লক্ষ্মীপুর প্রতিনিধি
নোয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের একমাত্র সাহিত্য সংগঠন শব্দকুটির আয়োজিত নজরুল প্রয়াণ দিবস উপলক্ষে আবৃত্তি প্রতিযোগিতা-২০২৫ গত ১ সেপ্টেম্বর বিশ্ববিদ্যালয় বীর শ্রেষ্ঠ রুহুল আমিন অডিটোরিয়ামে অনুষ্ঠিত হয়। ইংরেজি বিভাগের সভাপতি অধ্যাপক ড. শিরিন আক্তারের সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন ভাইস চ্যান্সেলর অধ্যাপক ড. মুহাম্মদ ইসমাইল। অতিথি আলোচক হিসেবে নজরুলের স্বাতন্ত্র্য শীর্ষক প্রবন্ধ উপস্থাপন করেন লক্ষ্মীপুর জেলা সাহিত্য সংসদ এর সাধারণ সম্পাদক কবি ও প্রাবন্ধিক গাজী গিয়াস উদ্দিন। আলোচনায় অংশ নেন বিশ্ববিদ্যালয়ের বাংলা বিভাগের সহকারী অধ্যাপক সাদিকা রহমান তামান্না ও মুঞ্জু রানী দাস, অর্থনীতি বিভাগের সহকারী অধ্যাপক ফারিয়ান তাহরীম, ফলিত গণিত বিভাগের সহকারী অধ্যাপক আবদুল করিম। উপস্থাপনা করেন শব্দকুটির সাধারণ সম্পাদক আবৃত্তিকার মুজতবা ফয়সাল নাঈম ও আফিয়া আদিবা। গাজী গিয়াস উদ্দিনের সফর সঙ্গী হিসেবে অনুষ্ঠানে উপস্থিত ছিলেন লক্ষ্মীপুর জেলা সাহিত্য সংসদ এর বিশেষ সম্পাদক আবৃত্তিকার ফুয়াদ হাসান।
নিউজটি আপডেট করেছেন : Dainik Janata
