ঢাকা , শুক্রবার, ০৪ এপ্রিল ২০২৫ , ২১ চৈত্র ১৪৩১ বঙ্গাব্দ , ই-পেপার
সংবাদ শিরোনাম
ঈদের আগে বেতন-বোনাস পেয়ে স্বস্তিতে সাড়ে ৩ লাখ এমপিওভুক্ত শিক্ষক ঈদযাত্রায় সদরঘাটে চিরচেনা ভিড় মিয়ানমারে ভূমিকম্পে শতাধিক মানুষের মৃত্যুর আশঙ্কা রোহিঙ্গা প্রত্যাবাসনে সহায়তা অব্যাহত রাখার অঙ্গীকার চীনের ব্যাপক আকারে চীনের বিনিয়োগ আসবে, আশা প্রেস সচিবের নদী ও পানি ব্যবস্থাপনায় বেইজিংয়ের কাছে ‘মাস্টারপ্ল্যান’ চায় ঢাকা ঢাকা-বেইজিংয়ের মধ্যে ৯ চুক্তি ও সমঝোতা স্মারক সই ডাকাতি বৃদ্ধিতে উদ্বেগ নিরাপত্তা দাবি স্বর্ণ ব্যবসায়ীদের সুনামগঞ্জে বালু উত্তোলন নিয়ে দুই গ্রামবাসীর সংঘর্ষ আহত ৬ নব্বইয়ের গণঅভ্যুত্থান সংস্কারের কথা বলেও পরে কথা রাখেনি- নাহিদ ঈদে ফিরতি যাত্রায় ৮ এপ্রিলের টিকিট মিলবে আজ মিয়ানমারে দু’দফা শক্তিশালী ভূমিকম্পে কাঁপল বাংলাদেশও পানি সঙ্কটে উত্তরাঞ্চলের কৃষি বাংলাদেশে কারখানা স্থানান্তরে সহায়তা করবে চীনা এক্সিম ব্যাংক ভারত থেকে কেনা হবে আরও ৫০ হাজার টন চাল ঈদযাত্রা নির্বিঘ্নে তিন স্তরের নিরাপত্তা ২৬ দিনে রেমিট্যান্স এলো প্রায় ৩ বিলিয়ন ডলার ঈদের ছুটি দীর্ঘ হলেও অর্থনীতিতে স্থবিরতা আসবে না-অর্থ উপদেষ্টা মিয়ানমারে সশস্ত্র যুদ্ধের প্রস্তুতি নিচ্ছে রোহিঙ্গারা নাড়ির টানে ছুটছে মানুষ রাজধানীতে তীব্র যানজট

তথ্য গোপন করে দুই ভাইয়ের সম্পত্তি আত্মসাত

  • আপলোড সময় : ৩০-০৫-২০২৪ ১১:৪৫:৪৮ পূর্বাহ্ন
  • আপডেট সময় : ৩০-০৫-২০২৪ ১১:৪৫:৪৮ পূর্বাহ্ন
তথ্য গোপন করে দুই ভাইয়ের সম্পত্তি আত্মসাত তথ্য গোপন করে দুই ভাইয়ের সম্পত্তি আত্মসাত
শরীয়তপুর থেকে নুরুজ্জামান শেখ
শরীয়তপুরে সহোদর দুই ভাইকে অস্বীকার করে এবং তথ্য গোপন করে অপর  তিন ভাই তাদের পিতার মৃত্যুর পর  নামজারির মাধ্যমে পুরো সম্পত্তি আত্মসাৎ করেনতারা হলেন, কাশেম বেপারী, জয়নাল বেপারী এবং আয়নাল বেপারী
সরেজমিন ঘুরে এবং স্থানীয়  সূত্রে জানা গেছে, শরীয়তপুর সদর উপজেলার পালং ইউনিয়নের ৪১ নং কুরাশি মৌজায় স্থায়ীভাবে বসবাসরত হযরত আলী বেপারী সংসার জীবনে তৃতীয় বিবাহ করেনসংসার জীবনে তিন স্ত্রীর ঘরে ওরসজাত সন্তান হিসেবে জন্মগ্রহণ করেন পাঁচ ছেলে এবং দুই মেয়েহযরত আলীর বেপারীর পাঁচ ছেলের মধ্যে হাসেম বেপারী এবং দলিল উদ্দিন বেপারী সংসারের অভাবের কারণে ঢাকায় গিয়ে পাড়ি জমান এবং জীবিকা নির্বাহ  করেনপিতা হযরত আলী বেপারীর মৃত্যুর পর গ্রামে বসবাসরত কাশেম বেপারীজয়নাল ব্যাপারী ও আয়নাল  বেপারী ঢাকায় বসবাসরত দুই ভাইকে অস্বীকার করে  পালং ইউনিয়নের ১ নং ওয়ার্ডের তৎকালীন মেম্বার আনোয়ার চৌকিদারের মাধ্যমে বিপুল অর্থের ঘুষের বিনিময়ে পালং ইউনিয়ন থেকে একটি ওয়ারিশ সার্টিফিকেট তৈরি করেনতখন পালং ইউনিয়নের চেয়ারম্যান ছিলেন গগন  খাঁপিতা হযরত আলী বেপারীর মৃত্যুর পর  কাশেম বেপারী, জয়নাল বেপারী এবং আয়নাল ব্যাপারী ওয়ারিশ সার্টিফিকেটের মাধ্যমে পালং ইউনিয়ন ভূমি অফিস থেকে ৪১নং কুরাশি মৌজার ২৯৪  নং খতিয়ানের ১.১৯ একর সম্পত্তি তাদের নামে নাম জারি করেনঢাকায়  বসবাসরত হাসেম বেপারী এবং  দলিল উদ্দিন বেপারী ২০০৮ সালে পালং এসিল্যান্ড অফিসে নামজারি বাতিলের আবেদন করেননামজারি বাতিলের পরিপ্রেক্ষিতে সরজমিনের তদন্ত প্রতিবেদন  তখনকার উপজেলা নির্বাহী কর্মকর্তা তপন কুমার সাহা বাদীর পক্ষে দেন২০০৮ সালে তদন্ত প্রতিবেদনে সাক্ষী দেন জমি আত্মসাৎ কারি বিবাদীপক্ষ কাশেম বেপারী  ও স্থানীয় মুরুব্বী আনিস উদ্দিন  মুন্সি সহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গদলিল উদ্দিন বেপারীর মৃত্যুর পর ওয়ারিশ সূত্রে তার স্ত্রী এবং তার ছেলেমেয়েরা ভূমি রাজস্ব বিভাগে উকিলের মাধ্যমে নামজারি বাতিলের আবেদন করেনআবেদনের পরিপ্রেক্ষিতে পালং ভূমি অফিস এবং এসিল্যান্ড অফিসের মাধ্যমে সঠিক তদন্ত প্রতিবেদন দেয়া হয়তদন্ত প্রতিবেদনের পর মামলা নাম্বার দেওয়া হয়েছেমামলা নং  ১৩৬/২৩-২৪
মামলার বাদী পক্ষের উকিল গণমাধ্যমকে বলেন, এই মামলার প্রথম তারিখে বিবাদী পক্ষ উপস্থিত ছিলেন নাপরবর্তী তারিখ ২০/৫/২০২৪ কিন্তু উপজেলা নির্বাচনের কারণে ২৩ তারিখ পর্যন্ত শুনানি  বন্ধা দেয়া হয়পরবর্তীতে আমি জানতে পারলাম বিবাদী পক্ষের না রাজি মঞ্জুর করেনএবং পুনরায় তদন্ত প্রতিবেদন চাওয়া হয়েছে এমনকি পরবর্তী তারিখ দেড় মাসের মাথায় ফালানো হয়েছেএইসব বিষয়ে আমি কিছুই জানিনাআমার বিবাদী পক্ষের উকিল  আমাকে সিন  করে নাইজেলা প্রশাসক কার্যালয়ের ভূমি রাজস্ব বিভাগের কিছু অসাধু কর্মচারীর কারণে সঠিক বিচার এবং অধিকার আদায় ব্যর্থ হয়পালং ইউনিয়নের সাবেক চেয়ারম্যান গগন খাঁ গণমাধ্যমকে বলেন, ওই ওয়ার্ডের মেম্বার  আনোয়ার চৌকিদার কারো নাম বাদ দিয়ে যদি আমার কাছ থেকে ওয়ারিশ সার্টিফিকেট নিয়ে থাকে সেই দায়দায়িত্ব তার, আমার নামামলার বাদী দুলাল বেপারী গণমাধ্যমকে বলেন, আমার বাবার মৃত্যুর পর ওয়ারিশ সূত্রে ওঢ-চ-ও-১৬০১/২০০৭-২০০৮ নং নামজারি বাতিলের মামলা করিমামলা করায় বিবাদীপক্ষ আমার চাচারা প্রতিনিয়ত বিভিন্ন ভয়ভীতি এবং প্রাণ নাশের হুমকি দিচ্ছে এমনকি মামলা থেকে সরে যাওয়ার জন্য  বিভিন্ন পাঁয়তারা চালাচ্ছে। 
 

নিউজটি আপডেট করেছেন : Dainik Janata

কমেন্ট বক্স
প্রতিবেদকের তথ্য

সর্বশেষ সংবাদ