
ডাকসু নিয়ে কোনো ধরনের টালবাহানা চলবে না : ছাত্রদল
- আপলোড সময় : ০২-০৯-২০২৫ ০৫:২৭:৫৩ অপরাহ্ন
- আপডেট সময় : ০২-০৯-২০২৫ ০৫:২৭:৫৩ অপরাহ্ন


ঢাকা বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় ছাত্র সংসদ নির্বাচন নিয়ে কোনো ধরনের টালবাহানা চলবে না বলে জানিয়েছেন ছাত্রদলের ঢাকা বিশ্ববিদ্যালয়ের সভাপতি গণেশ চন্দ্র রায় সাহস। গতকাল সোমবার ডাকসু নির্বাচন পেছানোর সিদ্ধান্তের প্রতিবাদে মিছিল শেষে অপরাজেয় বাংলার সামনে সমাবেশে তিনি এ কথা বলেন। গণেশ বলেন, ঢাকা বিশ্ববিদ্যালয় প্রশাসনকে আমরা সর্বজনগৃহীত মনে করেছি। ৫ আগস্টের পর একের পর এক ব্যর্থতার জন্য ডাকসু হাইকোর্ট দ্বারা স্থগিত হয়েছে। তিনি বলেন, নির্বাচনী প্রচারণার কয়েকদিন পর আমরা একটি ধাক্কা খেলাম। বিশ্ববিদ্যালয় প্রশাসনের বালখিল্য আচরণের কারণে এটা হয়েছে। প্রশাসনের গাফিলতি আচরণের কারণে আমাদের রাজপথে দাড়াতে হলো। এদিকে বিশ্ববিদ্যালয় প্রশাসন বলছে, ডাকসু নির্বাচন হতে কোনো বাধা নেই। বিশ্ববিদ্যালয় প্রশাসনের বিজ্ঞপ্তিতে বলা হয়, ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (ডাকসু) নির্বাচনের প্রক্রিয়া ও চূড়ান্ত ভোটার তালিকা সংক্রান্ত হাইকোর্টের দেওয়া আদেশ স্থগিত করেছেন আপিল বিভাগের চেম্বার আদালত। গতকাল সোমবার ঢাকা বিশ্ববিদ্যালয়ের আইনজীবী অ্যাডভোকেট শিশির মনিরের আবেদনের পরিপ্রেক্ষিতে এ আদেশ দেন চেম্বার আদালত। এর ফলে আগামী ৯ সেপ্টেম্বর ডাকসু নির্বাচন হতে আর কোনো বাধা নেই। ঢাকা বিশ্ববিদ্যালয় প্রশাসন সুষ্ঠু, স্বচ্ছ ও অংশগ্রহণমূলক ডাকসু নির্বাচন আয়োজনের বিষয়ে বদ্ধপরিকর বলেও বিজ্ঞপ্তিতে জানানো হয়।
নিউজটি আপডেট করেছেন : Dainik Janata
কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ