বর্তমান সময়ে পছন্দের তারকাকে কাছে পেলেই সেলফি তোলার জন্য ছুটে যান ভক্তরা। তবে এক্ষেত্রে এক ব্যতিক্রম ভক্তের দেখা পেলেন ছোট পর্দার অভিনেত্রী ফারিয়া শাহরিন। অনেক বছর পর এক ভক্তকে অটোগ্রাফ দিয়েছেন তিনি। ব্যতিক্রমী সেই অভিজ্ঞতার কথা গত সোমবার রাতে ফেসবুকে শেয়ার করেছেন এই অভিনেত্রী। স্ট্যাটাসে ফারিয়া লিখেছেন, অনেক বছর পর আজ আমি আড়ং-এর এক সেলসম্যান ভাইকে অটোগ্রাফ দিলাম। এই যুগে কেউ আর অটোগ্রাফ চায় না, সবাই শুধু সেলফি তোলে। কিন্তু উনি আলাদা, ভিন্নরকম। খুব সুন্দর করে হেসে জিজ্ঞেস করলেন-“আপু, ব্যাচেলর পয়েন্টে আর কাজ করবেন না??”তারপর বললেন-“আপনি আসলে খুব ভালো মানুষৃ”আহা! কী অপার মায়াৃ এই মায়াগুলোর জন্যই তো বেঁচে আছি। শপিং শেষে ফেরার পথে খুব ক্ষুধা লেগেছিল। দেখি, একটা দোকান বন্ধ হয়ে গেছে। আমি বললাম-“ভাই, এই বৃষ্টির মধ্যে এত কষ্ট করে আসলামৃ”আমাকে দেখে উনি হাসিমুখে দোকান খুলে দিলেন। বললেন-“আপু, কী খাবেন বলুন?”আহা! এ জীবনে আর কী লাগে? নিজের অনুভূতি প্রকাশ করে ফারিয়া আরও লিখেছেন, এই ছোট ছোট ভালোবাসা আর মায়াগুলোই আমার কাছে আকাশসম। জীবনে আমি অনেক কিছু হতে পারিনি, খুব বড় নায়িকা বা বড় অভিনেত্রী হতে পারিনি। কিন্তু মানুষের এই ভালোবাসা আমার কাছে আশীর্বাদ। আজ আমি যা হতে পেরেছি, তা-ই আমাকে ভরিয়ে দিয়েছে কৃতজ্ঞতায়। প্রসঙ্গত, ‘ব্যাচেলর পয়েন্ট’ নাটকে অভিনয়ের মাধ্যমে আলোচনায় আসেন ফারিয়া শাহরিন। বর্তমানে তিনি অভিনয়ের পাশাপাশি সামাজিক যোগাযোগমাধ্যমেও সক্রিয়।
 
                           
                           
নিউজটি আপডেট করেছেন : Dainik Janata
                            
                       
    
                            
                        ভক্ত অটোগ্রাফ চাওয়ায় আবেগাপ্লুত হয়ে পড়লেন ফারিয়া
- আপলোড সময় : ০২-০৯-২০২৫ ০৮:০৭:৪১ অপরাহ্ন
 - আপডেট সময় : ০২-০৯-২০২৫ ০৮:০৭:৪১ অপরাহ্ন
 
                                  
                     
                            
                            
                             কমেন্ট বক্স 
                            
 
                          
                       
                        
                                      সর্বশেষ সংবাদ
                                
                                
 
 বিনোদন ডেস্ক