ঢাকা , রবিবার, ০৭ সেপ্টেম্বর ২০২৫ , ২২ ভাদ্র ১৪৩২ বঙ্গাব্দ , ই-পেপার
সংবাদ শিরোনাম
জমজমাট প্রচারণায় উৎসবমুখর ক্যাম্পাস মহানবী (সা.)-এর অনুপম জীবনাদর্শ বিশ্বে শান্তি ও কল্যাণ নিশ্চিত করতে পারে-প্রধান উপদেষ্টা পবিত্র ঈদে মিলাদুন্নবী (সা.) আজ ন্যায়বিচার-মানবিক মর্যাদা রক্ষায় মুহাম্মদ (সা.) আমাদের জন্য অনন্য আদর্শ-প্রধান বিচারপতি পেশাগত দায়িত্বপালনে মৃত্যু ঝুঁকিতে গণমাধ্যমকর্মীরা ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে নানা শঙ্কা মৎস্য খাতে দেশের বিজ্ঞানীদের অবদান গর্ব করার মতো- প্রাণিসম্পদ উপদেষ্টা বেশির ভাগ সময়ই বন্ধ রেলের কংক্রিট সিøপার কারখানা টেকনাফে ২ রোহিঙ্গা ডাকাত গ্রেফতার স্কুলে সংগীত শিক্ষক নিয়োগে কঠোর হুঁশিয়ারি হেফাজতের নীলফামারীতে শ্রমিকের প্রাণহানির প্রতিবাদে ঢাকায় মানববন্ধন মাদক সেবনে বাধা দেয়ায় স্বামী-স্ত্রীকে পিটিয়ে জখম জুলাই আন্দোলনের হত্যাচেষ্টা মামলায় কারাগারে সাবেক এমপি পাভেল ইনফ্লুয়েঞ্জা টিকাকে জাতীয় নির্দেশনায় অন্তর্ভুক্তির আহ্বান ফরিদপুরে আসন বিন্যাসের প্রতিবাদে দুই সড়ক অবরোধ অনশনরত শিক্ষার্থীদের পাশে ববি উপাচার্যের রাত্রিযাপন তারেক রহমানের উপহারের ঘর পেলেন শুক্কুরি বেগম গণঅধিকার পরিষদের সংহতি সমাবেশে ৩০ রাজনৈতিক দলের নেতারা আলু রফতানির চেষ্টা করছে সরকারÑ বাণিজ্য উপদেষ্টা নিত্যপণ্যের অসহনীয় দামে দিশাহারা সাধারণ মানুষ

রংপুরে জ্বালানি তেলের সংকট, কঠোর আন্দোলনের হুঁশিয়ারি

  • আপলোড সময় : ০৪-০৯-২০২৫ ০২:১১:৪৮ অপরাহ্ন
  • আপডেট সময় : ০৪-০৯-২০২৫ ০২:১১:৪৮ অপরাহ্ন
রংপুরে জ্বালানি তেলের সংকট, কঠোর আন্দোলনের হুঁশিয়ারি
রংপুর প্রতিনিধি রংপুর অঞ্চলের পাঁচ জেলায় রাষ্ট্রায়ত্ত জ্বালানি তেল বিপণনকারী প্রতিষ্ঠান মেঘনা, পদ্মা ও যমুনার ডিপোতে তেলের মজুত শেষের দিকে। তেল না থাকায় বিপাকে পড়েছে ফিলিং স্টেশনগুলো। বাংলাদেশ পেট্রোলিয়াম করপোরেশনের পদ্মা, মেঘনা ও যমুনার ডিপো সূত্রে জানা গেছে, ট্রেনের ইঞ্জিন সংকটের কারণে তেল পরিবহন করতে পারছে না। এতে জ্বালানি তেল পরিবহনে সমস্যা হচ্ছে। কবে নাগাদ তেল আসবে তা কোনো কর্মকর্তা নিশ্চিত করে বলতে পারছেন না। জানা গেছে, রংপুরের তিনটি জ্বালানি ডিপোতে মাসে অন্তত আড়াই কোটি লিটার তেলের চাহিদা রয়েছে। কিন্তু আগস্ট মাসে চট্টগ্রাম থেকে তেল সরবরাহ করা হয়েছে মাত্র ২১ লাখ লিটার। যা দিয়ে দুই দিনের চাহিদা মেটানো সম্ভব। ফলে বাধ্য হয়ে কোনো কোনো ফিলিং স্টেশন বাঘাবাড়ি এবং পার্বতীপুর থেকে তেল এনে তাদের ফিলিং স্টেশন চালু রাখার চেষ্টা করছে। এতে তাদের খরচ লাগছে অনেক বেশি। চট্টগ্রাম থেকে রেলওয়ের মাধ্যমে তেল সরবরাহ কমে যাওয়ায় এমনটা হয়েছে। আগে রেল পথে মাসে ৮/৯ র‌্যাক আসতো। প্রতিটি র‌্যাকে ২৭টি ওয়াগান থাকতো। বর্তমানে প্রতি মাসে এক থেকে দুটি র‌্যাক আসে। এই অবস্থা গত ছয় মাস ধরে চলে আসলেও রেল কর্তৃপক্ষ বিষয়টি আমলে নিচ্ছে না বলে অভিযোগ পাম্প মালিকদের। বাংলাদেশ পেট্রোলিয়াম ডিলার্স ডিস্টিবিউটরস এজেন্ট অ্যান্ড পেট্রোল পাম্প ওনার্স অ্যাসোসিয়েশন্স সূত্রে জানা গেছে, জ্বালানি তেল সরবরাহকারী বাংলাদেশ পেট্রোলিয়াম করপোরেশনের রংপুর রেলহেড ডিপোতে তেল সরবরাহ না থাকায় সংকটে পড়েছে বিভাগের অন্তত পাঁচ জেলা। এতে গত কয়েক মাস ধরে এ ডিপোর অধীন পেট্রোল পাম্প মালিক ও এজেন্টদের চাহিদা মতো তেল সরবরাহ করতে পারছে না সংশ্লিষ্ট কর্তৃপক্ষ। ফলে এ অঞ্চলে জ্বালানি তেলের সংকট দেখা দিয়েছে। রংপুরে নিরবচ্ছিন্ন জ্বালানি তেল সরবরাহের জন্য চলতি বছরের ১ জানুয়ারি পেট্রোলিয়াম ডিলার্স ডিস্টিবিউটরস এজেন্ট অ্যান্ড পেট্রোল পাম্প ওনার্স অ্যাসোসিয়েশন্স, রংপুর জেলার পক্ষ থেকে বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রণালয়ের উপদেষ্টা বরাবর একটি আবেদন দিলেও কোনো কাজ হয়নি বলে অভিযোগ উঠেছে। এ ছাড়া গত ১৪ আগস্ট রংপুর ডিপোতে নিরবচ্ছিন্ন তেল সরবরাহের দাবিতে বাংলাদেশ পেট্রোলিয়াম ডিলার্স ডিস্টিবিউটরস এজেন্ট অ্যান্ড পেট্রোল পাম্প ওনার্স অ্যাসোসিয়েশন্স, রংপুর জেলার পক্ষ থেকে বিভাগীয় কমিশনার বরাবরও লিখিতভাবে জানিয়েও কোনো প্রতিকার মিলছে না। বিভাগীয় কমিশনার বরাবর দেওয়া পত্রে উল্লেখ করা হয়, রংপুর ডিপো থেকে বিভাগের পাঁচটি জেলা রংপুর, লালমনিরহাট, কুড়িগ্রাম, গাইবান্ধা ও নীলফামারীতে জ্বালানি তেল সরবরাহ করা হয়ে থাকে। কিন্তু বর্তমানে চট্টগ্রাম থেকে রেলপথে নিয়মিত তেল না আসার ফলে ডিলার ডিস্টিবিউটরদের চাহিদামতো তেল সরবরাহ হচ্ছে না। যার ফলে জ্বালানি সংকট তৈরি হয়েছে। রংপুরে জ্বালানী তেল সরবরাহ নিশ্চিত করা না গেলে খাদ্য উৎপাদন মারাত্মকভাবে ব্যাহত হবে। এ বিষয়ে একাধিক পাম্প মালিক জানান, রংপুর ডিপোতে জ্বালানি তেল না থাকায় চাহিদা মেটাতে হিমশিম খেতে হচ্ছে। বিকল্প হিসেবে পার্বতীপুর এবং বাঘাবাড়ী ডিপো থেকে জ্বালানি তেল সংগ্রহ করতে হচ্ছে। তবে এতে পরিবহন বাবদ দ্বিগুণ খরচ গুনতে হচ্ছে। এ ছাড়া সিরিয়াল পাওয়ার জটিলতাসহ জ্বালানি তেল নিয়ে ফিরে আসতে দুই দিনের বেশি সময় লাগছে। এ বিষয়ে বাংলাদেশ পেট্রোলিয়াম ডিলার্স ডিস্টিবিউটরস এজেন্ট অ্যান্ড পেট্রোল পাম্প ওনার্স অ্যাসোসিয়েশন্স, রংপুর জেলা শাখার সভাপতি আজিজুর ইসলাম মিন্টু বলেন, চট্টগ্রাম থেকে রেলপথে তেল আসা প্রায় বন্ধ হয়ে গেছে। ফলে রংপুর অঞ্চলের পাঁচ জেলায় তেলের সংকট দেখা দিয়েছে। এই অবস্থায় গ্রাহক পর্যায়ে তেল সরবরাহ করা কঠিন হয়ে পড়েছে। পরিস্থিতি উত্তরণে দুই একদিনের মধ্যে সংবাদ সম্মেলন করে কঠোর কর্মসূচি ঘোষণা করা হবে। ফিলিং স্টেশনের মালিক মঞ্জুর আজাদ বলেন, রংপুরের ডিপোতে তেল সংকট। বাঘাবাড়ি ও পার্বতীপুর থেকে তেল এনে স্টেশন চালু রাখা হয়েছে। এতে পরিবহন খরচ বেশি পড়ছে। অপরদিকে রংপুর বিভাগীয় দাহ্য পদার্থ বহনকারী ট্যাংকলরি শ্রমিক ইউনিয়নের সাধারণ সম্পাদক আলাউল মিয়া লাল্লু বলেন, রংপুরে তেল না আসায় প্রায় ৬০০ শ্রমিক কর্মহীন হয়ে পড়েছে। তারা পরিবার-পরিজন নিয়ে মানবেতর জীবন-যাপন করছে। তিনি বলেন, রংপুর অঞ্চলে নিয়মিত জ্বালানি তেল সরবরাহ করা না হলে আমরা কঠোর আন্দোলনে যেতে বাধ্য হবো।

নিউজটি আপডেট করেছেন : Dainik Janata

কমেন্ট বক্স
প্রতিবেদকের তথ্য