঘর্ষের ঘটনায় থমথমে পরিস্থিতি গতকাল রোববারও বিরাজ করছিল। সুন্নি ও কওমি আকিদার লোকজনের মধ্যে এই সংঘর্ষ গত শনিবার রাত ২টা পর্যন্ত চলমান ছিল। দুপক্ষের ইটপাটকেল ছোড়াছুড়ির ঘটনায় কমপক্ষে দেড় শতাধিক লোকজন আহত হয়েছেন। দুই পক্ষের মুখোমুখি অবস্থানের কারণে গত শনিবার সন্ধ্যা ৭টা থেকে হাটহাজারী বাসস্ট্যান্ড এলাকায় চট্টগ্রাম-রাঙামাটি ও চট্টগ্রাম-খাগড়াছড়ি সড়কে যান চলাচল বন্ধ হয়ে যায়। তবে দিবাগত রাত ২টার পর সড়ক থেকে লোকজনকে সরিয়ে নেওয়ায় যান চলাচল শুরু হয়। গতকাল রোববার সকাল থেকেও যান চলাচল করছে। স্থানীয়রা জানান, এদিন স্বাভাবিকের চেয়ে কম যানবাহন চলাচল করছিল। হাটহাজারী বাস স্টেশনসহ সড়কে টহল দিচ্ছে সেনাবাহিনীর টিম। মাঠে আছে আর্মড পুলিশ, জেলা পুলিশসহ র‌্যাব। সংঘাত এড়াতে গত শনিবার রাতে হাটহাজারী উপজেলা নির্বাহী অফিসার মুহাম্মদ আবদুল্লাহ আল মুমিন ১৪৪ ধারা জারির নির্দেশ দেন। গতকাল রোববার বেলা ৩টা পর্যন্ত ১৪৪ ধারা জারি করে উপজেলা প্রশাসন। এদিকে, দুই পক্ষের মধ্যে ইটপাটকেল ও ঢিল-ছোড়াছুড়িতে দেড় শতাধিক মানুষ আহত হয়েছেন। জেলা সিভিল সার্জন ডা. জাহাঙ্গীর আলম জানিয়েছেন, গত শনিবার সন্ধ্যা থেকে রাত পর্যন্ত হাটহাজারীতে দুই পক্ষের মধ্যে সংঘর্ষে ১৩০ জনের মতো আহতকে হাটহাজারি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসা দেওয়া হয়। হাসপাতালে ১০৭ জনকে প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়েছে। এ ছাড়া ২০ জনকে প্রাথমিক চিকিৎসা দিয়ে চট্টগ্রাম মেডিকেল কলেজ (চমেক) হাসপাতালে স্থানান্তর করা হয়েছে। চট্টগ্রামের অতিরিক্ত পুলিশ সুপার (হাটহাজারী সার্কেল) কাজী মো. তারেক আজিজ বলেন, হাটহাজারীতে পরিস্থিতি স্বাভাবিক আছে। আমরা দুই পক্ষের সঙ্গে কথা বলছি। যাতে এ ধরনের পরিস্থিতির পুনরাবৃত্তি না ঘটে। স্থানীয় সূত্রে জানা যায়, এক যুবকের ফেসবুক পোস্টকে কেন্দ্র করে ক্ষোভ ছড়িয়ে পড়ে। এ নিয়ে ?দুই পক্ষ সংঘর্ষে জড়িয়ে পড়ে। সন্ধ্যা সাড়ে ৭টার দিকে ফটিকছড়ি থানা পুলিশ অভিযুক্ত যুবককে আটক করে। প্রশাসন সূত্র জানায়, রাত ১১টার দিকে প্রশাসন দুই পক্ষকে নিয়ে বৈঠক করে। সেখানে সুন্নি জনতার পক্ষ থেকে আটক যুবককে ছেড়ে দেওয়ার দাবি জানানো হয়। অন্যদিকে কওমি পক্ষের লোকজন দাবি করেন, আটক যুবকের বিরুদ্ধে শাস্তিমূলক ব্যবসা নিতে হবে। এ বিষয়ে সুরাহার জন্য গতকাল রোববার আবার বৈঠক ডাকা হয়।

নিউজটি আপডেট করেছেন : Dainik Janata

কমেন্ট বক্স