ঝিনাইদহ প্রতিনিধি
ঝিনাইদহের মহেশপুর উপজেলার বামনগাছী গ্রামে শাহাজাহান আলী ফকির (৫৬) নামে এক ব্যক্তিকে গলা কেটে হত্যা করেছে দুর্বৃত্তরা। গতকাল বুধবার সকালে বামনগাছী বেলে মাঠ এলাকা থেকে তার লাশ উদ্ধার করা হয়। নিহত শাহজাহান আলীর বাড়ি একই উপজেলার বামনগাছী গ্রামে। স্থানীয়রা জানান, গত মঙ্গলবার রাত ৯টার দিকে একই উপজেলার রাজাপুর গ্রামের দুজন লোক শাহাজাহানের বাড়ি আসেন। তারা রাতে স্ত্রীকে পাশের রুমে আটকে রেখে শাহজাহানকে গলা কেটে হত্যা করে পালিয়ে যান। সকালে স্থানীয়দের সহযোগিতায় তার স্ত্রী মুক্ত হয়ে পাশের রুমে গিয়ে স্বামীর গলা কাটা লাশ দেখতে পান। পুলিশ খবর পেয়ে ঘটনাস্থলে গিয়ে লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য ঝিনাইদহ সদর হাসপাল মর্গে পাঠায়। মহেশপুর থানার ওসি মো. মাহবুবুর রহমান জানান, শাহজাহান ফকির/কবিরাজ হিসেবে পরিচিত। এলাকার লোকজনকে বিভিন্ন রোগের জন্য ঝাঁড় ফুক, তেল ও পানি পড়া দিতেন তিনি। এ ঘটনায় মহেশপুর থানায় একটি মামলা করা হয়েছে।
নিউজটি আপডেট করেছেন : Dainik Janata
