গৌরনদী (বরিশাল) থেকে তরিকুল ইসলাম দিপু
প্রেস ইনস্টিটিউট অব বাংলাদেশ (পিআইবি)’র উদ্যোগে বরিশালের গৌরনদী ও আগৈলঝাড়া উপজেলার কর্মরত সাংবাদিকদের পেশাগত দক্ষতা বৃদ্ধি ও মান উন্নয়নের লক্ষ্যে তিন দিনের “মাল্টিমিডিয়া জার্নালিজম বিষয়ক প্রশিক্ষণের সমাপনী অনুষ্ঠান গত রোববার বিকেলে সমাপ্ত হয়েছে। সমাপনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে প্রশিক্ষণার্থীদের মাঝে সনদপত্র বিতরণ করেন প্রেস ইনস্টিটিউট অব বাংলাদেশ (পিআইবি)’র মহাপরিচালক ফারুক ওয়াসিফ।
এ সময় তিনি বলেন, নতুন বাংলাদেশে মব রাজত্ব চলছে। দেশ এখনো অস্থিতিশীল বিরাজ করছে। গত সরকারের আমলে যে দুর্নীতি হয়েছে তা বিগত ৫০ বছরেও সেই দুর্নীতি হয়নি। গত ১৫ বছরের দুর্নীতি খবর কোনো সাংবাদিক লেখেনি। গৌরনদী উপজেলা পরিষদ মিলনায়তনে গৌরনদী প্রেসক্লাবের আহ্বায়ক খোন্দকার মনিরুজ্জামান মনিরের সভাপতিত্বে বিশেষ অতিথি ছিলেন পিআইবি’র সহকারী প্রশিক্ষক জিলহাজ উদ্দিন নিপুন, জাতীয় প্রেসক্লাবের সদস্য খোন্দকার কাওছার হোসেন, গৌরনদী প্রেসক্লাবের প্যানেল আহ্বায়ক জহুরুল ইসলাম জহির, মাই টিভি প্রতিনিধি ও প্যানেল আহ্বায়ক মো. গিয়াস উদ্দিন মিয়া, আগৈলঝাড়া প্রেসক্লাবের সভাপতি মাহবুবুুল ইসলাম। শেষে পিআইবি’র মহাপরিচালক ফারুক ওয়াসিফ প্রশিক্ষণার্থী সাংবাদিকদের মধ্যে সনদপত্র বিতরণ করেন।
নিউজটি আপডেট করেছেন : Dainik Janata
