
রাজধানীতে পৃথক ছিনতাইয়ের ঘটনায় দু’জন আহত
- আপলোড সময় : ০৩-০৯-২০২৫ ১১:২৪:০২ পূর্বাহ্ন
- আপডেট সময় : ০৩-০৯-২০২৫ ১১:২৪:০২ পূর্বাহ্ন


রাজধানীতে পৃথক ছিনতাইয়ের ঘটনায় ছুরিকাঘাতে দুজন আহত হয়েছেন। গতকাল মঙ্গলবার ভোররাত থেকে ভোর পর্যন্ত এসব ঘটনা ঘটে। পরে আহতদের উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে চিকিৎসা দেওয়া হচ্ছে। গতকাল মঙ্গলবার ভোররাত ৪টার দিকে ধোলাইপাড় থেকে কাওরান বাজার যাওয়ার পথে পল্টন থানাধীন রাজউক ভবনের সামনে মাছভর্তি ভ্যানে হামলা চালায় ছিনতাইকারীরা।
আহত ভ্যানচালকের নাম জহিরুল। তিনি সায়েদাবাদ হুজুরবাড়ি এলাকায় ভাড়া বাসায় থাকেন। তাকে আহত অবস্থায় উদ্ধার করে হাসপাতালে নিয়ে আসা হাসিব জানান, পেছন থেকে আসা একটি পিকআপে থাকা তিন-চারজন ছিনতাইকারী জহিরুলের ভ্যান থামিয়ে মাছ ভর্তি ভ্যান ছিনিয়ে নেওয়ার চেষ্টা করে। এক পর্যায়ে তারা ভ্যানচালকের হাতে ও বুকে ছুরিকাঘাত করে ৫টি ইলিশ ভর্তি ককশিট নিয়ে যায়। পরে স্থানীয়রা তাকে উদ্ধার করে ভোর সাড়ে ৫টার দিকে ঢামেক হাসপাতালে ভর্তি করেন। প্রাথমিক চিকিৎসা নিয়ে তিনি হাসপাতাল ত্যাগ করেন। অন্যদিকে, গত সোমবার দিবাগত রাত সাড়ে ১২টার দিকে কলাবাগান থানাধীন গ্রীন রোডের ঢাকা টাওয়ারের সামনে গলির মুখে ছিনতাইকারীর ছুরিকাঘাতে গুরুতর আহত হন ফাহিম (২৩)। তিনি গাজীপুর সদর উপজেলার পোবাইল এলাকার মো. মাসুম বয়াতির ছেলে। বর্তমানে শনির আখড়ায় পরিবারের সঙ্গে থাকতেন। বাহক রাশেদুল ইসলাম জানান, ফাহিম বাসায় ফেরার পথে দুই ছিনতাইকারী তার পথরোধ করে মোবাইল ফোন ছিনিয়ে নেয়। এ সময় তারা ফাহিমের পেটে, বুকের ডান পাশে, কপালে ও ঘাড়ে ছুরিকাঘাত করে পালিয়ে যায়। পথচারীরা প্রথমে তাকে স্থানীয় একটি হাসপাতালে নিয়ে যায়। পরে রাত আড়াইটার দিকে উন্নত চিকিৎসার জন্য ঢামেক হাসপাতালের জরুরি বিভাগে ভর্তি করা হয়। ঢামেক হাসপাতাল পুলিশ ক্যাম্পের ইনচার্জ পরিদর্শক মো. ফারুক বলেন, পৃথক ছিনতাইয়ে আহত দুজনকে ঢামেকে আনা হয়েছে। তারা বর্তমানে চিকিৎসাধীন রয়েছেন।
নিউজটি আপডেট করেছেন : Dainik Janata
কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ