বেশ কিছু এজেন্ডা নিয়ে গেল সোমবার চায়ের দেশ সিলেটে বসেছিল বিসিবির বোর্ড সভা। যেখানে বেশ কয়েকটি গুরুত্বপূর্ণ বিষয়ে সিদ্ধান্ত হয়েছিল। এর মধ্যে একটি ছিল চলতি সেপ্টেম্বরে বাংলাদেশি কোচদের প্রশিক্ষণ কর্মশালা। অস্ট্রেলিয়ার ক্রীড়াঙ্গনে কোচিং উন্নয়নের এক পরিচিত নাম অ্যাশলে রস। বিসিবি তাকে আনতে যাচ্ছে স্থানীয় দেশি কোচদের প্রশিক্ষণের জন্য। বিশ্বস্ত একটি সূত্র বিষয়টি নিশ্চিত করেছে। প্রসঙ্গত, দীর্ঘদিন ধরে তিনি খেলোয়াড় তৈরির পাশাপাশি কোচদের মানোন্নয়নেও কাজ করছেন। সবকিছু ঠিক থাকলে আগামী ১০, ১১ এবং ১২ সেপ্টেম্বর মিরপুর শেরে-ই বাংলা স্টেডিয়ামে অনুষ্ঠিত হবে এই বিশেষ ব্যাটিং কোর্স। যার নাম দেওয়া হয়েছে ‘রান স্কোরিং ওয়ার্কশপ।’ এই কোর্স করবেন মাহমুদউল্লাহ রিয়াদও। এ ছাড়া রাজিন সালেহ, হান্নান সরকার, হাবিবুল বাশার, জুয়েল, জাহাঙ্গীর আলম, তুষার ইমরান, নাসিরউদ্দিন ফারুকি ও নাজিমউদ্দিনরা রয়েছেন। এখানে ব্যাটিংয়ের বিভিন্ন স্কিল, টেকনিক্যাল বিষয় নিয়ে কাজ করবেন রস। তিনি নিজেও একজন অভিজ্ঞ কোচ হিসেবে দীর্ঘ সময় ধরে কাজ করেছেন। পরে রস বিশেষভাবে মনোনিবেশ করেন কোচিং কাঠামো গড়ে তোলার দিকে। বর্তমানে তিনি ‘হাই পারফরম্যান্স কোচিং’ কার্যক্রমের সঙ্গে যুক্ত থেকে তরুণ ও উদীয়মান কোচদের প্রশিক্ষণ দিচ্ছেন। কোচিং ক্যারিয়ারের শুরুতে ভিক্টোরিয়া রাজ্যের কোচিং ডিরেক্টর ও ভিক্টোরিয়া দলের সহকারী কোচ হিসেবে কাজ করেছেন রস। পরবর্তীতে তিনি যোগ দেন নিউজিল্যান্ড ক্রিকেটের হাই-পারফরম্যান্স সেন্টারে। সেখানে প্লেয়ার ডেভেলপমেন্ট ম্যানেজার হিসেবে দায়িত্ব পালন করেন।
নিউজটি আপডেট করেছেন : Dainik Janata

রসের কোচ প্রশিক্ষণ কর্মশালা থাকছেন মাহমুদউল্লাহ রিয়াদ
- আপলোড সময় : ০৫-০৯-২০২৫ ০৬:৫৮:২৫ অপরাহ্ন
- আপডেট সময় : ০৫-০৯-২০২৫ ০৬:৫৮:২৫ অপরাহ্ন


কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ