ঢাকা , মঙ্গলবার, ০২ সেপ্টেম্বর ২০২৫ , ১৮ ভাদ্র ১৪৩২ বঙ্গাব্দ , ই-পেপার
সংবাদ শিরোনাম
এবার ভূতের চরিত্রে দেখা যাবে রাশমিকাকে পুরুষদের প্রতি যে অনুরোধ করলেন তামান্না আইনি জটিলতায় জড়ালেন সুহানা যদি অপরাধী হতাম তাহলে চুপচাপ থাকতাম: জয় ভক্ত অটোগ্রাফ চাওয়ায় আবেগাপ্লুত হয়ে পড়লেন ফারিয়া ছেলেকে স্কুলে ভর্তি করাতে সিঙ্গাপুরে যাচ্ছেন অপু-শাকিব নিজের অভিনীত সিনেমা দেখে আবেগে কেঁদে দিলেন ‘দ্য রক’ জটিল রোগে ভুগছেন জাংকুক সরকারের ওপর চাপ বেড়েছে ঋণ পরিশোধের কোনো ব্লেম নিতে রাজি নই শেষ পর্যন্ত যুদ্ধ করবো-সিইসি ফরিদপুরের সালথায় পারিবারিক কলহের জেরে স্ত্রীকে পিটিয়ে হত্যা: স্বামী আটক ছড়িয়ে পড়া গুজবে কান না দিতে প্রধান উপদেষ্টার প্রতি সেনাপ্রধানের আহ্বান অন্তর্বর্তী সরকার কি পথ হারিয়েছে প্রশ্ন দেবপ্রিয় ভট্টাচার্যের হাইকোর্টের আদেশ স্থগিত ডাকসু নির্বাচনে বাধা নেই তিন প্যানেলের ইশতেহার ঘোষণা সবারই প্রতিশ্রুতি নারীবান্ধব ক্যাম্পাস ডাকসু নিয়ে কোনো ধরনের টালবাহানা চলবে না : ছাত্রদল হলত্যাগের নির্দেশনা প্রত্যাখ্যান করে বাকৃবিতে শিক্ষার্থীদের বিক্ষোভ ট্রাম্পের নেতৃত্বে মার্কিন প্রভাব: চ্যালেঞ্জ ও অনিশ্চয়তা ডেঙ্গু আক্রান্তের সংখ্যা ৩২ হাজার ছাড়ালো আফগানিস্তানে ভয়াবহ ভূমিকম্প প্রাণহানি ছাড়ালো ৮০০ আহত ২৫০০

টঙ্গীতে বিএনপি’র ৪৭তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে বিক্ষোভ সমাবেশ

  • আপলোড সময় : ০২-০৯-২০২৫ ১১:২৪:৫০ পূর্বাহ্ন
  • আপডেট সময় : ০২-০৯-২০২৫ ১১:২৪:৫০ পূর্বাহ্ন
টঙ্গীতে বিএনপি’র ৪৭তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে বিক্ষোভ সমাবেশ
টঙ্গী থেকে দেওয়ান রফিকুল ইসলাম মাখন টঙ্গীতে বিএনপি’র ৪৭তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে গতকাল সোমবার গাজীপুর মহানগর ১০টি ওয়ার্ডে টঙ্গীর বিভিন্ন স্থানে বিক্ষোভ সমাবেশ ও মিছিল বের করা হয়েছে। মিছিল শুরুর হয়েছে সকাল ১১টার দিকে। মিছিলটি টঙ্গী বাজার হয়ে ঢাকা-ময়মনসিংহ মহাসড়ক প্রদক্ষিই করে। এই মিছিলে নেতৃত¦ দেন টঙ্গী থানার বিএনপি’র সভাপতি জাতীয় সংসদ-৬ আসনের এমপি পদপ্রার্থী সরকার জাবেদ আহমেদ সুমন। এই মিছিলে প্রায় ৫ হাজার লোকের সমাবেশ ঘটে। এই সমাবেশে বক্তব্য রাখেন-গাজীপুর-৬ আসনের এমপি প্রার্থী সরকার জাবেদ আহমেদ সুমন। তিনি পথসভায় বলেন, বিএনপি’র ৪৭তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন উপলক্ষে গণতন্ত্রকামী জনগই বারবার প্রতিবার দেশ এবং জনগইের অধিকার রক্ষায় বিএনপি’র নেতৃত্বে ঘুরে দাঁড়িয়েছে। প্রতিষ্ঠাবার্ষিকীর এই শুভলগ্নে দেশের গণতন্ত্রকামী জনগণকে আন্তরিক অভিনন্দন জানায়। গণতন্ত্রকামী স্বাধীনতাপ্রিয় জনগণ আপনারাই বিএনপি’র সকল রাজনৈতিক ক্ষমতার উৎস। স্বৈরাচারবিরোধী বাংলাদেশ ৯০-এর স্বৈরাচারবিরোধী বাংলাদেশ ২০২৪ এর ফ্যাসিবাদী বিরোধী বাংলাদেশ, এইভাবে ইতিহাসের প্রতিটি প্রতিষ্ঠায় বিএনপি’র এবং গণতন্ত্রের পক্ষে শক্তি নেতাকর্মী সমর্থক যারা আত্মত্যাগ করেছেন, হতাহত হয়েছেন, বিএনপি’র প্রতিষ্ঠাবার্ষিকী এই ঐতিহাসিক মুহূর্তে আমি তাদের অবদানকেও কৃতজ্ঞতার সঙ্গে স্মরণ করছি। অপরদিকে ৫৭নং ওয়ার্ড বিএনপি অঙ্গসংগঠনের উদ্যোগে টঙ্গী হাজী মাজার ইউনিট বিএনপি’র নেতা মো. শাহাবুদ্দিনের নেতৃত্বে মো. নুরু মিয়া, মো. ফিরোজ মিয়া, মো. নাজু মিয়া, মো. নজু মিয়া, মো. নজরুল ইসলাম, মো. আলকাস মিয়া, মো. মামুনুর রহমান মামুনের নেতৃত্বে প্রায় ৫০০ (পাঁচশ) নেতাকর্মী নিয়ে একটি বিক্ষোভ র‌্যালি বের করে। এই র‌্যালিটি ঢাকা-ময়মনসিংহ মহাসড়ক হয়ে টঙ্গী স্টেশন চৌত্বর ঘুরে পুনরায় টঙ্গী বাজার ফ্লাইওভার ব্রিজে এসে শেষ হয়। এই সময় বক্তব্য রাখেন-বিএনপি নেতা শাহাবুদ্দিন। এছাড়াও টঙ্গী আমতলী, চেরাগাআলী, নতুন বাজার, সাতাইশ, চৌরাস্তাসহ অন্যান্য এলাকায় বিএনপি’র উদ্যোগে মিছিল করতে দেখা যায়। এই মিছিলে গার্মেন্টস শ্রমিক নেতাকর্মী মিছিলে অংশগ্রহণ করেন।

নিউজটি আপডেট করেছেন : Dainik Janata

কমেন্ট বক্স
প্রতিবেদকের তথ্য