
বই মুদ্রণে আন্তর্জাতিক দরপত্রের সিদ্ধান্ত হয়নি
- আপলোড সময় : ০১-০৯-২০২৫ ০৫:০৪:০৪ অপরাহ্ন
- আপডেট সময় : ০১-০৯-২০২৫ ০৫:০৪:০৪ অপরাহ্ন


মাধ্যমিক স্তরের বিনামূল্যের পাঠ্যবই মুদ্রণে আন্তর্জাতিক দরপত্রের কোনো সিদ্ধান্ত হয়নি বলে জানিয়েছে জাতীয় শিক্ষাক্রম ও পাঠ্যপুস্তক বোর্ড (এনসিটিবি)। এ বিষয়ে বিভ্রান্ত না হওয়ার জন্য সবার প্রতি আহ্বান জানিয়েছে সংস্থাটি। গতকাল রোববার এনসিটিবির সচিব অধ্যাপক মো. সাহতাব উদ্দিন স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। বিজ্ঞপ্তিতে বলা হয়, সম্প্রতি কিছু প্রিন্ট ও ইলেকট্রনিক গণমাধ্যমে ২০২৬ শিক্ষাবর্ষের মাধ্যমিক স্তরের পাঠ্যবই মুদ্রণে আন্তর্জাতিক দরপত্র আহ্বান করা হচ্ছে-এমন খবর প্রকাশিত হয়েছে। কিন্তু প্রকাশিত সংবাদটি যথার্থ নয় এবং এর সঙ্গে এনসিটিবির কোনো সিদ্ধান্তের মিল নেই। তাই এ ধরনের সংবাদে বিভ্রান্ত না হওয়ার জন্য বিশেষভাবে অনুরোধ জানানো হয়েছে। এনসিটিবি এমন সময় এই বিজ্ঞপ্তি দিল, যখন বই মুদ্রণে আন্তর্জাতিক দরপত্রের বিরোধিতা করে মতিঝিলে সংস্থাটির সামনে বিক্ষোভ কর্মসূচি পালনের ঘোষণা ছিল। গতকাল রোববার দুপুর ১২টায় এ কর্মসূচি শুরুর কথা থাকলেও সাড়ে ১২টা পর্যন্ত বিক্ষোভ শুরু হয়নি। তবে এ সময় কিছু তরুণকে এনসিটিবি ভবনের আশপাশে অবস্থান নিতে দেখা গেছে। এনসিটিবি ভবনের মূল ফটক বন্ধ করে রাখা হয় এবং ভবনের সামনে পুলিশ মোতায়েন ছিল। পরিস্থিতি বিবেচনায় নিরাপত্তা জোরদার করা হয়েছে বলে জানিয়েছে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী। শিক্ষা সংশ্লিষ্টরা বলছেন, দেশের পাঠ্যবই মুদ্রণে বরাবরই দেশীয় মুদ্রণশিল্পের প্রতিষ্ঠানগুলো যুক্ত থাকে। তবে সাম্প্রতিক সময়ে দরপত্র প্রক্রিয়ায় আন্তর্জাতিক কোম্পানিকে সুযোগ দেওয়ার সম্ভাবনা নিয়ে আলোচনা শুরু হয়। এ নিয়ে প্রকাশনা খাতের সবাই তীব্র আপত্তি জানিয়ে আসছে।
নিউজটি আপডেট করেছেন : Dainik Janata
কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ