
১২৩ সংগঠন ১৬০৪ বার অবরোধ করেছে-স্বরাষ্ট্র উপদেষ্টা
- আপলোড সময় : ০১-০৯-২০২৫ ০৫:০৮:২১ অপরাহ্ন
- আপডেট সময় : ০১-০৯-২০২৫ ০৫:০৮:২১ অপরাহ্ন


অন্তর্বর্তীকালীন সরকার ক্ষমতায় আসার পর ১২৩টি সংগঠন এক হাজার ৬০৪ বার অবরোধ করেছে বলে মন্তব্য করেছেন স্বরাষ্ট্র উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল (অব) জাহাঙ্গীর আলম চৌধুরী। গতকাল রোববার সচিবালয়ে দুপুরে আইন-শৃঙ্খলা সংক্রান্ত কোর কমিটির বৈঠক শেষে তিনি এসব কথা বলেন। স্বরাষ্ট্র উপদেষ্টা বলেন, পুলিশ অ্যাকটিভ হলে সবাই বলে বেশি করে ফেলেছে। জাতীয় পার্টির অফিসে গতকাল আগুন ধরানোর পর পুলিশ বাধা দিয়েছে। কিন্তু নিয়ম হচ্ছে আগুন ধরার আগেই অ্যাকশনে যাওয়া। তিনি বলেন,‘দায়িত্ব নেওয়ার পর এক হাজার ৬০৪টি বার অবরোধ হয়েছে ঢাকা ও এর আশপাশে। ১২৩টি সংগঠন এটি করেছে। রাস্তা অবরোধ না করে মাঠ কিংবা সোহরাওয়ার্দী উদ্যানে করতে পারে। এতে জনদুর্ভোগ ও যানজট কমে।’ স্বরাষ্ট্র উপদেষ্টা বলেন, ‘বিভিন্ন দাবি-দাওয়ার জন্য নির্ধারিত মাঠ আছে কিন্তুঅনেকেই সেটা না করে রাস্তাঘাট দখল করে ফেলে। রাস্তার একটি অংশ অবরোধ হয়ে গেলে পুরো শহরে যানজট বেড়ে যায়। এতে জনভোগান্তি অনেক বেড়ে যায়।’ জাহাঙ্গীর আলম বলেন, ‘সরকার চলে যাওয়ার পর রাজনৈতিক দলের মধ্যে যে ঐক্য ছিল সে ঐক্য ধরে রাখতে হবে। একটি রাজনৈতিক দল চেষ্টা করছে নির্বাচন বানচালের জন্য। তবে সেটি মোকাবিলা করতে হবে। তাদের একটি অংশ তো রয়ে গেছে।’ সভার আলোচনার বিষয়বস্তু সম্পর্কে স্বরাষ্ট্র উপদেষ্টা বলেন, প্রধানত আলোচনা হয়েছে আসন্ন জাতীয় সংসদ নির্বাচন নিয়ে। রাজনৈতিক দলগুলোর সাম্প্রতিক কার্যকলাপ ও আইন-শৃঙ্খলা নিয়ে আলোচনা হয়েছে। ফ্যাসিস্ট সরকার পতনের পরে রাজনৈতিক দলগুলোর যে ঐক্য সেটা ধরে রাখতে হবে। জাতির বৃহত্তর স্বার্থে রাজনৈতিক দলগুলোকে ক্ষুদ্র স্বার্থ ও দলীয় স্বার্থ পরিত্যাগ করে ঐক্য ধরে রাখতে হবে। এই ঐক্যে যদি ফাটল ধরে এর মধ্যে ফ্যাসিস্ট দোসররা ঢ়ুকে বিশৃঙ্খলা ও নৈরাজ্য সৃষ্টি করবে। জাতীয় সংসদ নির্বাচন কতটা অবাধ, সুষ্ঠু, নিরপেক্ষ ও নিরাপদ হবে তা নির্ভর করে নির্বাচনে অংশগ্রহণকারী রাজনৈতিক দলগুলোর উপর। তিনি বলেন, নির্বাচনে জনগণের অবাধ ও স্বতঃস্ফূর্ত অংশগ্রহণের বিষয়টি গুরুত্বপূর্ণ। এ বিষয়টি রাজনৈতিক দলগুলোকে নিশ্চিত করতে হবে, সবার অংশগ্রহণ রাজনৈতিক দলগুলোর নিশ্চিত করতে হবে। সবার সহযোগিতায় অন্তর্বর্তী সরকার অবাধ, শান্তিপূর্ণ ও উৎসবমুখর নির্বাচন উপহার দিতে পারবে বলে আমরা আশা করি। তিনি বলেন, ‘আগামী ৭ সেপ্টেম্বর আইন-শৃঙ্খলা বাহিনীর নির্বাচন প্রশিক্ষণ শুরু হচ্ছে। ওইদিন বড় করে এটি প্রচার করা হবে। সেখানে গণমাধ্যম কর্মীদেরও দাওয়াত দেওয়া হবে।’
নিউজটি আপডেট করেছেন : Dainik Janata
কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ