সোনারগাঁও (নারায়ণগঞ্জ) থেকে মো. মোক্তার হোসেন
নারায়ণগঞ্জ জেলার সোনারগাঁও উপজেলার মোগরাপাড়া ইউপির ষোল্লা পাড়া এলাকায় সাড়ে ৭শ বছরের প্রাচীনতম গোটা উপমহাদেশের প্রথম হাদিস চর্চা কেন্দ্র গ্রন্থাগার সংস্কারের দাবিতে গত শুক্রবার সকাল ১০টার দিকে মানববন্ধন কর্মসূচি অনুষ্ঠিত হয়।
এই গ্রন্থাগার ধংসপ্রায় প্রাচীরঘেরা ঐতিহাসিক গ্রন্থাগার সোনারগাঁওয়ের ইতিহাস-ঐতিহ্য প্রত্নসম্পদ সংরক্ষণ কমিটির উদ্যোগে এ কর্মসূচি পালিত হয়। প্রাচীন গ্রন্থগার সংস্করণের দাবিতে মানববন্ধনে সভাপতিত্ব করেন কমিটির আহ্বায়ক কবি শাহেদ কায়েস, সঞ্চালনায় ছিলেন যুগ্নু আহ্বায়ক সাংবাদিক মিজানুর রহমান, অনুষ্ঠানের কর্মসূচি পালনকালে বক্তব্য রাখেন কবি রহমান মুজিব, কমিটির সদস্য সচিব লেখক, সাংবাদিক রবিউল হুসাইন প্রমুখ।
এ সময় বক্তারা বলেন, ১২৭৮ খ্রিস্টাব্দে উজবেকিস্তান থেকে আগত ইসলামিক চিন্তাবিদ শায়খ সফুরদ্দিন আবু তাওয়ামা প্রথম হাদিস চর্চা কেন্দ্র প্রতিষ্ঠা করেছিলেন। এর পাশেই প্রতিষ্ঠিত হয় একটি সমৃদ্ধ গ্রন্থাগার। প্রাচীনতম কালীন সময়ে এ গ্রন্থাগারটি দেশ-বিদেশ ব্যাপক পরিচিতি লাভ করে। পুরনো গ্রন্থাগারটি প্রায় সাড়ে ৭শ বছর অতিবাহিত হলেও সংস্কারের অভাবে ধ্বংসাবশেষ অংশটি কালের বিবর্তনে সাক্ষী হিসেবে দাঁড়িয়ে রয়েছে। দ্রুত সংস্কার না করলে অমূল্য ঐতিহ্য গ্রন্থাগারটি চিরতরে বিলীন হয়ে যাবে।বক্তার আরো বলেন, প্রাচীন গ্রন্থাগার ও প্রত্নসম্পদ সংস্কার এবং সুরক্ষার দাবিতে সরকারের দৃষ্টি আকর্ষণ করেন।
নিউজটি আপডেট করেছেন : Dainik Janata
