ঢাকা , বুধবার, ০৩ সেপ্টেম্বর ২০২৫ , ১৯ ভাদ্র ১৪৩২ বঙ্গাব্দ , ই-পেপার
সংবাদ শিরোনাম
কেরানীগঞ্জ-৩: পলকে থামানো মানে তৃণমূলকে থামানো এবার ভূতের চরিত্রে দেখা যাবে রাশমিকাকে পুরুষদের প্রতি যে অনুরোধ করলেন তামান্না আইনি জটিলতায় জড়ালেন সুহানা যদি অপরাধী হতাম তাহলে চুপচাপ থাকতাম: জয় ভক্ত অটোগ্রাফ চাওয়ায় আবেগাপ্লুত হয়ে পড়লেন ফারিয়া ছেলেকে স্কুলে ভর্তি করাতে সিঙ্গাপুরে যাচ্ছেন অপু-শাকিব নিজের অভিনীত সিনেমা দেখে আবেগে কেঁদে দিলেন ‘দ্য রক’ জটিল রোগে ভুগছেন জাংকুক সরকারের ওপর চাপ বেড়েছে ঋণ পরিশোধের কোনো ব্লেম নিতে রাজি নই শেষ পর্যন্ত যুদ্ধ করবো-সিইসি ফরিদপুরের সালথায় পারিবারিক কলহের জেরে স্ত্রীকে পিটিয়ে হত্যা: স্বামী আটক ছড়িয়ে পড়া গুজবে কান না দিতে প্রধান উপদেষ্টার প্রতি সেনাপ্রধানের আহ্বান অন্তর্বর্তী সরকার কি পথ হারিয়েছে প্রশ্ন দেবপ্রিয় ভট্টাচার্যের হাইকোর্টের আদেশ স্থগিত ডাকসু নির্বাচনে বাধা নেই তিন প্যানেলের ইশতেহার ঘোষণা সবারই প্রতিশ্রুতি নারীবান্ধব ক্যাম্পাস ডাকসু নিয়ে কোনো ধরনের টালবাহানা চলবে না : ছাত্রদল হলত্যাগের নির্দেশনা প্রত্যাখ্যান করে বাকৃবিতে শিক্ষার্থীদের বিক্ষোভ ট্রাম্পের নেতৃত্বে মার্কিন প্রভাব: চ্যালেঞ্জ ও অনিশ্চয়তা ডেঙ্গু আক্রান্তের সংখ্যা ৩২ হাজার ছাড়ালো

ফাইনাল হেরে কর্মকর্তার মুখে থুতু দিলেন সুয়ারেজ!

  • আপলোড সময় : ০১-০৯-২০২৫ ০৮:২৪:২১ অপরাহ্ন
  • আপডেট সময় : ০১-০৯-২০২৫ ০৮:২৪:২১ অপরাহ্ন
ফাইনাল হেরে কর্মকর্তার মুখে থুতু দিলেন সুয়ারেজ!
লুইস সুয়ারেজের বয়স বাড়লেও রাগ নিয়ন্ত্রণ করতে শেখেননি। ফুটবল ইতিহাসে কামড়কাণ্ডে সমালোচিত এক সুয়ারেজ। আবারও তিনি আলোচনায়। এবার প্রতিপক্ষের কোচকে থুতু মেরে। বাংলাদেশ সময় গতকাল সোমবার সকালে লিগস কাপের ফাইনালে তিনি এমন কাণ্ড করেন। ফাইনাল হেরে শিরোপা হাতছাড়া করার পর সিয়াটল সাউন্ডার্সের এক কর্মকর্তার মুখে থুতু দেওয়ার অভিযোগে চরম সমালোচনার মুখে পড়েছেন ইন্টার মায়ামির ফরোয়ার্ড লুইস সুয়ারেজ। নতুন ফ্যান-ফুটেজ প্রকাশের পর শাস্তির খড়্গ আরও ঘনিয়ে আসছে উরুগুইয়ান স্ট্রাইকারের ওপর। ফাইনালে সিয়াটল সাউন্ডার্স ৩-০ ব্যবধানে হারায় মেসির ইন্টার মায়ামিকে। গোল করেছিলেন ওসাজে ডি রোসারিও, অ্যালেক্স রোলদান ও পল রথরক। তবে ম্যাচ শেষে মাঠজুড়ে ব্যাপক হাতাহাতির ঘটনায় জয় আড়াল হয়ে যায়। হাতাহাতির সময় দেখা যায় সার্জিও বুসকেটস ঘুষি মারেন মেক্সিকান তরুণ ওবেড ভার্গাসের চিবুকে। মাক্সি ফ্যালকন সাউন্ডার্সের কোডি বেকারকে হেডলকে ধরে ফেলেন। আর ইন্টারের টমাস আভিলেস ঘুষি ছুড়েন জ্যাকসন রাগেনের দিকে। তবে সবচেয়ে বড় আলোচনার জন্ম দেন সুয়ারেজ। লিভারপুল ও বার্সেলোনার সাবেক এই তারকাকে দেখা যায় সাউন্ডার্সের সিকিউরিটি ডিরেক্টর/সহকারী কোচ জিন রামিরেজের সঙ্গে তীব্র বাকবিতণ্ডায় জড়াতে। পরে ক্যামেরায় ধরা পড়ে তিনি রামিরেজের মুখের দিকে থুতু ছুড়ে দেন। এরপর সতীর্থরা তাকে মাঠ থেকে সরিয়ে নেন। সাউন্ডার্স কোচ ব্রায়ান শমেটজার বলেন, “দুঃখজনকভাবে এই ঘটনা আমাদের দুর্দান্ত জয়ের আনন্দকে আড়াল করে দিচ্ছে। প্রতিপক্ষ খেলোয়াড়রা হতাশ হয়ে এমন কিছু করেছে, যা কখনো মাঠে হওয়া উচিত নয়। তবে আমি চাইব এটা যেন মূল আলোচনায় না আসে। আসল গল্প হলো মাঠে আমাদের পারফরম্যান্স।” অন্যদিকে ইন্টার মায়ামি কোচ জাভিয়ার মাসচেরানো বলেন, “আমি ঘটনাস্থল থেকে দূরে ছিলাম, তাই কিছু দেখিনি। এসব আচরণ কেউই পছন্দ করে না। হয়তো উসকানি ছিল। তবে আসলে কী ঘটেছিল আমি জানি না।”
বড় শাস্তির আশঙ্কা
ফুটবল ইতিহাসে থুতু কাণ্ডে বরাবরই কঠিন শাস্তি দেওয়া হয়েছে। চলতি বছরই নরউইচের ফরোয়ার্ড বোরহা সাইনজ প্রতিপক্ষের দিকে থুতু ফেলার দায়ে ছয় ম্যাচের নিষেধাজ্ঞা ও ১২ হাজার পাউন্ড জরিমানা পেয়েছিলেন। এর কয়েক মাস আগে হিউস্টন ডায়নামোর হেক্টর হেরেরা রেফারির দিকে থুতু দেওয়ায় এমএলএস থেকে তিন ম্যাচের নিষেধাজ্ঞায় পড়েন। সেখানে সুয়ারেজ সরাসরি থুতু মারের প্রতিপক্ষের কর্মকর্তার মুখে। তাই ধারণা করা হচ্ছে, সুয়ারেজও এবার বড় ধরনের শাস্তির মুখে পড়তে যাচ্ছেন।
 

নিউজটি আপডেট করেছেন : Dainik Janata

কমেন্ট বক্স