এম এ মান্নান, পোরশা নওগাঁ প্রতিনিধি
"নিজ আঙ্গিনা পরিষ্কার রাখি ডেঙ্গু মুক্ত নওগাঁ গড়ি"এই স্লোগান কে সামনে রেখে ১লা সেপ্টেম্বর সোমবার সকাল১০ ঘটিকার সময় পোরশা থানার সকল সরকারি, বেসরকারি ,আধা সরকারি শিক্ষা প্রতিষ্ঠান, হাসপাতাল, ক্লিনিক, ব্যাংক ,ব্যবসা প্রতিষ্ঠান সমূহ ডেঙ্গু সহ মশাবাহিত রোগ প্রতিরোধে রেলি ও পরিছন্নতা অভিযান অনুষ্ঠিত হয়েছে।
পোরশা উপজেলা প্রশাসনের আয়োজনে এবং উপজেলা নির্বাহী অফিসার মোঃ রাকিবুল ইসলামের নেতৃত্বে সকল কর্মকর্তা-কর্মচারীর উপস্থিতিতে এই রেলি বিভিন্ন সড়ক প্রদক্ষিণশেষে উপজেলা চত্বরের মাঠের আবর্জনা পরিষ্কার করা হয় এবং তিনি তার বক্তব্যে বলেন ডেঙ্গু মশা এই সমস্ত আবর্জনা ময়লা ও জমাকৃত পানিতে বসে লার্ভা সংগ্রহ করে আর সেখানে থেকে উৎপত্তি হয়ে মানুষের শরীরে পড়ে এবং হুল ফুটানোর মাধ্যমে ডেঙ্গু রোগ ছড়ায় ।তাই আমাদের অফিস, বাড়ি, স্কুল ,কলেজের আঙ্গিনা সহ সব জায়গা পরিষ্কার-পরিচ্ছন্নতা রাখতে হবে এবং যেখানে সেখানে পানি জমিয়ে থাকলে তা পরিষ্কার করতে হবে। যাতে করে সেখানে মশা তৈরি হতে না পারে ।তাহলেই আমরা এই ডেঙ্গুর থেকে পরিত্রাণ পাব এবং সকলে সুন্দর ও সুস্থ ভাবে বসবাস করতে পারবো।
পরিশেষে সকলকে নিজ নিজ জায়গা সমূহপরিষ্কার রাখার পরামর্শ রোধে এই অভিযানকে সাফল্যমন্ডিত করতে নির্দেশ প্রদান করে অনুষ্ঠানের সমাপ্তি ঘোষনা করেন।
নিউজটি আপডেট করেছেন : Dainik Janata
