আসন্ন এশিয়া কাপ টি-টোয়েন্টি ক্রিকেটে অংশ নিতে দু’টি পৃথক গ্রুপে ভাগ হয়ে সংযুক্ত আরব আমিরাতের উদ্দেশ্যে গতকাল রোববার প্রথম ধাপে ঢাকা ছেড়েছে বাংলাদেশ জাতীয় দলের খেলোয়াড়রা। প্রথম ধাপে গতকাল সকালে দেশ ছাড়েন বাংলাদেশ অধিনায়ক লিটন দাস, জাকের আলি অনিক, সাইফ হাসান, পারভেজ হোসেন ইমন, তানজিদ হাসান তামিম, শামীম পাটোয়ারী। প্রথম গ্রুপের পরে দ্বিতীয় গ্রুপ গতকাল সন্ধ্যা সাড়ে সাতটায় দেশ ত্যাগ করে। এশিয়া কাপে ‘বি’ গ্রুপে খেলবে বাংলাদেশ। সেখানে টাইগারদের প্রতিপক্ষ আফগানিস্তান, শ্রীলংকা ও হংকং। আগামী বৃহস্পতিবার হংকংয়ের বিপক্ষে ম্যাচ দিয়ে এশিয়া কাপ মিশন শুরু করবে বাংলাদেশ। এরপর ১৩ সেপ্টেম্বর শ্রীলংকার বিপক্ষে এবং ১৬ সেপ্টেম্বর আফগানিস্তানের বিপক্ষে গ্রুপ পর্বের ম্যাচ খেলবে টাইগাররা। ‘এ’ গ্রুপে আছে ভারত, পাকিস্তান, ওমান এব স্বাগতিক সংযুক্ত আরব আমিরাত। দুই গ্রুপের দুই শীর্ষ দল সুপার ফোরে খেলবে। এরপর সুপার ফোরের সেরা দু’দল ফাইনালের খেলার যোগ্যতা অর্জন করবে। গ্রুপ পর্বে নিজেদের সবগুলো ম্যাচ আবু ধাবিতে খেলবে বাংলাদেশ। সবগুলো ম্যাচ শুরু হবে বাংলাদেশ সময় রাত সাড়ে আটটায়। ২০২৬ সালের টি-টোয়েন্টি বিশ্বকাপকে সামনে রেখে এ বছরের এশিয়া কাপ ২০ ওভারের ফরম্যাটে অনুষ্ঠিত হবে। শ্রীলংকা, পাকিস্তান এবং নেদারল্যান্ডসের বিপক্ষে টানা তিনটি টি-টোয়েন্টি সিরিজ জয়ে আত্মবিশ্বাসের তুঙ্গে থেকে এশিয়ার শ্রেষ্ঠত্বের লড়াইয়ে নামবে বাংলাদেশ।
বাংলাদেশ দল-
লিটন কুমার (অধিনায়ক), তানজিদ হাসান, পারভেজ হোসেন, সাইফ হাসান, তাওহিদ হৃদয়, জাকের আলি, শামিম হোসেন, নুরুল হাসান, শেখ মাহেদি হাসান, রিশাদ হোসেন, নাসুম আহমেদ, মুস্তাফিজুর রহমান, তানজিম হাসান, তাসকিন আহমেদ, শরিফুল ইসলাম ও সাইফুদ্দিন।
স্ট্যান্ডবাই : সৌম্য সরকার, মেহেদি হাসান মিরাজ, তানভীর ইসলাম ও হাসান মাহমুদ।
নিউজটি আপডেট করেছেন : Dainik Janata

এশিয়া কাপের উদ্দেশ্যে দেশ ছাড়লো টাইগাররা
- আপলোড সময় : ০৭-০৯-২০২৫ ০৮:৫৯:৪৭ অপরাহ্ন
- আপডেট সময় : ০৭-০৯-২০২৫ ০৮:৫৯:৪৭ অপরাহ্ন


কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ