
র্যাবের ডিজি ও এসবি প্রধানের চাকরির মেয়াদ বাড়ল
- আপলোড সময় : ০১-০৯-২০২৫ ০৪:৪৫:৩০ অপরাহ্ন
- আপডেট সময় : ০১-০৯-২০২৫ ০৪:৪৫:৩০ অপরাহ্ন


র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র্যাব)-এর মহাপরিচালক (ডিজি) এ কে এম শহিদুর রহমান এবং স্পেশাল ব্রাঞ্চের প্রধান (এসবি) অতিরিক্ত আইজিপি মো. গোলাম রসুলের চাকরির মেয়াদ বাড়িয়েছে সরকার। গতকাল রোববার জনপ্রশাসন মন্ত্রণালয় এ ব্যাপারে পৃথক প্রজ্ঞাপন জারি করেছে। দুজনকেই চুক্তিভিত্তিক নিয়োগ দিয়ে এই প্রজ্ঞাপন জারি করা হয়েছে। এর মধ্যে র্যাবের ডিজি শহিদুর রহমানের চাকরির মেয়াদ আগামী ১ অক্টোবর থেকে আগামী বছরের ১৫ মার্চ পর্যন্ত বাড়ানো হয়েছে। অন্যদিকে এসবি প্রধানের চাকরির মেয়াদ ১ সেপ্টেম্বর থেকে আগামী বছরের ১৫ মার্চ পর্যন্ত বাড়ানো হয়েছে।
অবসরোত্তর ছুটি ও তৎসংশ্লিষ্ট সুবিধাদি স্থগিতের শর্তে গত বছরের ১ অক্টোবর তারিখ থেকে পরবর্তী এক বছর মেয়াদে অতিরিক্ত পুলিশ মহাপরিদর্শক পদে চুক্তিভিত্তিক নিয়োগ প্রদান করা হয় শহিদুর রহমানকে। ছাত্র-জনতার অভ্যুত্থানে গত বছরের ৫ আগস্ট আওয়ামী লীগ সরকারের পতন এবং শেখ হাসিনা ভারতে পালিয়ে যাওয়ার দুদিন পর পুলিশের অতিরিক্ত মহাপরিদর্শক এ কে এম শহিদুর রহমানকে র্যাবের মহাপরিচালক হিসেবে নিয়োগ দেওয়া হয়।
নিউজটি আপডেট করেছেন : Dainik Janata
কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ