পাইকগাছা (খুলনা) প্রতিনিধি
পাইকগাছায় পরিবেশবাদী সংগঠণ বনবিবির উদ্যোগে বৃক্ষরোপন ও বিতারণ কর্মসূচি অব্যহত রয়েছে। পরিবেশের ভারসাম্য রক্ষায় গাছ লাগাই- পরিবেশ বাঁচাই এই প্রতিপাদ্যে ২ সেপ্টেম্বর মঙ্গলবার সকালে উপজেলার শ্রীকণ্ঠপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ে বৃক্ষরোপণ ও চারা বিতারণ করা হয়েছে।
বৃক্ষরোপণ ও চারা বিতারণ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন, পরিবেশবাদী সংগঠণ বনবিবির সভাপতি সাংবাদিক ও কলামিস্ট প্রকাশ ঘোষ বিধান, প্রেসক্লাব পাইকগাছার সাধারণ সম্পাদক এম জালাল উদ্দিন, শ্রীকণ্ঠপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক জয়া রানী দাশ, সহকারী শিক্ষক মো. আছাবুর রহমান, রুমানা সুলতানা, এম এম মনিরুজ্জামান, হালিমা খাতুন, কাকুলি পাল, বিপ্লব হরি, তমালিকা ভদ্র, সাংবাদিক আহম্মেদ আলী বাঁচা, আবুল কালাম আজাদ, রাজু আহম্মেদ, পরিবেশ কর্মী আলম গাজী ও বিদ্যালয়ের শিক্ষার্থীবৃন্দ। বিদ্যালয় চত্তরে আশফল, পেয়ারার চারা রোপণ ও বিতারণ করা হয়েছে।
পরিবেশের ভারসাম্য ও জীববৈচিত্র্য রক্ষার জন্য বৃক্ষের গুরুত্ব অপরিসীম। বর্ষাকালে বৃক্ষের চারা রোপণের উপযুক্ত সময়। এ সময় প্রচুর বৃষ্টি হয় এবং উর্বরা শক্তিবৃদ্ধি পায়। চারা শিকড় দ্রুত মাটিতে ছড়িয়ে পড়ে এবং খাবার তৈরিতে সক্ষম হয়। পরিবেশবাদী সংগঠন বনবিবির উদ্যোগে ভাদ্র মাস পর্যন্ত উপজেলার বিভিন্ন সড়কের পাশে এবং শিক্ষা প্রতিষ্ঠানে বৃক্ষ বিতারণ ও রোপণ কর্মসূচি অব্যাহত থাকবে।
নিউজটি আপডেট করেছেন : Dainik Janata
