বরগুনা থেকে গোলাম হায়দার স্বপ্ন
বরগুনা জেলা বিএনপি অফিস ভাঙচুর ও অগ্নিযোগ মামলায় ১২ জন আইনজীবীর জামিন নামঞ্জুর করে জেল হাজতে প্রেরণর নির্দেশ দিয়েছে আদালত। মঙ্গলবার বরগুনার জেলা ও দায়রা জজ মো. সাইফুর রহমান এ আদেশ দিয়েছেন। আইনজীবীরা হলো, বরগুনা আইনজীবী সমিতির সাবেক সভাপতি মাহবুবুল বারি আসলাম, মো. মজিবর রহমান, মো. হুমায়ুন কবির, মো. নুরুল ইসলাম, মো. মজিবুল হক, হুমায়ুন কবির, পল্টু, জুনায়েত হোসেন জুয়েল, আবদুল্লাহ আল মামুন, ইমরান হোসাইন, সাইমুল ইসলাম রাব্বি, আবদুর রহমান জুয়েল ও আমিরুল ইসলাম মিলন। এ তথ্য নিশ্চিত করেছেন পাবলিক প্রসিকিউটর মো. নুরুল আমীন।
জানা যায়, বরগুনা জেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক এসএম নজরুল ইসলামের ছেলে এসএম নঈমুল ইসলাম ২০২৩ সালের ১৭ মার্চের ঘটনা দেখিয়ে দুই বছর পরে চলতি বছরের ৩০ এপ্রিল বরগুনা থানায় বিরুদ্ধে মামলা করেন। তিনি অভিযোগ করেন ওই দিন বেলা ১১ টায় বরগুনা জেলা আওয়ামী লীগের সভাপতি ও সাবেক মন্ত্রী ধীরেন্দ্র দেবনাথ শমভু, সাধারণ সম্পাদক মো: জাহাঙ্গীর কবীর, সাবেক এমপি গোলাম সরোয়ার টুকু, সাবেক এমপি শওকত হাচানুর রহমান রিমনের নেতৃত্বে ১৫৮ জন আওয়ামী লীগের নেতা কর্মীরা বরগুনা জেলা বিএনপি অফিস ভাঙচুর ও অগ্নিসংযোগ করে ৯ লাখ ৪৫ হাজার টাকার ক্ষতি করে।
আসামীরা হাইকোর্ট থেকে চলতি বছরের ২ জুলাই ৮ সপ্তাহের আগাম জামিন পেয়ে ২১ জুলাই বরগুনার জেলা ও দায়রা আদালতে জামানত নামা দাখিল করেন। হাইকার্টের জামিনের মেয়াদ শেষ হবার আগে ২৪ জুলাই আসামিরা আবার একই আদালতে হাজির হয়ে জামিনের আবেদন করেন। বিচারক নথি তলব দিয়ে জামিন শুনানীর জন্য রাখেন। গত মঙ্গলবার আসামিরা ওই আদালতে হাজির হয়ে জামিন শুনানী শেষে জামিন নামঞ্জুর করে ১২ জন আইনজীবীকে জেল হাজতে প্রেরণের নির্দেশ দেন। আসামি পক্ষের আইনজীবী মো. আবদুল মোতালেব মিয়া, মো. হাবিবুর রহমান বলেন, আমরা আবার একই আদালতে জামিনের আবেদন করব। আসামিরা কোর্ট অফিসার।
নিউজটি আপডেট করেছেন : Dainik Janata
