ঢাকা , রবিবার, ২৬ অক্টোবর ২০২৫ , ১০ কার্তিক ১৪৩২ বঙ্গাব্দ , ই-পেপার
সংবাদ শিরোনাম
ট্রেনের টিকিট বিক্রির নামে প্রতারণা নানা হিসাব-নিকাশে অন্তর্বর্তী সরকার দেড় মাসেও সন্ধান মেলেনি সাগরে মাছ ধরতে যাওয়া ১৮ জেলের জীবনযাত্রায় ভয়ানক চাপ নদী বাঁচলে পরিবেশও টিকে থাকবে -পরিবেশ উপদেষ্টা সচিবালয়ের ভবনগুলোতে পরিত্যক্ত মালামাল অপসারণের অনুরোধ চলন্ত অটোরিকশার পেছনে ঝুলে থাকা ব্যক্তিকে ছুরিকাঘাতের চেষ্টা, ভিডিও ভাইরাল গ্রেফতার বাবাকে ধরে কাঁদতে থাকা শিশুকে চড় খতিয়ে দেখছে পুলিশ নোয়াখালীতে ট্রলারবোঝাই ইউরিয়া সার জব্দ ঘরে ৩ বস্তা টাকা জমানো সেই ভিখারির মৃত্যু ‘রাজনৈতিক স্থিতিশীলতা ছাড়া অর্থনৈতিক অগ্রগতি সম্ভব নয়’ মায়ের দাফন নিয়ে দুই গ্রুপে সংঘর্ষে নিহত ১ তিন শতাধিক পুলিশ সদস্যকে ব্রেস্ট ক্যান্সার বিষয়ে প্রশিক্ষণ সরকারে প্রশ্নবিদ্ধ ব্যক্তিরা থাকলে সুষ্ঠু নির্বাচন সম্ভব নয়-আমীর খসরু বিএনপি ক্ষমতায় এলে শিক্ষা খাতকে সবচেয়ে বেশি গুরুত্ব দেয়া হবে-তারেক রহমান গৃহকর্মীদের অধিকার রক্ষায় রাজনৈতিক সদিচ্ছা জরুরি-শিরীন পারভিন বিদেশ থেকে খালি হাতে ফিরছে প্রতারণার শিকার কর্মীরা ফরিদপুরের ভাঙ্গায় বাস-ট্রাক সংঘর্ষে নিহত ২, আহত ৫ চেয়ারম্যানের ছেলেসহ হ্যাকার চক্রের তিন সদস্য গ্রেফতার সেনাবাহিনীর তত্ত্বাবধানে ভবদহে খনন শুরু

জনসম্পৃক্তহীন যারা তারাই পিআর পদ্ধতি চায় : এলডিপি মহাসচিব

  • আপলোড সময় : ০৪-০৯-২০২৫ ১২:১৯:২০ পূর্বাহ্ন
  • আপডেট সময় : ০৪-০৯-২০২৫ ১২:১৯:২০ পূর্বাহ্ন
জনসম্পৃক্তহীন যারা তারাই পিআর পদ্ধতি চায় : এলডিপি মহাসচিব
চান্দিনা (কুমিল্লা) থেকে ওসমান গনি
জনগণের সঙ্গে যেসব রাজনৈতিক দলের সম্পর্ক নেই, সে সব জনবিচ্ছিন্ন রাজনৈতিক দলগুলোই পিআর পদ্ধতিতে নির্বাচন চাচ্ছে বলে মন্তব্য করেছেন লিবারেল ডেমোক্রেটিক পার্টির (এলডিপি) মহাসচিব বীর মুক্তিযোদ্ধা ড. রেদোয়ান আহমেদ। গত ১ সেপ্টেম্বর বিকালে কুমিল্লার চান্দিনা উপজেলার নাওতলা আলিম মাদরাসা মাঠে মাধাইয়া ইউনিয়ন এলডিপির ত্রি-বার্ষিক সম্মেলনে প্রধান অতিথির বক্তব্যে এ কথা বলেন তিনি। রেদোয়ান আহমেদ বলেন, ‘পিআর পদ্ধতিতে নির্বাচন বাংলাদেশের জন্য অযৌক্তিক এবং আইনগতভাবে অগ্রহণযোগ্য। বাংলাদেশের মানুষ পিআর পদ্ধতি বুঝে না। আমাদের পার্শ্ববর্তী দেশ নেপালে এই পিআর পদ্ধতিতে নির্বাচনের ফলে ১০ বছরে ছয়বার সরকার বদল হয়েছে। নির্বাচনকে বিলম্বিত করতেই এসব দাবি তৈরি করা হচ্ছে, যা অযৌক্তিক। এসব বাদ নিয়ে সদ্যঘোষিত রোডম্যাপ অনুযায়ী নির্বাচনে অংশগ্রহণের জন্য সব রাজনৈতিক দলকে আহ্বান জানাই। অনুষ্ঠানে মাধাইয়া ইউনিয়ন এলডিপির সভাপতি সামাদ আড়তদারের সভাপতিত্বে ও চান্দিনা উপজেলা গণতান্ত্রিক যুবদলের সাংগঠনিক সম্পাদক মাহফুজুর রহমানের সঞ্চালনায় আরো উপস্থিত ছিলেন চান্দিনা উপজেলা এলডিপির সভাপতি এ কে এম শামছুল হক মাস্টার, কেন্দ্রীয় উপদেষ্টা অধ্যক্ষ আবুল কাশেম, উপজেলা এলডিপির সাধারণ সম্পাদক অধ্যক্ষ আবু তাহের, সাংগঠনিক সম্পাদক ও সাবেক চেয়ারম্যান শাহজাহান সিরাজ, বাতাঘাসী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান অ্যাডভোকেট সাদেকুর রহমান, উপজেলা গণতান্ত্রিক স্বেচ্ছাসেবক দলের সভাপতি সাখাওয়াত হোসেন সাক্কু, মাধাইয়া ইউনিয়ন গণতান্ত্রিক মহিলা দল সভাপতি তানজিনা আক্তার তিশা, সাধারণ সম্পাদক মেহেরুন নেছা মিম ও রেদোয়ান আহমেদ কলেজ পরিচালনা পর্ষদ সভাপতি সুলতান মঈন আহমেদ রবিন প্রমুখ।
 

নিউজটি আপডেট করেছেন : Dainik Janata

কমেন্ট বক্স
প্রতিবেদকের তথ্য