ঢাকা , বুধবার, ০৫ ফেব্রুয়ারী ২০২৫ , ২৩ মাঘ ১৪৩১ বঙ্গাব্দ , ই-পেপার
সংবাদ শিরোনাম
সড়ক দুর্ঘটনায় প্রতিদিন ১৯ জনের মৃত্যু মহালছড়িতে ভাইয়ের বিরুদ্ধে সম্পদ আত্মসাতের অভিযোগ শ্রীপুরে ঘুষ গ্রহণের অভিযোগে থানার এএসআই ক্লোজড সাঘাটার ভূমিদস্যু সুইট ও সহযোগীদের শাস্তির দাবি ফুলবাড়ীতে প্রতিপক্ষের গাড়ি ভাঙচুর ও মারপিট ৩১ শয্যার হাসপাতালে ২২ পদ শূন্য, ব্যাহত স্বাস্থ্যসেবা ভূমি কর্মকর্তার বিরুদ্ধে বিভাগীয় ব্যবস্থা নেননি ডিসি আসামি ছিনিয়ে নিল জনতা আসামি ছিনিয়ে নিল জনতা আসামি ছিনিয়ে নিল জনতা বান্দরবানে হত্যা মামলা তুলে নিতে হুমকি আমতলীতে ৫০ শয্যা হাসপাতালে ২২জন স্টাফদের মধ্যে১৬ জনের শুন্যপদ থাকায় চিকিৎসাসেবা ঝুঁকে পরছে হেরা ফেরি ৩-তে ফিরছেন টাবু বাশার-তিশার নতুন রোমান্সের গল্প ‘বসন্ত বৌরি’ ওজন কমাতে সার্জারি, প্রাণ গেল মেক্সিকান ইনফ্লুয়েন্সারের ‘স্কুইড গেম’ অভিনেত্রী লি জু-শিল আর নেই বিচ্ছেদের পর ফের নতুন প্রেম খুঁজছেন মালাইকা অরোরা? দেশের প্রেক্ষাগৃহে ‘বলী’ আসছে ৭ ফেব্রুয়ারি হামলার পর প্রথমবার জনসমক্ষে সাইফ আলী খান অবশেষে প্রকাশ্যে এলো চিত্রনায়িকা পপির স্বামী-সন্তানসহ ছবি

হাজার হাজার আজিজ-বেনজীর তৈরি করেছে আওয়ামী লীগ : ফখরুল

  • আপলোড সময় : ৩০-০৫-২০২৪ ১২:১৬:০১ অপরাহ্ন
  • আপডেট সময় : ৩০-০৫-২০২৪ ১২:১৬:০১ অপরাহ্ন
হাজার হাজার আজিজ-বেনজীর তৈরি করেছে আওয়ামী লীগ : ফখরুল হাজার হাজার আজিজ-বেনজীর তৈরি করেছে আওয়ামী লীগ : ফখরুল
পুলিশ ও সেনাবাহিনীর সাবেক দুই প্রধান বেনজীর আহমেদ ও আজিজ আহমেদ এবং সরকারে ক্ষমতাসীন আওয়ামী লীগকে নিয়ে সমালোচনা করেছেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরদলটি হাজার হাজার আজিজ-বেনজীর তৈরি করেছে বলে তিনি মন্তব্য করেছেনগতকাল বুধবার রমনা ইঞ্জিনিয়ারিং ইনস্টিটিউট মিলনায়তনে অনুষ্ঠিত এক আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এ মন্তব্য করেনদলের প্রতিষ্ঠাতা জিয়াউর রহমানের ৪৩তম শাহাদৎ বার্ষিকী উপলক্ষে এ আলোচনা সভার আয়োজন করে বিএনপিবিএনপির মহাসচিব বলেন, একজন আজিজ, বেনজীর নয়, হাজার হাজার আজিজ-বেনজীর তৈরি করেছে আওয়ামী লীগবেনজীরকে মার্কিন নিষেধাজ্ঞা দেওয়ার পরও তাকে পুলিশ প্রধান বানিয়েছিল আওয়ামী লীগএরা বর্গিতে পরিণত হয়েছেটাকা পাচার করে দেশকে শূন্য করেছেলুটপাট, লুণ্ঠন করে সব শেষ করেছেএ দায় সরকারকেই নিতে হবেসভায় জিয়াউর রহমানকে নিয়ে আলোচনার সময় নিউইয়র্কের একটি সাপ্তাহিক পত্রিকা তথ্য তুলে ধরেন ফখরুলবলেন, শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের শাহাদাতের দিনে ঢাকার অলি গলি ছিল নীরব, নিথরপুরো দেশে নেমেছিল শোকের ছায়াযেদিন তার লাশ ঢাকায় আনা হয়েছিল, সেদিন সেনা সদস্যরা কোনো প্রোটোকল মানেনিতারা হুমড়ি খেয়ে পড়েছিলকান্নায় ভেঙে পড়েছিল সবাইএমনি দেখছি জানাজায় ইমামকে বলতে, ‘আল্লাহ বাংলাদেশকে রক্ষা করোআওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদেরের সমালোচনা করে ফখরুল বলেন, তিনি (কাদের) বলেছেন জিয়াউর রহমান বাকশালে যোগ দিয়েছিলেনএটি মিথ্যা কথাজিয়াউর রহমানকে একটি ফরম দিয়েছিলতিনি সেই ফরম ফাইলের নিচে ফেলার নির্দেশ দিয়েছিলেনসে সময় সরকারি সব কর্মকর্তা-কর্মচারীদের বাকশালে যোগ দেওয়া বাধ্য বাধকতা ছিল, কিন্তু তিনি যোগ দেননিতিনি জাতীয়তাবাদের নতুন ধারণা দিয়েছিলেনএটা একটা নতুন সূচনামুসলিম, হিন্দু, সব ধর্মের জাঁতি ঐক্যবদ্ধ করতে সব ভাষাভাষী মানুষের জন্য জাতীয়তাবাদ গড়ে ছিলেনসেটিরই পরিচয়, আমরা বাংলাদেশিআওয়ামী লীগের পুনর্জন্ম জিয়াউর রহমানের হাত ধরেই হয়েছিল মন্তব্য করে বিএনপির জ্যেষ্ঠ এ নেতা আরও বলেন, রাজনীতি হবে কৃষকের, শ্রমিকের জনতারতৃণমূল থেকে রাজনীতিতে উঠে আসবেজিয়াউর রহমানের কৃতিত্ব কখনো জাঁতি অস্বীকার করবে নাআওয়ামী লীগ আজ এই মহান নেতাকে খলনায়ক বানানোর চেষ্টা করেছেক্ষণজন্মা মানুষটিকে নিয়ে তারা উল্টাপাল্টা কথা বলেজনগণ সিদ্ধান্ত নেবে কে কার বিচার করবে’ - সরকারের উদ্দেশ্যে এ বাক্যটি উল্লেখ করে মির্জা ফখরুল বলেন, ইতোমধ্যে বিচার হয়েই গেছেনির্বাচন দেন না কেন? আমরা বলিনি, আমাদেরকে ক্ষমতায় বসিয়ে দাওআমরা বলি, নিরপেক্ষ নির্বাচন দাও, জনগণ সিদ্ধান্ত নেবেতারা জানে, নিরপেক্ষ নির্বাচন হয় তারা ১০ শতাংশ ভোটও পাবে নাএই দেশে সংসদীয় গণতন্ত্র চালু করেছিলেন বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়াতিনি জনগণের চাওয়াকে প্রাধান্য দিয়ে কেয়ারটেকার সরকার ব্যবস্থা চালু করেছিলেনতিনি আরও বলেন, বীরের যে আত্মত্যাগ ও মায়ের অশ্রুধারা কি বিফলে যাবে? নাআসুন আমরা সবাই বেরিয়ে পড়িযারা এ দেশের সংস্কৃতি দেশকে ধ্বংস করে, এই দানবদের পরাজিত করতে মানুষের অধিকার প্রতিষ্ঠিত করিসভায় বিএনপির স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাস বলেন, এই দেশটাকে রাঘব বোয়ালদের হাতে চলে যাচ্ছে, গিলে ফেলার চেষ্টা করা হচ্ছেএ দেশের গণতন্ত্র নস্যাৎ করা হচ্ছেএই অগণতান্ত্রিক সরকার যা করছে কোনোটিই দেশের পক্ষে যাচ্ছে নাতারা নিজের জন্য সব করে যাচ্ছেএ সরকার কখনো মানুষের মঙ্গল চায়নিএরা স্বাধীনতাও চায়নিআর্মি জিয়াউর রহমানই গণতন্ত্র প্রতিষ্ঠা করেছিলআর আওয়ামী লীগ সকল রাজনৈতিক দল নিষিদ্ধ করে বাকশাল কায়েম করেছিলনিষিদ্ধ হওয়া আওয়ামী লীগকে জিয়াউর রহমানই রাজনীতির করার সুযোগ করে দিয়েছিলঅথচ বাকশালে তারাই বিলুপ্ত হয়েছিলসভাপতির বক্তব্যে মেজর (অব.) হাফিজ উদ্দিন আহমেদ বলেন, আজ এই দেশ চোরের দেশসেনাবাহিনীর প্রধান আর পুলিশ প্রধান চোরএটাই হলো দেশমুক্তিযুদ্ধের সমস্ত স্বপ্ন ধূলিসাৎ করেছে আওয়ামী লীগসভায় বিএনপির প্রচার সম্পাদক শহীদ উদ্দিন চৌধুরী এ্যানীর সঞ্চালনা করেনআরও বক্তব্য দেন ড. মঈন খান, নজরুল ইসলাম খান, ভাইস চেয়ারম্যান আবদুল্লাহ আল নোমান, ডা. এজেডএম জাহিদ হোসেন, শামসুজ্জামান দুদু, ঢাকা মহানগর দক্ষিণ বিএনপির আহ্বায়ক আবদুস সালামউপস্থিতি ছিলেন ভাইস চেয়ারম্যান আবদুল আউয়াল মিন্টু, যুগ্ম মহাসচিব অ্যাডভোকেট সৈয়দ মোয়াজ্জেম হোসেন আলাল, যুবদলের সাধারণ সম্পাদক আবদুল মোনায়েম মুন্না, সিনিয়র সহসভাপতি মামুন হাসান, ছাত্রদলের সভাপতি রাকিবুল ইসলাম রাকিব, সাধারণ সম্পাদক নাছির উদ্দিন নাছির, চেয়ারপারসনের প্রেস উইং কর্মকর্তা শামসুদ্দিন দিদার, মিডিয়া সেলের সদস্য শায়রুল কবির খান প্রমুখ
 

নিউজটি আপডেট করেছেন : Dainik Janata

কমেন্ট বক্স