ঢাকা , রবিবার, ৩১ অগাস্ট ২০২৫ , ১৫ ভাদ্র ১৪৩২ বঙ্গাব্দ , ই-পেপার
সংবাদ শিরোনাম
নুরের ওপর হামলার প্রতিবাদে দেশজুড়ে বিক্ষোভ নুরের ওপর হামলা গভীর ষড়যন্ত্র ও চক্রান্তের অংশ- অ্যাটর্নি জেনারেল একটি গোষ্ঠী নির্বাচন বানচালের ষড়যন্ত্র করছে নুরের ওপর হামলায় জড়িত কেউ রেহাই পাবে না সাত বছর পর চীন সফরে গেলেন নরেন্দ্র মোদি অন্তর্ভুক্তিমূলক নিরাপদ বাংলাদেশ গড়তে বিএনপি বদ্ধপরিকর- তারেক রহমান অদৃশ্য অরাজকতায় ষড়যন্ত্রের আভাস পোরশায় সবজি বাজারে ঊর্ধ্বগতি, কিনতে ক্রেতাদের পকেট খালি ধানের প্রকৃত নামেই চাল বাজারজাত করতে হবে গোমস্তাপুরে হাঁস পালন করে ভাগ্য পরিবর্তন, তরুণদের অনুপ্রেরণা শরিফুল ইসলাম গোমস্তাপুরে বারোমাসি আম চাষে সাফল্যের গল্প নির্বাচনী রোডম্যাপ নিয়ে দু-একটি দল ধোঁয়াশা সৃষ্টি করছে-সালাহউদ্দিন আহমদ ত্রয়োদশ সংসদ নির্বাচনকে সবচেয়ে ঝুঁকিপূর্ণ হিসেবে দেখছে ইসি রোডম্যাপ ঘোষণা সুষ্ঠু নির্বাচন ভন্ডুলের নীল নকশা-তাহের আদালতের প্রতি ‘আস্থা’ নেই বলে জামিন চাননি লতিফ সিদ্দিকী বিচার-সংস্কার নির্বাচনের মুখোমুখি গ্রহণযোগ্য নয়-সাকি তথ্য ক্যাডারে অসন্তোষ হতাশা সিনিয়রদের নির্বাচন না হলে জাতি ক্ষতিগ্রস্ত হবে-মির্জা ফখরুল আমরা পুরোনো রাজনৈতিক ব্যবস্থায় ফিরতে চাই না : পররাষ্ট্র উপদেষ্টা নির্বাচনী রোডম্যাপ নিয়ে রাজনৈতিক দলগুলোর মধ্যে মতবিরোধ

তথ্য গোপন করে দুই ভাইয়ের সম্পত্তি আত্মসাত

  • আপলোড সময় : ৩০-০৫-২০২৪ ১১:৪৫:৪৮ পূর্বাহ্ন
  • আপডেট সময় : ৩০-০৫-২০২৪ ১১:৪৫:৪৮ পূর্বাহ্ন
তথ্য গোপন করে দুই ভাইয়ের সম্পত্তি আত্মসাত তথ্য গোপন করে দুই ভাইয়ের সম্পত্তি আত্মসাত
শরীয়তপুর থেকে নুরুজ্জামান শেখ
শরীয়তপুরে সহোদর দুই ভাইকে অস্বীকার করে এবং তথ্য গোপন করে অপর  তিন ভাই তাদের পিতার মৃত্যুর পর  নামজারির মাধ্যমে পুরো সম্পত্তি আত্মসাৎ করেনতারা হলেন, কাশেম বেপারী, জয়নাল বেপারী এবং আয়নাল বেপারী
সরেজমিন ঘুরে এবং স্থানীয়  সূত্রে জানা গেছে, শরীয়তপুর সদর উপজেলার পালং ইউনিয়নের ৪১ নং কুরাশি মৌজায় স্থায়ীভাবে বসবাসরত হযরত আলী বেপারী সংসার জীবনে তৃতীয় বিবাহ করেনসংসার জীবনে তিন স্ত্রীর ঘরে ওরসজাত সন্তান হিসেবে জন্মগ্রহণ করেন পাঁচ ছেলে এবং দুই মেয়েহযরত আলীর বেপারীর পাঁচ ছেলের মধ্যে হাসেম বেপারী এবং দলিল উদ্দিন বেপারী সংসারের অভাবের কারণে ঢাকায় গিয়ে পাড়ি জমান এবং জীবিকা নির্বাহ  করেনপিতা হযরত আলী বেপারীর মৃত্যুর পর গ্রামে বসবাসরত কাশেম বেপারীজয়নাল ব্যাপারী ও আয়নাল  বেপারী ঢাকায় বসবাসরত দুই ভাইকে অস্বীকার করে  পালং ইউনিয়নের ১ নং ওয়ার্ডের তৎকালীন মেম্বার আনোয়ার চৌকিদারের মাধ্যমে বিপুল অর্থের ঘুষের বিনিময়ে পালং ইউনিয়ন থেকে একটি ওয়ারিশ সার্টিফিকেট তৈরি করেনতখন পালং ইউনিয়নের চেয়ারম্যান ছিলেন গগন  খাঁপিতা হযরত আলী বেপারীর মৃত্যুর পর  কাশেম বেপারী, জয়নাল বেপারী এবং আয়নাল ব্যাপারী ওয়ারিশ সার্টিফিকেটের মাধ্যমে পালং ইউনিয়ন ভূমি অফিস থেকে ৪১নং কুরাশি মৌজার ২৯৪  নং খতিয়ানের ১.১৯ একর সম্পত্তি তাদের নামে নাম জারি করেনঢাকায়  বসবাসরত হাসেম বেপারী এবং  দলিল উদ্দিন বেপারী ২০০৮ সালে পালং এসিল্যান্ড অফিসে নামজারি বাতিলের আবেদন করেননামজারি বাতিলের পরিপ্রেক্ষিতে সরজমিনের তদন্ত প্রতিবেদন  তখনকার উপজেলা নির্বাহী কর্মকর্তা তপন কুমার সাহা বাদীর পক্ষে দেন২০০৮ সালে তদন্ত প্রতিবেদনে সাক্ষী দেন জমি আত্মসাৎ কারি বিবাদীপক্ষ কাশেম বেপারী  ও স্থানীয় মুরুব্বী আনিস উদ্দিন  মুন্সি সহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গদলিল উদ্দিন বেপারীর মৃত্যুর পর ওয়ারিশ সূত্রে তার স্ত্রী এবং তার ছেলেমেয়েরা ভূমি রাজস্ব বিভাগে উকিলের মাধ্যমে নামজারি বাতিলের আবেদন করেনআবেদনের পরিপ্রেক্ষিতে পালং ভূমি অফিস এবং এসিল্যান্ড অফিসের মাধ্যমে সঠিক তদন্ত প্রতিবেদন দেয়া হয়তদন্ত প্রতিবেদনের পর মামলা নাম্বার দেওয়া হয়েছেমামলা নং  ১৩৬/২৩-২৪
মামলার বাদী পক্ষের উকিল গণমাধ্যমকে বলেন, এই মামলার প্রথম তারিখে বিবাদী পক্ষ উপস্থিত ছিলেন নাপরবর্তী তারিখ ২০/৫/২০২৪ কিন্তু উপজেলা নির্বাচনের কারণে ২৩ তারিখ পর্যন্ত শুনানি  বন্ধা দেয়া হয়পরবর্তীতে আমি জানতে পারলাম বিবাদী পক্ষের না রাজি মঞ্জুর করেনএবং পুনরায় তদন্ত প্রতিবেদন চাওয়া হয়েছে এমনকি পরবর্তী তারিখ দেড় মাসের মাথায় ফালানো হয়েছেএইসব বিষয়ে আমি কিছুই জানিনাআমার বিবাদী পক্ষের উকিল  আমাকে সিন  করে নাইজেলা প্রশাসক কার্যালয়ের ভূমি রাজস্ব বিভাগের কিছু অসাধু কর্মচারীর কারণে সঠিক বিচার এবং অধিকার আদায় ব্যর্থ হয়পালং ইউনিয়নের সাবেক চেয়ারম্যান গগন খাঁ গণমাধ্যমকে বলেন, ওই ওয়ার্ডের মেম্বার  আনোয়ার চৌকিদার কারো নাম বাদ দিয়ে যদি আমার কাছ থেকে ওয়ারিশ সার্টিফিকেট নিয়ে থাকে সেই দায়দায়িত্ব তার, আমার নামামলার বাদী দুলাল বেপারী গণমাধ্যমকে বলেন, আমার বাবার মৃত্যুর পর ওয়ারিশ সূত্রে ওঢ-চ-ও-১৬০১/২০০৭-২০০৮ নং নামজারি বাতিলের মামলা করিমামলা করায় বিবাদীপক্ষ আমার চাচারা প্রতিনিয়ত বিভিন্ন ভয়ভীতি এবং প্রাণ নাশের হুমকি দিচ্ছে এমনকি মামলা থেকে সরে যাওয়ার জন্য  বিভিন্ন পাঁয়তারা চালাচ্ছে। 
 

নিউজটি আপডেট করেছেন : Dainik Janata

কমেন্ট বক্স
প্রতিবেদকের তথ্য