ঢাকা , বুধবার, ১২ ফেব্রুয়ারী ২০২৫ , ৩০ মাঘ ১৪৩১ বঙ্গাব্দ , ই-পেপার
সংবাদ শিরোনাম
এবারের অস্কারে চূড়ান্ত মনোনয়ন পেল যে সিনেমাগুলো অবশেষে নীরবতা ভাঙলেন এড শেরন দর্শকদের ওপর মেজাজ হারালেন সোনু নিগম বরুণের হাতে কি হয়েছে? ছবি দেখে চিন্তিত ভক্তরা আইসিইউতে শিল্পী প্রতুল মুখোপাধ্যায় সুস্থ হয়েই গানের মঞ্চে সাবিনা ইয়াসমিন ভালোবাসা দিবসে প্রকাশ পাবে ফাহিমের নতুন গান ভক্তদের জন্য কষ্টের গান গাইবেন আসিফ ডিবি পরিচয়ে ডাকাতি, যুবলীগ নেতাসহ গ্রেফতার ১২ ডিবি পরিচয়ে ডাকাতি, যুবলীগ নেতাসহ গ্রেফতার ১২ নিখোঁজের ৫৪ ঘণ্টা পর কামরাঙ্গীরচর থেকে উদ্ধার অন্তর খুবই দুঃখজনক মুক্তিযোদ্ধাকে অপমানিত করা হচ্ছে প্রাথমিক বিদ্যালয়ে সহকারী শিক্ষক পদ বিলুপ্তির সুপারিশ ৫ প্রতিষ্ঠানের বিরুদ্ধে এনআইডি তথ্য ফাঁসের প্রমাণ পেয়েছে ইসি ম্যাটস শিক্ষার্থীদের দাবির বিষয়ে ৭২ ঘণ্টার মধ্যে দৃশ্যমান অগ্রগতি হবে-স্বাস্থ্য মন্ত্রণালয় নির্বাচন নির্ভর করছে রাজনৈতিক দলগুলোর উপর : প্রেস সচিব বেনজীরকে ধরতে ইন্টারপোলের মাধ্যমে রেড এলার্ট জারির আদেশ ১০ দিনের জন্য আন্দোলন স্থগিত ক্ষতিগ্রস্ত প্রবাসীদের পুনরায় ট্রাকে টিসিবির পণ্য বিক্রি শুরু অপরিবর্তিত আছে বেসরকারি ঋণ ও নীতি সুদহার মুদ্রানীতি ঘোষণা

ব্রাহ্মণবাড়িয়ায় ভোটে কারচুপির অভিযোগে ৫ জনের কারাদণ্ড

  • আপলোড সময় : ৩০-০৫-২০২৪ ০২:৫২:৪৯ অপরাহ্ন
  • আপডেট সময় : ৩০-০৫-২০২৪ ০২:৫২:৪৯ অপরাহ্ন
ব্রাহ্মণবাড়িয়ায় ভোটে কারচুপির অভিযোগে ৫ জনের কারাদণ্ড
ব্রাহ্মণবাড়িয়া প্রতিনিধি
ব্রাহ্মণবাড়িয়ার আশুগঞ্জ ও বাঞ্ছারামপুর উপজেলা পরিষদ নির্বাচনে জাল ভোট দেওয়াসহ মোবাইল ফোন নিয়ে কেন্দ্রে আসার অভিযোগে পাঁচজনকে বিভিন্ন মেয়াদে কারাদণ্ড দিয়েছেন ভ্রাম্যমাণ আদালততাদের মধ্যে জাল ভোট দেওয়ায় তিনজনকে এবং মোবাইল ফোন নিয়ে কেন্দ্রে প্রবেশ করায় দুইজনকে কারাদণ্ড দেওয়া হয়গতকাল বুধবার দুপুরে তিন নির্বাহী ম্যাজিস্ট্রেট তাদের এ কারাদণ্ড দেনকারাদণ্ডপ্রাপ্তরা হলেন বাঞ্ছারামপুর উপজেলা সদরের মো. আলামিন মিয়া (২৮) ও মো. নজরুল ইসলাম (৩২) এবং আশুগঞ্জের বাসিন্দা মো. জহুরুল ইসলাম (৪০), তামিম সরকার (২৪) ও পোলিং এজেন্ট কাজী মাহবুবুর রহমান (৩৮)গতকাল বুধবার সকাল ৮টা থেকে জেলার আশুগঞ্জ ও বাঞ্ছারামপুর উপজেলা পরিষদ নির্বাচনের তৃতীয় ধাপে ভোটগ্রহণ শুরু হয়আশুগঞ্জে চেয়ারম্যান প্রার্থী পাঁচজন ও বাঞ্ছারামপুরে চেয়ারম্যান প্রার্থী তিনজনভ্রাম্যমাণ আদালত সূত্রে জানা গেছে, গতকাল বুধবার দুপুরে বাঞ্ছারামপুর উপজেলার রূপসদী ইউনিয়নের রূপসদী উত্তর সরকারি প্রাথমিক বিদ্যালয় কেন্দ্রে জালভোট প্রদানের চেষ্টার সময় আলামিন মিয়া ও নজরুল ইসলামকে আটক করা হয়নির্বাহী ম্যাজিস্ট্রেট ও নবীনগর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) তানভীর ফরহাদ শামীম ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করে দণ্ডবিধি ১৮৬০ এর ৭১(চ) ধারায় দুইজনকে সাতদিন করে বিনাশ্রম কারাদণ্ড দেনএদিকে ব্রাহ্মণবাড়িয়ার আশুগঞ্জ উপজেলার তালশহর পশ্চিম সরকারি প্রাথমিক বিদ্যালয় কেন্দ্রে প্রিসাইডিং কর্মকর্তার বারবার নিষেধ করা সত্ত্বেও মোবাইল ফোন সঙ্গে রাখায় এক প্রার্থীর পোলিং এজেন্ট কাজী মাহবুবুর রহমানকে (৩৮) হাতেনাতে আটক করা হয়একই উপজেলার আন্দিদিল সরকারি প্রাথমিক বিদ্যালয় কেন্দ্রে মোবাইল ফোন নিয়ে গোপন কক্ষে ব্যালটের ছবি তোলায় তামিম সরকারকে (২৪) হাতেনাতে আটক করা হয়নির্বাহী ম্যাজিস্ট্রেট ও নাসিরনগর উপজেলা নির্বাহী (ইউএনও) মুহাম্মদ ইমরানুল হক ভূঁইয়া ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করে দণ্ডবিধির ১৮৬০ এর ১৮৮ ধারায় মাহবুবুর ও তামিমকে তিনদিন করে বিনাশ্রম কারাদণ্ড দেওয়া হয়দুপুরে আশুগঞ্জ উপজেলার তালশহর ইউনিয়নের মৈশাইর সরকারি প্রাথমিক বিদ্যালয় কেন্দ্রে জালভোট দেওয়ার চেষ্টাকালে মো জহুরুল ইসলাম (৪৮) নামে একজন ব্যক্তিকে আটক করা হয়নির্বাহী ম্যাজিস্ট্রেট ও সহকারী কমিশনার মো. ইকরামুল হক ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করে জহুরুলকে দণ্ডবিধির ১৮৬০ এর ১৭১-চ ধারায় চারদিনের বিনাশ্রম কারাদণ্ড ও চার হাজার টাকা অর্থদণ্ড অনাদায়ে আরও এক দিনের বিনাশ্রম কারাদণ্ড দেওয়া হয়
 

নিউজটি আপডেট করেছেন : Dainik Janata

কমেন্ট বক্স
প্রতিবেদকের তথ্য