ঢাকা , সোমবার, ০৮ সেপ্টেম্বর ২০২৫ , ২৪ ভাদ্র ১৪৩২ বঙ্গাব্দ , ই-পেপার
সংবাদ শিরোনাম
বরগুনায় স্ত্রীর গলাকাটা ও স্বামীর ঝুলন্ত লাশ উদ্ধার জাতীয় স্বার্থে জবাবদিহিমূলক গণমাধ্যম অপরিহার্য- পরিবেশ উপদষ্টো আকস্মিক বন্যায় খাগড়াছড়ির নিম্নাঞ্চল প্লাবিত মুক্তিযোদ্ধা সাংবাদিক মান্না রায়হানের মৃত্যু তুরাগ-উত্তরা ফুটপাত দখল করে দোকানপাট ও কাঁচা বাজার আওয়ামী লীগের মিছিলের বিরুদ্ধে ব্যবস্থা নিতে নির্দেশ রাজশাহীতে তরুণীকে সংঘবদ্ধ ধর্ষণের অভিযোগে গ্রেফতার ৩ টাঙ্গাইলে দু’পক্ষের পাল্টাপাল্টি সমাবেশ ঘিরে ১৪৪ ধারা ১১ মামলায় আত্মসমর্পণের পর কারাগারে যুবদল নেতা ইসহাক অবরোধে অচল ঢাকা সিলেট মহাসড়ক, ৬ ঘণ্টা পর স্বাভাবিক হাসিনা-কাদের-শামীম ওসমানসহ ৪৫ জনের বিরুদ্ধে মামলা বাংলাদেশি পণ্য রফতানিতে বিধিনিষেধ ভারতের মনিরামপুর সাংস্কৃতিক সংসদের শিল্পী সমাবেশ অনুষ্ঠিত সভাপতি মেজবাহ ও সম্পাদক মো. রাজিব নগরকান্দায় পানিতে ডুবে শিশুর মৃত্যু কুমিল্লায় ঘুষ ছাড়া পুলিশে নিয়োগ পেলেন ৪৭ কনস্টেবল বোচাগঞ্জ উপজেলা পরিষদে দৃষ্টিনন্দন ওয়াকওয়ে বিএনপির মনোনয়ন নিয়ে নির্বাচন করতে চান তোফায়েল লিটন চৌধুরী কুমিল্লায় র‌্যাব ও পুলিশের পৃথক অভিযানে ৯০ কেজি গাঁজাসহ আটক ২ সোনারগাঁওয়ে সাড়ে ৭শ বছরের প্রাচীন গ্রন্থাগার সংস্করণের দাবিতে মানববন্ধন

লুটেরাদের হাতে ক্ষমতা না দেওয়ার আহ্বান জামায়াত আমিরের

  • আপলোড সময় : ০৭-০৯-২০২৫ ০৪:৫৩:০৬ অপরাহ্ন
  • আপডেট সময় : ০৭-০৯-২০২৫ ০৪:৫৩:০৬ অপরাহ্ন
লুটেরাদের হাতে ক্ষমতা না দেওয়ার আহ্বান জামায়াত আমিরের
অতীতে যারা রাষ্ট্রের সম্পদ লুণ্ঠন করে নিজেরা অর্থ-বিত্তের পাহাড় গড়েছে, জনগণকে তাদের হাতে ক্ষমতার চাবি তুলে না দেওয়ার আহবান জানিয়েছেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির শফিকুর রহমান। গতকাল শুক্রবার রাজধানীর মনিপুর স্কুল অ্যান্ড কলেজে ঢাকা-১৫ সংসদীয় আসনের কাফরুল থানা দক্ষিণ আয়োজিত ফ্রি মেডিকেল ক্যাম্পে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন। শফিকুর রহমান বলেন, জামায়াতে ইসলামী আদর্শের ভিত্তিতে দেশকে কল্যাণ রাষ্ট্রে পরিণত করার জন্য দীর্ঘ পরিসরে আন্দোলন-সংগ্রাম চালিয়ে যাচ্ছে। মূলত, আর্তমানবতার কল্যাণ-মুক্তিই আমাদের রাজনীতির মূল উদ্দেশ্য। তিনি বলেন, আমরা নেতিবাচক ধারার রাজনীতি পরিবর্তন করে দেশে ইতিবাচক ধারার রাজনীতি ফিরিয়ে আনার বিরামহীন সংগ্রাম চালিয়ে যাচ্ছি। আমরা দেশ ও জাতিকে এমন একটি সমাজ উপহার দিতে চাই, যে সমাজে ধর্ম, বর্ণ, গোত্র নির্বিশেষে সব মানুষের অধিকারের নিশ্চয়তা থাকবে। তিনি আরও বলেন, রাষ্ট্র কারো সঙ্গে কোনোভাবেই বৈষম্যমূলক আচরণ করবে না। দেশ হবে দুর্নীতি, দুঃশাসন ও অপশাসনমুক্ত। আমরা যে প্রতিশ্রুতি পালনে পুরোপুরি সক্ষম, তা আমাদের দুজন মন্ত্রী সার্থকভাবে প্রমাণ করে গেছেন। তারা ছিলেন দুর্নীতিমুক্ত, সৎ, যোগ্য ও অধিকতর দক্ষ। তাই সে কাঙ্ক্ষিত সমাজ প্রতিষ্ঠায় আগামীতে ইসলামী শক্তিকে ক্ষমতায় পাঠাতে হবে। তিনি দ্বীন প্রতিষ্ঠায় সবাইকে যেকোনো ত্যাগ স্বীকারে প্রস্তুত থাকার আহ্বান জানান। জামায়াত আমির বলেন, জুলাই বিপ্লবের মাধ্যমে আমাদের জন্য অপার সম্ভাবনা সৃষ্টি হয়েছে। কিন্তু শঙ্কাটাও পুরোপুরি কেটে যায়নি। তাই আমাদের খুবই সন্তর্পণে অগ্রসর হতে হবে। রাজনীতিতে মূল্যবোধের চর্চার প্রসঙ্গ তুলে তিনি বলেন, আগামীতে যারা যারা ক্ষমতায় আসবেন বা যেতে চান তাদের বিবেকের কাছে দায়বদ্ধ ও আল্লাহর কাছে জবাবদিহির অনুভূতি নিয়ে সব কাজ সম্পাদন করতে হবে। তিনি বলেন, অতীতে যারা ক্ষমতায় ছিলেন, তারা জনগণকে ভয়ভীতিমুক্ত পরিবেশ উপহার দিতে পারেননি। তাই ভবিষ্যতের কথা চিন্তা করে আমাদের জেনে-বুঝে আগামীর বাংলাদেশের জন্য সিদ্ধান্ত নিতে হবে। শফিকুর রহমান বলেন, জনগণ সত্যের পক্ষে রায় দিলে পাঁচ বছরের মধ্যেই দেশকে ক্ষুধা ও দারিদ্রমুক্ত করা সহ ইতিবাচক পরিবর্তন করা সম্ভব। তিনি সে স্বপ্ন বাস্তবায়নের জন্য সবাইকে ঐক্যবদ্ধ থাকার আহবান জানান। থানা আমির অধ্যাপক আনোয়ারুল করিমের সভাপতিত্বে এতে বিশেষ অতিথির বক্তব্য রাখেন কেন্দ্রীয় কর্মপরিষদ সদস্য ও ঢাকা মহানগর উত্তরের নায়েবে আমির আব্দুর রহমান মূসা। উপস্থিত ছিলেন ঢাকা মহানগর উত্তরের কর্মপরিষদ সদস্য মো. শহিদুল্লাহ, শাহ আলম তুহিন প্রমূখ।

নিউজটি আপডেট করেছেন : Dainik Janata

কমেন্ট বক্স